ইস্টবেঙ্গল ভয়ঙ্কর হচ্ছে 🤘 East Bengal Vs Jamshedpur Match Review

📅 Published on: 2024-12-21 20:33:53

⏱ Duration: 01:57:28 (7048 seconds)

👀 Views: 4627 | 👍 Likes: 344

📝 Video Description:

#eastbengal #mohunbagan #bengalisportsvlog #indianfootball #football #sports #indiansuperleague #sportsnews #eastbengalvsmohunbagan #mohunbaganvseastbengal
#transfermarket #transfer #transferrumors #afc #afcchallangeleauge

🔴 Facebook Page 👇👇👇
https://www.facebook.com/profile.php?id=100095020674501&mibextid=ZbWKwL

🔴 Instagram Id 👇👇👇
https://www.instagram.com/bengali_sports_vlog?igsh=dWZncGJ5c3E2bjl6

🔴 E-mail id 👇👇👇
[email protected]

#eastbengal #indiansuperleague #football #eastbengalvsmohunbagan #bengalisportsvlog #indianfootball #mohunbagan #sportsnews #mohunbaganvseastbengal #sports #indiansuperleague #mohunbagansupergiants #eastbengal

🎙 Channel: Bengali Sports Vlog

🌍 Channel Country: India

📂 Tags:

[vid_tags]

🕵️‍♂️ Transcript:

