📅 Published on: 2024-12-17 16:52:31
⏱ Duration: 00:04:43 (283 seconds)
👀 Views: 10290 | 👍 Likes: 814
📝 Video Description:
This Video is about ISL Eastbengal vs Punjab FC match Review & Highlights!
Brilliant Comeback from Eastbengal
Eastbengal 4 – 2 Punjab
#eastbengal #isl #indianfootball
🎙 Channel: Unique On
🌍 Channel Country: India
📂 Tags:
ইস্টবেঙ্গল,ইস্টবেঙ্গল ম্যাচের ভিডিও,ইস্টবেঙ্গল পাঞ্জাব ম্যাচ,Eastbengal vs Punjab Highlights,Eastbengal goal video,Eastbengal,Indian football,ISL,Vishnu,David,Oscar bruzon
🕵️♂️ Transcript:
নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন অবিশ্বাস্য কামব্যাক ইস্ট বেঙ্গলের যেই ইস্ট বেঙ্গল দল পাঞ্জাব এফসির এগেন্স্টে যে পাঞ্জাব এফসি দল কিন্তু এখন অব্দি আইএসএল এ বেশ ভালো ফুটবল খেলেছে তাদের এগেন্স্টে হাফ টাইমে দুই শূন্য হার ছিল এবং প্রথম হাফে বলার মতো ফুটবল কিন্তু খেলতে পারেনি আজমির সুলিজি এবং এজিকুয়েল ভিদাল তাদের গোলে কিন্তু পিছিয়ে পড়েছিল পাঞ্জাব এফসি দুই শূন্য এগিয়ে ছিল এবং ফেভারিট লাগছিল পাঞ্জাবকে যে পাঞ্জাবি হয়তো ম্যাচটা জিততে চলেছে এবং যেভাবে ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে সবকিছু একদম চেঞ্জ করে দিল আলাদাাই ম্যাচ গিয়েছে ভাই ইস্ট বেঙ্গলের অনেকদিন বাদে একটা মনে রাখার মত ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল খেলেছে মনে রাখার মত একটা কামব্যাক কিন্তু ইস্ট বেঙ্গল করেছে যদিও ম্যাচের প্রথম দিকটা একচুয়ালি আমি বাইরে ছিলাম মিস করে গেছিলাম ওই প্রথম 30 35 মিনিট খেলা দেখতে পাইনি তো সেই জায়গাটা নিয়ে বেশি কথা বলছি না তবে সেকেন্ড গোলটা দেখলাম যেটা ইস্ট বেঙ্গল খেল এবং সেখানে সম্পূর্ণভাবে কিন্তু আনোয়ার আলী যেভাবে আর কি ভিদালের কাছে মানে পরাজিত হলো দেখতে খারাপ লাগলো মানে একটা গোল আনোয়ারের সামনে দিয়ে হলো আনোয়ারের কাছে কোন জবাব নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আগের দিন মরিশিয়ও এইভাবে গোল করে গিয়েছিল আনোয়ারকে মাঠে ধরিয়ে এবং সেখানে সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কিরকম কামব্যাক করে সেই দিকেই নজর ছিল এবং সেকেন্ড হাফের একচুয়ালি শুরুটাই ইস্ট বেঙ্গল ভালো করে একদম সেকেন্ড হাফ শুরু হতে না হতেই একটা গোল পেয়ে যাওয়া সেটা হয়তো ইস্ট বেঙ্গলকে অনেকটা মোরাল বুস্ট দিয়েছিল যেখানে ইস্ট বেঙ্গল একটা ফ্রি কিক পায় এবং ক্লেইটন সিলভার রাখা কিন্তু বল হিজাজি মাহির কিন্তু হেড দিয়ে গোল করে দুই এক করায় ব্যবধান কমায় এবং তারপর কিন্তু ইস্ট বেঙ্গলের তরফে একটা চেঞ্জ আমরা দেখতে পাই বিষ্ণুকে নামানো হয় যেটা অবশ্যই মাস্টার স্ট্রোক ছিল মহেশের জায়গাতে উল্টো দিকে কিন্তু পাঞ্জাব এর ইভেন নোবো সেলেজ তার ইনজুরিটাও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো ব্যাপার হয়েছে যে নোবো সেলেজ উঠে যাবার পর কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটা ইস্ট বেঙ্গল পেয়ে গিয়েছিল তো একচুয়ালি এই পাঞ্জাব টিমটা কিন্তু দুটো বিদেশী প্লেয়ারের উপর অনেক বেশি নির্ভরশীল ছিল একটা হচ্ছে ফিলিম মির্জাজাক যারো ইনজুরি লেগেছে এবং আজকে নোভো সেলে চুটে যাবার পর যেরকম ফুটবলেই পাঞ্জাব টিমটা খেললো এবং এই পাঞ্জাব টিমটা মানে টপ থ্রি টপ ফোরে থাকার মত ফুটবল কিন্তু খেলছিল সেই জায়গাতে দুটো প্লেয়ারের উপর এত বেশি ডিপেন্ডেন্ট হলে সেখানে কিন্তু ভবিষ্যতে গিয়ে এই টিমটা নোভোসেলেজ ইনজুরি থেকে না ফিরলে কি করবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে মানে একটা নোভোসেলেজ উঠে যাওয়াতে কিন্তু পাঞ্জাবের