[মিউজিক] ఆ اللہ আল্লাহ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা লাইভ লাইভ সেশনে তোমাদেরকে একটু একটু ওয়েলকাম এখানে অনেকে অনেক রকম কমেন্ট করছে ডেফিনেটলি প্রত্যেকের কমেন্ট নেব তার আগে মাঠে তো খেলা দেখেছি এবং এসেই বাড়িতে হাইলাইটসটা দেখানোর সময় পাইনি আমি জাস্ট তোমাদের সাথে সাথে হাইলাইটসটা একটু ওয়াচ এলং করে নেব আট মিনিটের খেলার দুর্দান্ত একটা জয় ইস্ট বেঙ্গলের একটা ক্লিনিক্যাল পারফরমেন্স এবং ব্লগ যেটা হয়েছে সুপার সেভিউ উপার আগের ব্লগটা যারা দেখেছিলে দুর্দান্ত কামব্যাকের একটা ব্লগ তোমরা দেখেছিলে এগেন্স্ট পাঞ্জাব পাঞ্জাব ফুটবল ক্লাব আজকে জামশেদপুর ফুটবল ক্লাব খালিদ জামিল ভার্সেস অস্কার ব্রুজনের যে দুর্দান্ত একটা লড়াই সল্লডেক স্টেডিয়ামে এবং এই বৃষ্টি ভেজা কলকাতা কনকনের ঠান্ডাতে 16000 17000 এর কাছাকাছি লোক এসছিল আমি পুরোপুরি স্যাটিসফাই নই আরো আরো লোক আমি এক্সপেক্ট করেছিলাম বাট যারাই এসছিল আজকে তারা একটা দুর্দান্ত ক্লিনিক্যাল পারফরমেন্স ইস্ট বেঙ্গলের মাঠে বসে দেখলো থ্যাঙ্কফুলি ফরচুনেটলি আই এম ওয়ান অফ দেম এবং তারা জানিনা কারা কারা এই মুহূর্তে জয়েন করেছো সবাই আশা করি স্ট্রিমটাকে লাইক করে দেবে আর নতুন করে আজকে বলতে হবে না সুপার চ্যাট সুপার থ্যাংকস মেম্বারশিপ লাইক সাবস্ক্রাইব এগুলো তোমরা সব বুঝে নাও আজকে আমি শুধু অন্য কথা বলবো বিষ্ণু বাদিক থেকে প্রথমেই একদম তিন মিনিটের মাথায় আমি একটু হাইলাইটসটাও দেখছি ডেফিনেটলি তোমরা যারা খেলাটা দেখেছো বাড়িতে তারা ডিফারেন্ট দেখেছো বিটু গ্যালারিতে ছিলাম ডেফিনেটলি অনেকে লিখছে বিটুতে দেখা হয়েছে ডেফিনেটলি বিটুতে তোমাদের সবার সাথে দেখা হয়েছে এবং যখন ভাই আজকে আমি কিছু কথা তোমাদের সাথে দুর্দান্ত সেফ ভাই দুর্দান্ত সেভ দেখি আরেকবার দেখে নিই জায়গাটা বিষ্ণুর ক্রস ক্রেটান ধরে নিল এখান থেকে লালের থ্রো ইন ফার্স্ট হাফে ছয় মিনিটের মাথায় ও ক্লেটের শট ভাই জাস্ট সেভ হয়ে গেল এনিওয়ে যেটা যেটা যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যখন মানে জাস্ট খেলা দেখে বেরচ্ছিলাম না আজকে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং বিকজ মানে কি বলবো আজকে যখন খেলা দেখে বেরচ্ছি তোমাদের প্রত্যেকের যে এনার্জি যে ম্যাডনেস যে ধারাবাহিকতা ইস্ট বেঙ্গল দেখাচ্ছে মাঠে নেবে এবং সেই ধারাবাহিকতা দেখে আমরা প্রত্যেকে আমাদের আমার গলা কিছুটা ভেঙে গেছে এই মুহূর্তে বিকজ যে যে এনার্জিটা আমরা সকলে আজকে গ্যালারিতে এবং আফটার জিতে যাওয়ার পর মানে জিতে যাওয়ার পর যে আনন্দ উচ্ছ্বাস যেটা তোমরা কালকের ব্লগে দেখবে এইটা বারবার তোমরা ডিজার্ভ করো আমি তোমাদেরকে বলছি এবং সমস্ত ইস্ট বেঙ্গল ফ্যান বেস যারা অভিষেকদের মত যারা কলকাতার বাইরে রয়েছে যারা মাঠে আসতে পারে না প্রতিনিয়ত এবং যারা আজকে মাঠে ছিলে যে 16000 লোক 16000 600 সামথিং আজকে লোক মাঠে ছিল একটা দুর্দান্ত এক্সপেরিয়েন্স একটা ক্লিনিক্যাল পারফরমেন্স এবং অনক দেখছি অনক জয়েন করেছে অনক বাড়ি পৌঁছে গেছে আমিও বাড়ি পৌঁছে গেছি একটু লেট হয়ে গেল লাইভে আসতে প্রায় 100 জনের কাছাকাছি জয়েন করেছো সবাইকে বলব জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করো এবং প্রত্যেকে স্ট্রিমটাকে লাইক করো অভিষেক প্রথমে তুমি বলো আজকে উইথ ফুল এনার্জি উইথ ফুল এনার্জি ভাই ব্যাক টু ব্যাক জয় মানে এটা ইস্ট বেঙ্গল কিন্তু আবার করলো এই ইন্ডিয়ান সুপার লিগে আবার করলো আমি বলব এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিভাবে দেখছো আমরা এই মুহূর্তে 10 নম্বরে উঠে এসছি এবং আস্তে আস্তে যে লেভেল আপটা হচ্ছে অস্কারের ছেলেরা যে ফুটবলটা খেলছে এবং আমি কোচের ব্যাপারে একটাই কথা বলব উনি কিন্তু আমি রোজই বলি হয়তো এই কথাটা উনি কিন্তু উনার ছেলেদেরকে মানে ইস্ট বেঙ্গলের যারা যারা খেলছে এই মুহূর্তে অস্কার কিন্তু তাদেরকে বোঝাতে পারছেন যে উনি কি চাইছেন এবং এজ এ কোচ এখন অব্দি কিন্তু উনি এখন অব্দি আমি এখন টিল নাউ উনি কিন্তু কিন্তু যথেষ্ট সফল এবং অস্কারের সেই অ্যাটিটিউড যেটা আজকে আমরা দেখেছি মাঠে ইস্ট বেঙ্গলের নাছরবান্ধা এবং একটা প্লেয়ারকে নিয়ে বলে দিচ্ছি ম্যাচের শেষে সাবকা বাপ আনোয়ার আলী যে বলটা ক্লিয়ার করলো সাবকা বাপ ঠিক আছে সাবকা বাপ আনোয়ার আলী যে বলটাকে আটকালো সেটা দেখে পুরো গ্যালারি হাততালি দিচ্ছিল আর যাদের মনে যত প্রশ্ন ছিল যে আনোয়ার আলীকে এত টাকা দিয়ে কেন নেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য সব প্রশ্নের উত্তর আনোয়ার ওই তিন পয়েন্টে ছিল ওটা যেরকম গোলটা ডিমি দুর্দান্ত গোল করেছে ডিমি বিষ্ণু গোলটা ছেড়ে দিল বা বিষ্ণু কানেক্ট করতে পারলো না সেখান থেকে ডিমি গোলটা করলো অল ওভার দুর্দান্ত একটা জয়েল করেছে করেছে ওটাও একচুয়ালি ওটা ওটা একচুয়ালি ও কানেক্ট করে হ্যাঁ ফার্স্ট হাফে আনোয়ারের শটটা হও তো তুমি বলবে অনক ডেফিনেটলি ওগুলো তুমি বলবে অবশ্যই মানে একটা দুর্দান্ত জয় আমি প্রথমে অভিষেকের কাছে যাব অভিষেক বলবে তারপরে অনক বলবে অনক ব্লগেও আছে মাঠেও ছিল তোমাদের সকলের সাথে দেখা হয়েছে আই এম রিয়েলি সরি আজকে আমার অনেকের সাথে দেখা হয়েছিল লাস্টে অনকের সাথে দেখা হয়নি আমি একটা দিকে মানে মানে জিতলে যেটা হয় অনক তোমার সাথে অনেকে দেখা করবে বলে আজকে ছিল তিন চারজন ডেফিনেটলি নেক্সট নেক্সট ম্যাচে তোমার সাথে আমি তাদের দেখা করিয়ে দেবো অবশ্যই এবং সেই ক্ষেত্রে অভিষেক বলো এই দুর্দান্ত জয় ভাই আমার জাস্ট পাম্প এবং আমার থাম্বনেইলটা মানে দেখেছো আমি চট করে লিখি না আজকে মানে আমি দিলাম মানে স্বাভাবিক মানে অবশ্যই কারোর পৌষ মাস কারোর সর্বনাশ চাকা ঘুরে চাকা ঘুরতে শুরু করেছে সবাই ভালো খেলুক ইস্ট বেঙ্গল ভালো খেলছে আই এম হ্যাপি কে জিতলো হারলো ডাজেন্ট ইভেন ম্যাটারস ইস্ট বেঙ্গল ভালো খেলছে এবং সকলের যে উচ্ছ্বাস আজকে আমি ক্যামেরা বন্দি করেছি ফ্রেমবন্দি করেছি যেটা বললাম আজকে মানে এটা দুর্দান্ত এবার একটু খেলা নিয়ে কথা হোক উন্মাদনা নিয়ে কথা হোক অভিষেকের কি ফিলিং সেটা নিয়ে কথা হোক ওভার টু ইউ অভিষেক প্রথমত বলবো আজকে আমরা মোটামুটি চার গোল দেওয়া উচিত ছিল ঠিক আছে খুবই আগ লাগেছে চার গোল হয়নি আনোয়ার আলীর দু দুর্দান্ত বাপায় ওই কার্লার বারে লেগে বেরিয়ে গেল সেকেন্ডলি আমি নন্দকে নিয়ে কিছু বলবো না সরি টু সে আমি বলতে পারবো না আমার ভালো লাগছে না ওকে নিয়ে বলতে যাই হোক নন্দকুমারের ওই মিসটা তো একটা ক্রিটিক্যাল মিস চতুর্থ নম্বর হচ্ছে বিষ্ণুর বারের কোনায় লেগে বলটা বেরিয়ে গেল মানে এই যে এই যে জিনিসগুলো আজকে হলো কিন্তু একটা একটা কথা বলতে হবে আজকের ম্যাচের মধ্যে একটা জিনিস একটা জিনিস বোঝা যাচ্ছিল যে আমরা না ম্যাচটা জিততে নেমেছি আমরা ম্যাচটা ড্র করতে না মানে এইটা কোনো না কোনো জায়গা দিয়ে বারবার এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু ম্যাচটা জিততে নেমেছিলাম ওখানে আমরা কিন্তু ম্যাচটা হারতে নামিনি এবং ম্যাচটা আবার ড্র করতে নামি এবং এগেইন ক্লেটটা সিলভা ক্লিনিক্যাল ক্লেটন সিলভা ক্লিনিক্যাল ক্লেটন সিলভা মানে উনি মানে একাই একাই মানে যেভাবে দুটো বল ক্রিয়েট করলো ওর একটা শট এবং একটা তো নন্দ এ করলো যাই হোক তো এই এই জায়গাটা দিয়েই না আমাদের কোন একটা জায়গা দিয়ে মনে হচ্ছে এবার টিমটা কিন্তু ফিরছে মানে টিমটা আস্তে আস্তে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ রেকমেন্ডেশনের টিম ইজ কামিং ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট এরপরের জিনিসটা একটাই আমাদের সেটা হচ্ছে এই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে এই এই জেতাটা বজায় রাখতে হবে আমি দেখো আমি এখনই এগেইন আমি কস্কার ব্রুকে নিয়ে বেশি কিছু বলবো না আমি শুধু একটাই চাই উনি যেভাবে সাইলেন্টলি কাজ করে যাচ্ছে লেট হিম ডু ইট জব সাকসেস পেলাম কি পেলাম না কি কি করলাম সেইটা এন্ড অফ দা সিজন বলে দেবে তো আমি এইটাই আপনাদের কাছে রিকোয়েস্ট সবার কাছে রিকোয়েস্ট এগেইন বিষ্ণুকে নিয়ে দেখছি অনেক পোস্ট আছে ওই জন্য আমি বাধ্য হয়ে এক্সাইটেড পোস্ট দিলাম যে ডু নট ওভার হাইপ হিম লেট হিম গ্রো লেট হিম কঙ্কার লেট বিষ্ণু অভিষেক আমি তোমার সাথে একমত বাট উই শুড সেলিব্রেট টুনাইট উই শুড সেলিব্রেট আওয়ার আমি একটু বলি অভিষেক তুমি কোন জায়গা থেকে বলছো আমি ডেফিনেটলি আমি তো ওইটাই একদম তুমি যেটা বলেছ ওটাই ওটা নিয়ে ডেফিনেটলি আমি কালকে যখন লাইভে আসবো আমি ওটার পরেই তুমি আজকে বলে দিয়েছো আমি ওটাতেই হাইলাইট করবো কিন্তু টুনাইট উই শুড সেলিব্রেট আওয়ার উইন এবং এটা বদলার ম্যাচ ছিল এটা আমাদের বদলার ম্যাচ কালকে ব্লগে দেখো যেভাবে জামশেদপুরের সমর্থক বলবো না তারা আমি লাস্ট সিজনেও জামশেদপুরে গেছি জামশেদপুরের মানে ওই হাওলা পাবলিক হয় না যারা মাঠে ঢুকে মানে অপোনেন্টের মানে সমর্থকদের হ্যারাস করে ইনক্লুডিং মোহনবাগান সমর্থকদেরও করেছে যেটা মানে নট নট এক্সেপ্টেবল ঠিক আছে তারা আজকের ব্লগে যা জবাব