ডিফেন্স পুরো তাসের ঘরের মত ভেঙে গেল এবং সুরে স্মিতে যাকে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলতেই আমরা দেখেছিলাম নোভোসেলেজের পাশে তার দুটো অন গোল একটা তো বিষ্ণুকে গোল দেয়া হয়েছে যেটা সেকেন্ড গোল আবারো ডানদিক থেকে বল আসে বিষ্ণু বলটা গোলে রাখার চেষ্টা করে বাট অতটা ভালো হিট কিন্তু পায়ে হয়নি বাট সুরেশ মিতাই এর পায়ে লেগেই বলটা গোলে চলে যায় সেখান থেকে ইস্ট বেঙ্গল দুই দুই এবং তারপর আবারো ডানদিক দিয়ে নান্দা কুমার বল রাখে বল কিন্তু কোন ইস্ট বেঙ্গল প্লেয়ার পায়নি বাট তারপরও কিন্তু সুরেশ স্মিতই বলটা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেয় মানে পরপর দুটো অন গোল কিন্তু সুরেশমিতেই করে একটা তো অন গোলই হয়েছে একটা বিষ্ণুর কাছে গিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভাই সেখানেই পাঞ্জাবের পুরো একদম বডি ল্যাঙ্গুয়েজ ডাউন হয়ে গিয়েছিল তারপর গিয়ে একটা রেড কার্ড যেখানে কিন্তু লং ডিম আগেই নাওরে মহেশকে ফাউল করার জন্য একটা হলুদ কার্ড দেখেছিল এবং দেন সেকেন্ড ইয়ে হলো যেটা তোকে একদম ক্লিয়ার ইয়ে হলো ছিল বিষ্ণুকে কিন্তু ফাউল করে মানে বিষ্ণু নামবার পর কিন্তু অনেক ইম্প্যাক্ট রেখেছে এবং সেই জায়গাতে লাল কার্ড 10 জন হয়েছে ইস্ট বেঙ্গল তিন দুই এগিয়ে আছে আর তার কিছুক্ষণ বাদে কিন্তু ইস্ট বেঙ্গলের চতুর্থ গোল মোটামুটি মিনিট 20র মধ্যে ইস্ট বেঙ্গল খানচারে গোল করে দিয়েছে কি লেভেলের কামব্যাক ছিল এবং চতুর্থ গোলটা করলো ডেভিড এবং ডেভিড আজকের ম্যাচে যেরকম খেলেছে তার গোল পাওয়াটা দরকার ছিল দারুন খেলেছে মানে আপফ্রন্টে কিন্তু পুরো ওয়াকলোড নিয়ে খেলেছে দারুন খেলেছে ডেভিডকে খুব ভালো লেগেছে এবং সেই জায়গাতে আবারো ভিষ্ণুই ক্রস ছিল এবং ডেভিড কিন্তু একটা ডাইভিং হেডার দারুন ফিনিশ করলো ওই গোলটা বেস্ট গোল ছিল ইস্ট বেঙ্গলের তরফ থেকে এবং চার দুই মানে দুরন্ত একটা কামব্যাক কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেখলাম মৌসুমের তৃতীয় জয় ইস্ট বেঙ্গল তুলে নিল ওভারঅল ফার্স্ট হাফটা এভারেজ গেলেও খারাপ পেয়ে গিয়েছিল সেকেন্ড হাফে কিন্তু দারুন ফুটবল ইস্ট বেঙ্গল খেললো এবং ডমিনেট করলো এবং আমি তো পুরো ক্রেডিটটা দেবো বিষ্ণুকে এবং তার সঙ্গে অবভিয়াসলি আমার তোমার ডেভিডের খেলাও খুব ভালো লেগেছে তাকে তো ক্লেইটনও যথেষ্ট এফেক্টিভ ছিল তো সেখানে অস্কার ব্রুজন হাফ টাইমে কি বলেছিল আমি জানিনা বাট যেটা বলেছিল সেটার কাজ বিশাল হয়েছে তৃতীয় জয় মৌসুমের ইস্ট বেঙ্গল তুললো এবং পাঞ্জাবের মত টিম যারা কিন্তু মোটামুটি টপ ফোর টপ ফাইভ এর মধ্যে থাকছে তাদের এগেন্স্টে দুই শূন্য হাফ টাইমে পিছিয়ে গিয়ে তারপর কামব্যাক করাটা কিন্তু অবশ্যই একটা ভালো জয় হয়ে থাকবে এবং ইস্ট বেঙ্গল প্লেয়ারদের মধ্যে অনেক কনফিডেন্স যাবে এবং পরের দিকে এসে যেভাবে আর কি ইস্ট বেঙ্গলের ইয়ংস্টাররা এফোর্ট দিচ্ছিল আমি তো চাই এই প্লেয়ার গুলোকে আরো বেশি করে অস্কার ভূষণ সুযোগ দিক আমান সিকে বা বিষ্ণু এই টাইপের প্লেয়ার গুলো অনেকটা এফোর্ট দিয়ে খেলে টিমের জন্য একদম মানে ফুল এফোর্ট দেয় যেটা অবশ্যই টিমকে হেল্প করবে তো তোমরা জানিও আজকে ইস্ট বেঙ্গলের কামব্যাক কেমন লাগলো ইস্ট বেঙ্গলের খেলা কেমন লাগলো দারুণ কামব্যাক কিন্তু ইস্ট বেঙ্গল করে আজকের ম্যাচ জিতেছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই
🚀 Related Hashtags: #অবশবসয #কমবযক #ইসটবঙগলর #হফ #টইম #পছয #থক #ফলটইম #জযVishnu #বদল #দল #খল
Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Unique On. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=tVXkjcNvjzg.