দিয়েছে কালকে ব্লগে দেখো আজকে আমরা সেলিব্রেট করবই এবং অবশ্যই অভিষেকও করছে অভিষেক যেটা বলছে আমরা কাউকে ওভারাইভ করবো না সবাই দুর্দান্ত আজকে ইন্ডিয়ান সুপার লিগের একটা সেরা গোল হতে হতে হলো না আমি হাইলাইটসটা দেখছি এই মুহূর্তে চালিয়ে সিভিলিও টোরোকে দেখছিলাম প্রথম একটু দুই একটা জায়গাতে গোল করার চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল জার্সিতে ইন্ডিয়ান সুপার লিগে সেরকম ভাবে দেখিনি কোনদিনও যাই হোক ইস্ট বেঙ্গলের মানে মানে একটা নিয়ে হিজাজি ভুল করলে গিল আটকে দিচ্ছে গিল কিছু করলে জিসান আটকে দিচ্ছে মানে আনোয়ার আটকে দিচ্ছে মানে এই জিনিসটা না ভাই মানে টোটাল টিম গেম এবং মানে অবশ্যই একটা এরকম একটা জায়গা থেকে নান্দা কুমারের এই 36 মিনিটে যে শটটা ভাই নান্দা কবে গোল পাবে ওর গোল পাওয়াটা খুব দরকার নান্দা কুমার একটা গোল পেলে কনফিডেন্স পাবে দেখো ব্লগে আমি তো আনকাট রাখি যে মোমেন্টস রেজাল্ট কি ডিপেন্ড করে আমি ব্লগ বানাই না তো ফার্স্ট হাফে অনক যেটা বলেছে অনকও জানে বা আমিও যেটা বলেছি নন্দার নামে সেটা থাকবেই নান্দার নান্দার সেকেন্ড হাফের পারফরমেন্স আবারো আগের দিনের ম্যাচের মতোই এই ম্যাচে কিছুটা হলেও ইমপ্রুভ করেছে কিছুটা হলেও বাট তাও আজকে নান্দা কুমারকে অনেকক্ষণ রাখা হয়েছে বলে আমার মনে হয় এবং মাহেশ আমি যতটুকু শুনেছিলাম মহেশ 30 মিনিট 35 মিনিটের জন্য ফিট বাট মাহেশকে 45 মিনিট ওয়ার্ম আপ করিয়ে কিন্তু খেলানো হলো মনে হয় 10 12 মিনিট 10 15 মিনিট মিনিট তো সেই জায়গায় ডেফিনেটলি কোচের ডিসিশন এবং ডিয়ামান্টাকস আজকে কিন্তু কালকে তোমরা দেখতে পাবে এই সেলিব্রেশন অভিষেক দ্যা ক্লিনিক্যাল ডিয়ামান্টাকস বাঁদিক থেকে গিয়ে বলটা ঠেলে দিল ডিমি ডিমি চিৎকার গ্যালারিতে সেই ডিমির সেলিব্রেশন সব সমর্থকরা করছে ডিমিকে নিয়ে ছোট্ট করে বলবে তারপরে আমরা অনকের কাছে যাব দেখো সিম্পল কথা বলি ডিমিকে নিয়ে বলার কিছু নেই এটাই হচ্ছে দ্যা রিয়েল গ্রিক গড এটাই হচ্ছে দ্যা রিয়েল ডিমি এটা কোন মানে ছাপরিপাড়ার বস্তিপাড়ার ডিমি নয় যাই হোক কিন্তু এইটাই হচ্ছে আমাদের ডিভিচায় দিয়ামান টাকস ও আবার আবার আবার প্রুফ করে দিল দ্যাটন ইট রিকোয়ারস হিল হি উইল স্কোর দেখো এইখানে এইখানে দেখো আমি একটা কথা বলি এইখানে তুমি ডেফিনেটলি পেত্রাটোস কে ট্রোল করলে অবভিয়াসলি করলে এবং আমি তোমাকে লাইভ দিলাম তুমি ট্রোল করলে বলে এটা ন্যাচারাল এজ এ ইস্ট বেঙ্গল সাপোর্টার ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট বাট পেট্রাটস ডেফিনেটলি ভালো প্লেয়ার এবং যখন ওকে সম্মান দেওয়ার তুমি দাও অবশ্যই দাও এটা আমি আজকে অন স্ট্রিম বলছি বাট কিছু সময় না না যখন ডিয়ামান্টাগোস আসে কলকাতা আমি আজকে বলছি তারপরে এটার পরে অনব বলবে আজকে অভিষেকের মুখ থেকে এই কথাটা বের হলো তার কারণ হচ্ছে শুধুমাত্র ডিমান্টাগোস মানে এসছে বলে ইস্ট বেঙ্গলে নয় বা পেট্রাটোস ইস্ট বেঙ্গলের এগেন্স্টে গোল করেছে বলে না কিছু সমর্থকের যে ডিয়ামান্টাগোসকে যে রেস্পেক্টটা ভাই ওকে রেস্পেক্ট দিস না বা দিও না বা দেবেন মানে দিচ্ছেন না ঠিক আছে ওর গোল্ডেন বুটটাকে দিন ও গোল্ডেন বুটটা নিয়ে এসছে কিন্তু ইস্ট বেঙ্গলে এবং সেইটাকে রেস্পেক্ট দিন আমি কেন পেট্রাটসকে রেস্পেক্ট দিই কারণ পেট্রাটস ইজ এ গুড প্লেয়ার এবং কালকেও অভিষেক ছিল পেট্রাটটা যখন ভালো খেলতে পারছিল না অভিষেক কিন্তু রেস্পেক্ট দিয়ে বলেছে এবং আজকে যেটা অভিষেক বলল সেটাকেও আমি লাইক দিলাম বিকজ এটা হচ্ছে জবাব তাদেরকে মানে একপাশ একপেশে বলে যাবে সবাই শুনে যাবে এরকম তো হয় না যাই হোক আমরা এগুলো নিয়ে চলবো আমি আরো মোটামুটি আজকে থাকবো এটলিস্ট এক ঘন্টা লাইভ আরো আমি আছি অনক গ্যালারিতে অনেক কথাবার্তা হলো সেগুলো কি হলো সেগুলো তো ব্লগে কালকে সবাই দেখবে ডেফিনেটলি সেগুলো নিয়ে বলবো না কি অনুভূতি এবং আমার লাকি চেয়ারটা নিয়ে মানে যেটা আমি আজকে হোল্ড করেছিলাম তুমিও বুঝতে পেরেছ আমি তোমায় বললাম না যে হাফ টাইমে যে ওটা আমার লাকি চেয়ার ওটাতে বসে আগের দিন চার গোল আজকে নিয়ে পাঁচ গোল ঠিক আছে ইস্ট বেঙ্গলের ছয় পয়েন্ট ওই চেয়ারটাতে বসে যাই হোক বিটু গ্যালারিতে আমি মনে হচ্ছে একটু রেগুলার হয়ে যাব এবারে আস্তে আস্তে এনিওয়ে এগুলো এগুলো হয়তো ছোটখাটো কুসংস্কার মনে হবে কারোর বাট যারা দীর্ঘদিন ধরে আমরা মাঠে যাই দীর্ঘদিন ধরে আমরা খেলা দেখি এগুলো হয়ে থাকে এনিওয়ে অন তোমার ফিলিংস বলো খেলা নিয়ে বলো কি দেখলেই আজকে মানে কি জিনিস দেখলে আজকে ইস্ট বেঙ্গলের কি মেন্টালিটি এবং আরেকটা জিনিস বলব নন্দাক কুমারের সবকিছুর পরেও আজকে কিন্তু নান্দা কুমার এর যদি ওটা বিষ্ণুর পায়ে কানেক্ট না হয়ে থাকে তাহলে অ্যাসিস্টটা কিন্তু নান্দা কুমার পেয়েছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নন্দা কুমারের পাশ থেকেই কিন্তু বলটা গোলে এসছে বলো ওভার টু ইউ দেখো আগের দিনও একটা সেন্টার করেছিল গোল হয়েছিল যদিও অন গোল হয়ে গেছিল কিন্তু বলটাকে লিতাল জায়গায় রেখেছিল বেসিক্যালি যেটা কালকে কেও বলেছিলাম মানে নন্দার প্রবলেমটা হচ্ছে গিয়ে ফ্ল্যাশেস ঠিক আছে ওই ফ্ল্যাশেসটাকে কনসিস্টেন্সিতে মানে কনসিস্টেন্সিতে বদলাতে হবে আর দেখো নয়তো মানে নন্দার একটা মানে হচ্ছে গিয়ে মানে হয়তো যেটা মানে বেশি হয়তো এজ এ সাপোর্ট আর ইম্প্যাক্ট হয় সেটা হচ্ছে ফার্স্ট হাফে গোলটা যখন হাতে মানে মারলো বলটা তারপরে ওর বডি ল্যাঙ্গুয়েজ মানে হাসছে মিস করে মানে ওখানে মানে হয়তো ও যদি একটু ফ্রাস্ট্রেটেড থাকতো তাহলে হয়তো এতটাও খারাপ লাগতো না এবার ওই আর কি ব্যাপারগুলো এগুলো তো সাপোর্টার মানে মাথায় থেকেই যায় কিন্তু আল্টিমেটলি এটাও মানতে হবে যে কোচ যখন 90 মিনিট ওকে মাঠে রাখছে নিশ্চয়ই কিছু কারণ আছে তবে আমার পার্সোনালি মনে হয় যে বিষ্ণু যখন এরকম পারফর্ম করছে তাহলে হোয়াই নট আমানসিকে কে ট্রাই করা ঠিক আছে নন্দর জায়গাটায় বা হোয়াই নট সায়নকে ট্রাই করা ওই জায়গাটায় জানিনা এগুলো তো আমরা সাপোর্টার বলছি কিন্তু কোচের নিশ্চয়ই কোন ভিউ আছে আর এই কোচের যা ভিউ বা এই কোচের যা মানে এনালিসিস সেটার উপরে কথা বলার মানে অকাত আমার মনে হয় না কারোর আছে আমাদের এখানে মানে এইটা ইচ্ছা করেই বললাম কারণ এই কোচের কিন্তু মানে আমি যে কটা ম্যাচ দেখলাম একটাতেও দেখিনি উত্তেজিত হতে একটাতেও দেখিনি লাফালাফি করতে মানে কাছ থেকে উল্টে বিনো লাফালাফি করছে অনব ওটা তো আমরা করি রোজ করি ওটা তো আমাদের কাজ বলো একদম আর অ্যাসিস্ট্যান্টরাও করছে আমি বলছি ধরো আমরা তিনজন যখন বসলাম কোথাও একজন উত্তেজিত হয়ে গেলে বাকিরা উত্তেজিত হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি দেখছি প্লেয়াররা প্লেয়ারদেরকেও ঠান্ডা রাখছে বিনোকে ঠান্ডা করছে ওই আমাদের যে নতুন ফিজিক্যাল ট্রেনার এসছেন ওনাকে ঠান্ডা করছে ওখানে ওরা দুজনেই ইয়েলো কার্ড দেখেছে বিনো আর ওই ফিজিক্যাল ট্রেনার বোধহয় যতদূর আমি দেখেছি ঠিক আছে তো এই জন্য মানে আর মানে এই অস্কারকেই আর কি ফিঙ্গারস্ট ভরসা রেখে বাকি তো ঠিক আছে বাকি তো টিম খেলছে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে দ্যা টিম ইজ প্লেয়িং লাইক এ টিম এরকম মনে হচ্ছে না যে তিনটে প্লেয়ার দৌড়ে যাচ্ছে শুনলে তোমরা শুনলে অনককে আমি কেটে বলছি অনকের এই লাইনটা শুনলে দ্যা টিম ইজ প্লেয়িং লাইক এ টিম দ্যা টিম ইজ প্লেয়িং লাইক এ টিম থ্যাংক ইউ সো মাচ অনক এটা বলার জন্য এটাই এটাই এটাই মন্ত্র এটাই ফুটবল এটাতেই সাকসেস আসে অবশ্যই অবশ্যই এটাতেই সাকসেস আসে এবং আমাদের টার্গেট কিন্তু সুপার কাপ নয় আমাদের দুটো টার্গেট ইন্ডিয়ান সুপার লিগের কাপ এবং এএফসি চ্যালেঞ্জ লীগের আরো যতটা উপরে ওঠা যায় বলো অনুপ একদম এবং সাথে সুপার লিগটা হলেও খুব ভালো হয় মানে সুপার কাপটা হলে খুব ভালো হয় কারণ সুপার কাপটা একচুয়ালি ওই এএফসিতে আবার এন্ট্রি দেবে তো ওইটাও রাখছি তবে প্রায়োরিটি হচ্ছে যেটা তুমি বললে প্রায়োরিটি হচ্ছে এএফসি এন্ড আইএসএল কাপ এটা একদম পারফেক্ট বলেছ তো ওটা নিয়ে কোন ডাউটই নেই আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে মানে মানে যেটা যেটা যেটা দেখতে পাচ্ছি যে মানে একটা প্লেয়ার যখন একটু অফ যাচ্ছে যেরকম আজকে আমি কথার কথা বলছি জিক্সার আজকে সেকেন্ড হাফে অফ লেগেছে ঠিক আছে নান্দা 10 মিনিট 15 মিনিট বাদ দিলে অফ লেগেছে আবার হিজাজি 90 মিনিট 97 মিনিটের মধ্যে হয়তো পাঁচ সাত মিনিট একটু অফ ছিল বাকিটা একটু দারুন খেলেছে তো এইগুলো কিন্তু ঠিক কাভার আপ হয়ে যাচ্ছে বিকজ উই আর প্লেয়িং লাইক টিম আমরা কিন্তু যেটা কালকে বলছিলাম যে আনোয়ারের উপর ওভার মানে ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে ওই লাস্টে আনোয়ার ব্রিলিয়ান্ট সেভটা করেছে ঠিক আছে ওটা তো মানতেই হবে তিন পয়েন্টের সেভ কিন্তু ওই মুহূর্তটা বাদ দিলে তার আগে মানে ওই ধরো 80 মিনিটস অব্দি বা এটলিস্ট 75 মানে ওই সেকেন্ড ওয়াটার ব্রেক যেটা সেকেন্ড হবে তার আগে অব্দি কিন্তু আমাদের পুরো ডিফেন্সিভ ইউনিট কিন্তু এজ এ ইউনিট খেলছিল মানে লাল চুমুঙ্গাও যে কিরকম ভাবে ইমপ্রুভ করেছে সেটা মানে চোখে পড়ছে ইউজ থেকে আমরা অনেক অনেক কিছু বলেছি কিন্তু ইউজতে আগের দিন বোধহয় 50% ফিট ছিল সেখান থেকে আজকে হয়তো 60 70% ফিট তাতেও কিন্তু ওর পারফরমেন্স কতটা ইমপ্রুভ করেছে দেখা যাচ্ছে আজকে ও গিয়ে এজ এর সাথে ঝামেলা করতে আসলো লাস্টে মানে সবার মধ্যে কিন্তু টিম স্পিরিট মানে দেখো আমরা এই কথাটা অনেক বছর ধরে বলে আসছি সেটা কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি মানে ইস্ট বেঙ্গলের মত ক্লাব টপ থ্রি তে থাকবে এটা নরমাল হওয়া উচিত দ্যাট শুড নট কাম এজ এ সারপ্রাইজ অর ওয়ান অফ সিচুয়েশন অর মানে একটা সিজনে আমরা টপ থ্রি যাচ্ছি বাকি সিজনে আমরা টপ সিক্স আসতেছি না এরকম সিচুয়েশন ইস্ট বেঙ্গলের জন্য নয় ইস্ট বেঙ্গল টপ থ্রি তে থাকছে চ্যাম্পিয়ন হতে পারলো না সেকেন্ড হলো সেকেন্ড হতে পারলো থার্ড হলো এইটা হতে পারে কিন্তু টপ থ্রি তে নেই ইস্ট বেঙ্গল টপ সিক্স এ নেই এই মুহূর্তে সেইটা কিন্তু নরমাল নয় এবং আমার মনে হয় অস্কার সেই বিশ্বাসটা প্লেয়ারদের মধ্যে ইনস্টিটিল করতে পেরেছে যে দেখো ভাই এই সিক্স সেভেনে একটা বা একটা ম্যাচ জিতলাম পুরো সিজন বা তিনটে ম্যাচের মধ্যে এইটা আমাদের জন্য নরমাল নয় আমরা ছয়টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে পারলাম না সেটা আমাদের জন্য নরমাল হতে পারে তো এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে এবং যদি ভালো করে ভাবো মহামেডান ম্যাচের রেফারিং উড়িশা ম্যাচের রেফারিং এই রেফারিং যদি ঠিক হতো এখন রেফারিং নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই রেফারিং ঠিক বলবে ডেফিনেটলি বলবে ডেফিনেটলি বলবে বলো ডেফিনেটলি বলবে তাহলে আমরা কিন্তু আজকে আমরা কি দুটো ম্যাচ জিতেছি আবার উড়িশা ম্যাচের আগে আমরা দুটো ম্যাচ জিতেছিলাম তো এই উড়িশা ম্যাচের রেফারিংটা ঠিক হয় স্পেশালি উড়িশা ম্যাচ তো বলবই মানে আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি যে হয়তো ওই মহামেডান ম্যাচের কার্ডগুলো আমরা তাও জাস্টিফাই করতে পারি অন মানে বাই রুল বা বাই গাইডলাইন কিন্তু উড়িশা মাঝে যে রেফারিংটা হয়েছে ওর থেকে বাজে রেফারিং আমি এটলিস্ট আমার পাঁচ বছর লাস্ট পাঁচ বছর আগে আসলে দেখেছি বলে মনে হয় না ওটা সবচেয়ে ওয়ার্স্ট রেফারিং ছিল যাই হোক কিন্তু ওইটা যদি আমাদের ম্যাচটা যদি ঠিক করে রেফারিং হতো তাহলে কিন্তু আজকে আমরা টানা পাঁচটা ম্যাচ জিততে পারতাম আমি যদি নট রং ওই ম্যাচটা মাঝখানে ব্রেক হয়ে গেল তার আগে আমরা দুটো ম্যাচ জিতেছি আবার পরপর দুটো ম্যাচ জিতলাম সুতরাং জেতা যেটা আমরা অনেকবার করে বলেছি আমরা অনেক ক্লাবকে নিয়েও বলেছি পজিটিভ নোটে যে উইনিং ইজ এ হ্যাবিট এন্ড ওয়ানস ইউ ডেভেলপ দ্যাট হ্যাবিট ইউর মেন্টালিটি বিকাম দ্যাট অফ উইনার তো সেই মেন্টালিটিটা কিন্তু আজ ইনস্টিটিল হয়েছে এবং জেতাটাকে আমরা হ্যাবিটে আস্তে আস্তে পরিণত করেছি এবং এর ফলে হয়তো এই সিজনে আমরা যেটা তুমি বললে আইএসএল কাপ বা এএফসি বা সুপার বা থার্ড অফ থার্ড প্রায়রিজের সুপার কাপ এগুলো টার্গেট করবো নেক্সট সিজনে কিন্তু গিয়ে আমরা তখন কিন্তু এমন একটা মাইন্ডসেট দাঁড়াবে যদি এইগুলোতে আমরা সাকসেস পাই যে যেখানে আমরা সমর্থক থেকে শুরু করে প্লেয়াররা নিজেরা এবং অফকোর্স অস্কার ব্রিও থাকলে সে কোচ থাকবে আশা করছি মানে মানে এটা তো কোন মানে এই মুহূর্তে লজিক্যালই লাগছে তো সেই জায়গাটাতে কিন্তু মানে শিল্ডের জন্য যে লড়তে গেছে যে মাইন্ডসেট সেটা কিন্তু আমাদের এই সিজনে সেটার বেসিসটা মানে সেটার যে ভিত সেটা কিন্তু তৈরি হচ্ছে আমার মতে আমি একটা কথা বলি আমি একটা কথা আমি একটা কথা বলি অবশ্যই আমি সবাই বলবে সবাই আস্তে আস্তে জয়েন করবে ডেফিনেটলি বলি অন আমরা তো না আমরা এই কথাটা তুমি বললে ধারাবাহিকতা আমরা সবসময় আমরা হয়তো ইস্ট বেঙ্গল সমর্থক হতে পারি আমাদের চ্যানেলে মেজরিটি অফ লোকজন ইস্ট বেঙ্গলের আসে অবশ্যই অবশ্যই মোহনবাগানের চ্যানেল যারা মোহনবাগানের সমর্থক চ্যানেল ক্রিয়েট করেছে কারণ আমি তো চ্যানেলটা যখন ক্রিয়েট করেছিলাম আমি রোজই বলি একই কথা তো আমরা কিন্তু মোহনবাগানকে তখন বলি যে মোহনবাগানের ধারাবাহিকতা যখন এক্সাম্পেল দিই আমি বারবার বলি তুমিও অনেকবার বলেছ যে মোহনবাগান কিন্তু একমাত্র টিম সঞ্জীব গোয়েনকার মোহনবাগান সুপার জায়েন্ট যারা কিন্তু ধারাবাহিকতা সবথেকে বেশি দেখিয়েছে এবং উইনিং মানে জেতাটাকে একটা হ্যাবিট বানিয়েছে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের যদি আমরা কথা বলি আজকে মানে আমি যে প্রসেসটা না ছোটবেলা থেকে ফলো করেছি যেটা আমি আগের দিন থেকে ফলো করার চেষ্টা করছি এবং আমার মনে হয় বিএসবি মানে বেঙ্গলি স্পোর্টস ব্লগের যারা রেগুলার ভিউয়ার বা যারা আমাদের ভালোবাসে তোমরাও সেম জিনিসটা ফলো করবে কোন জিনিসটা বলতো যেটা একটু আগে অভিষেকও বলছিল ওরকম টাইপের একটা কথা যে আজকে আমরা এই লাইভটা সেলিব্রেশন লাইভ ঠিক আছে উই উইল সেলিব্রেট লাইক হেলথ উইল সেলিব্রেট লাইক এনিথিং বিকজ আমরা জিতেছি ভাই ঠিক আছে এন্ড ডেফিনেটলি যেহেতু তোমরা সবাই এখানে আমাদেরকে সামনাসামনি দেখছো না youtube প্লাটফর্মে দেখছো তো কালকে যখন আপলোড হবে ওখানে সবাই কমেন্ট করে নিজেদের ফিলিংস জানিয়ে শেয়ার করে লাইক করে আমরা ওই সেলিব্রেশনটা কন্টিনিউ করবো ওই ব্লগটা অব্দি দেন কালকের দিনটাতে ওই ব্লগটা নিয়ে আমরা সেলিব্রেট করে উই উইল মুভ অন উই উইল মুভ অন টু হোয়াট উইল মুভ অন টু হায়দ্রাবাদ উইল মুভ অন টু মুম্বাই উই উইল মুভ অন টু আওয়ার আর্চ রাইভেল মোহনবাগান ভালো টিম বড় টিম সেরা টিম মোহনবাগান আমি তো বলছি আমি সবসময় গ্রাউন্ডে পা রেখে কথা বলি আমি একটাই পুরোটা আমি পুরোটা বলবো আমি পুরোটাই বলছি আমাকে মাঝখানে বলবে না মানে আমি পুরোটাই বলবো তুমি এটা শুনতে চাইছো আমি পুরোটা বলে দেবো তোমাকে শুনে নাও পুরোটা বলে দেবো আমি রিলাক্স রিলাক্স রিলাক্স যা যা বলে দে যার রিলটা যারা যারা দেখোনি তোর বাপ এসেছে খুব একটা ক্রিঞ্জ গান বাট আমি ঠিক আছে এবার খুব হিট গান আমি একটা রিল বানিয়েছি instagram এ সবাই দেখো বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সবাই ফলো করো এনিওয়ে যেটা বলছিলাম যে মোহনবাগানের সাথে ম্যাচ রয়েছে 11 তারিখ যেটা অভিষেক বললাম মোহনবাগান সুপার জ্যাট ওটা আমি পুরোটা বলে দিচ্ছি তো ইস্ট বেঙ্গল কে আজকে অর্ণব জয়েন করেছে অর্ণবের সাথে প্রথমবার দেখা হলো দুর্দান্ত লেগেছে আশা করব অর্ণব যখন কথা বলবে ক্যামেরাটা অন করে নেবে অর্ণবের সাথে ফার্স্ট টাইম মাঠে দেখা হলো সবার সাথে না আমি আজকে এত লেটে এসছিলাম খুব ভালোভাবে ইন্টারেক্ট করতে আরেকটা জিনিস আমি রিয়েলি সরি আমি আবারো বলছি আমার সাথে তিন চারজনের দেখা হয়েছিল যারা অনকের সাথে স্পেশালি দেখা করবে বলে এসছিল তখন অনককে আমি ফোন করলাম অনক বেরিয়ে গেছিল এবং তারপরে আমার সাথে আমি যখন দৌড়াচ্ছিলাম আমার সাথে ছবি তুলবে বলে তিন চারজন দৌড়াচ্ছিল তো তাদের সাথে রিয়েলি সরি আমি আজকে ওই মুডটাতে ছিলাম না ভাই আমি আজকে ফ্যান মানে আমি সবসময় ফ্যান মানে আমি যে ছবি তুলবো তোমাদের সাথে রিয়েলি সরি আমার আমি জানিনা তোমরা দেখছো কিনা বা পরে দেখবে কিনা তোমরা অনেকক্ষণ আমার আমি ওরা আমার সাথে দৌড় শুরু করেছে র‍্যাম্প থেকে বুঝলে আমি তো র‍্যাম্প থেকে দৌড়েছি দৌড়ে মানে ব্লগটা দেখো কালকে অনেক বুঝতে পারবে মানে গেট অব্দি এসছি ঠিক আছে এবং তারপরে ওই যে ম্যাডনেস না মানে ম্যাডনেসটাই তো সবকিছু ইস্ট বেঙ্গলটাই সবকিছু মানে এবং যাই হোক যেটা বলছি এই এই যে স্ট্রেসটা আমাদেরকে যেতে হবে পরপর যে ম্যাচগুলো আমার মনে হয় কালকে ব্লগ দিয়ে আমরা সেলিব্রেশন শেষ করবো এবং ইস্ট বেঙ্গল ক্লাব ভারতবর্ষের একমাত্র ক্লাব যারা লড়াই করে স্ট্রাগেল করে নিজেদের জায়গা পেয়েছে এবং আমার মনে হয় এই ইস্ট বেঙ্গল ক্লাবের এই পারফরমেন্স স্ট্রাগেলের মধ্যেই চলছে যেখানে মাদি নেই সাউল নেই কখনো ডিমি বাইরে কখনো হেক্টর বাইরে তাইতো কখনো গেটান অফ ফর্ম সেই খেটান ফর্ম সেই স্ট্রাগেল করেই কিন্তু আমরা জিতছি এবং বারবার বলছি কালকে আমি আমি কোন আমার খুব পছন্দের প্লেয়ার বিষ্ণু আমার খুব পছন্দের প্লেয়ার সোহেল ভাট আমি সোহেল ভাট কেও দেখছি আমি বিষ্ণুকেও দেখছি ভাই আজকে যদি আমি বলছি এই পারফরমেন্সটা আমি বলছি এটা যেন কোনদিনও সত্যি না হয় যেটা বলছি যে বিষ্ণুকে কোনদিনও মোহনবাগান জার্সিতে বা মুম্বাইয়ের জার্সিতে বা কেরালার জার্সিতে বা গোয়ার জার্সিতে দেখতে হয় যদি এই পারফরমেন্সটা করে বিষ্ণু আমি বলবো বিষ্ণু দারুন খেলছে অবশ্যই বলবো আজকে আনোয়ার সবকা বাপ সবকা বাপ কা শুনে হো তুম বাউয়া কা শুনে হো সবকা বাপ লাগছে ব্যথা ব্যথা শুরু হয়েছে ডবল সেন্টার ব্যাকে যাওয়ার ব্যথা শুরু হয়েছে প্রসেস আমি কাউকে খারাপ বলবো না ডবল সেন্টার ব্যাক যাওয়ার প্রসেস শুরু হয়েছে এবং এখানে আমি রাখি জয়েন করেছে মানে হচ্ছে তনুশ্রী ও মাঠে ছিল সি টু তে এবং অর্ণব ছিল অনক ছিল ডেফিনেটলি তুমি বলো তারপরে আমরা খেলা নিয়ে যেমন আলোচনা করছিলাম তুমি একটু ছোট্ট করে বলবে যে কিরকম তোমার ফিলিংস তুমি আজকে আই থিংক সেকেন্ড টাইম মাঠে গেছো দুর্দান্ত জয় দেখলে ইস্ট বেঙ্গলের মশাল দেখলে এবং আরেকটা কথা বলি আমি জানিনা কারা কারা মশাল নিয়ে মাঠে ঢুকেছিল অবশ্যই এগুলো এলাউড নয় কারণ অবশ্যই কিছু নর্মস রয়েছে রেগুলেশন আশা করবো সেগুলো প্রত্যেকে পরবর্তীকালে ফলো করবে বাট সবাই যখন ফলো করবে তখন ইস্ট বেঙ্গল ফলো করবে সবাই ফলো না করলে ইস্ট বেঙ্গলও করবে না সবাই জিতলে মশাল জ্বালাবে ইস্ট বেঙ্গল জিতলেও মশাল জ্বালাবে থ্যাংকস টু আমি নাম করে বলছি বিটু থেকে পাইরো শো করেছিল হচ্ছে রেড এন্ড গোল্ড ওয়ার্ল্ড এবং অবশ্যই সিটু লেফট থেকে আমাদের সকলের প্রিয় ইস্ট বেঙ্গল আল্ট্রাস ঠিক আছে তো অবশ্যই দুর্দান্ত রাখিকে আমি বলব একটু ছোট্ট করে তোমার নিজের ফিলিংসটা বলো আজকে কিরকম লাগলো এজ এ ফিমেল সাপোর্টার এবং আমি সবসময় চাইবো এখন যেরকম সকলকে দেখি গার্লফ্রেন্ডদের নিয়ে বন্ধুদের মানে বান্ধবীদের নিয়ে বউ মানে ফ্যামিলি ওয়াইফদের নিয়ে সবাই মাঠে যায় সবাই যেন এইটা কন্টিনিউ করে এবং মহিলা সমর্থকরা মাঠে দিনের পর দিন বাড়ছে তোমরা ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতে যাচ্ছ অবশ্যই মানে তোমরা আমার বিএসবি চ্যানেল আমাদের চ্যানেল তুমি অনেকদিন ধরেই দেখো বলো কিরকম ফিলিং অ্যাটমোস্ফিয়ার কিরকম তুমি বলেছিলে এর আগে যখন তুমি মাঠে গেছিলে ইস্ট বেঙ্গল হেরে গেছিল আজকে ইস্ট বেঙ্গল জিতেছে কেমন লাগছে বলো না ইস্ট বেঙ্গল হারেনি আমি ডার্বিতে গেছিলাম ইস্ট বেঙ্গল ড্র করেছিল সো টেকনিক্যালি আমি আনবিটেন ড্রটা ডার্বিতে ড্রটা আমাদের কাছে হার আমাদের চার গোল পাঁচ গোল দেওয়ার রেকর্ড আছে ভাই চার গোল পাঁচ গোল দেওয়ার রেকর্ড আছে ড্রটা হার বলো বলো হ্যাঁ তো মানে আমি তো আজকে ফাইনালি মানে হেট্রিক ডে গেছে আমার আজকে কিন্তু আমি তাও আজকে প্রমিস করেছিলাম আজকে আমি মাঠে যাবই যাব মানে আমি ঘুমাই না জাস্ট তিন ঘন্টা ঘুমিছি অফিস থেকে এসে আমার এত বাজে অবস্থা বাট আমি আজকে ইস্ট বেঙ্গলকে জিততে গেছি দেখতে গেছিলাম মাঠে এন্ড তারপরেরটা আমি আর জানিনা আমি আজকে ফার্স্ট টাইম মাঠে মশাল জ্বালতে দেখেছি মানে লাল হলুদের মশাল আর কি হতে পারে মশাল তো জ্বলছে জ্বলবে মশাল চার পাঁচ বছর ধরে জ্বলছে বলো ডার্বিতে জ্বালাবো তনুশ্রী মশাল ডার্বি ডার্বিতে জ্বালাবো একসঙ্গে জ্বালাবো একসাথে জ্বালাবো মশাল অনেকদিন জ্বালাবো জ্বালাবো ডার্বিতে কথা দিচ্ছি নয় অনেক অনেকদিন বলতে বেশিদিন নয় থ্যাঙ্ক ইউ অনেকদিন বলতে বেশিদিন নয় লাস্ট ডার্বিতে মশাল জাজিয়েছি জানুয়ারি মাসে এই বছরের হ্যাঁ যেটা আমরা হাউ হাউ করে কেঁদেছি আফটার সো মেনি ইয়ার্স ওয়েটিং মানে আমাদের ফাইনালি ফাড়া কেটেছিল ডার্বিতে বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে কেঁদেছিলাম আমরা আমার কেন মনে আছে ওই ডার্বির জয়টা লাইক আজকে মানে যখন গোলটা দিয়েছে আমি আমি কোনদিনও সাপোর্ট করি না যে ওই সিটগুলো থেকে উঠে দাঁড়া আমি সেখানে উঠে দাঁড়িয়ে জাস্ট পাগলের মত চেচা ছিলাম আর লাফাচ্ছিলাম রীতিমত আমি তো দৌড়াইছি ওখানে আরো কয়েকজন ওখানে আরো কয়েকজন ফিমেল সাপোর্টার ছিল বাট তারা ভাবছিল যে এই মেয়েটা কোত্থেকে এসছে গ্যারান্টি আমি যা করছিলাম আমি তো আমি সিরিয়াসলি কথা বলছি আজকে যে অ্যাটমোস্ফিয়ারটা আমি দেখলাম বিটু গ্যালারিতে অবশ্যই সি টু গ্যালারি অ্যাটমোস্ফিয়ার স্পেশালি সি টু লেফট যেখানে ইস্ট বেঙ্গল আল্ট্রাস দখল নিয়ে রাখে আগের সিজন থেকে ইস্ট বেঙ্গল আল্ট্রাস সি টু লেফটে বসছে সেই জায়গাতে অনগ আমিও দেখেছি দুটো ম্যাচ ভাই আউটস্ট্যান্ডিং ভারতবর্ষের প্রথম আল্ট্রাস ঠিক আছে আমাদের টিমের আল্ট্রাস বলে বলছি না আমার শোনা সবথেকে লাউডেস্ট আল্ট্রাস হচ্ছে ইস্ট বেঙ্গল আল্ট্রাস এবং সবথেকে অর্গানাইজ ওয়েতে যদি কিছু করে থাকে সেটা ইস্ট বেঙ্গল আল্ট্রাস এবং আমি শুভজিত কে বলবো শুভজিত তুই জয়েন করার চেষ্টা করছিস তুই গুগল এ যাখান থেকে চেষ্টা করছিস ওখানে গিয়ে ক্যামেরাটাকে একটু অন করে নিস আমি তনুশ্রী ডেফিনেটলি আছি আমি অর্ণবকে বলবো অর্ণব ফিলিংটা বলো তুমি এতদূর থেকে খেলা দেখতে এসছো তোমার সাথে ফার্স্ট টাইম আমার দেখা হলো দুর্দান্ত ফিলিং বলো দেখো নয়েজ একটু আসবে ট্রাভেল করছি আমি এখনো বলো নয়েজ তো মাঠ থেকে শুনছি আজকে এমন যখন গোল করেছে যা নয়েজ ক্রিয়েট করেছি ওইতো কাঁদাপাড়া থেকে বাইপাস সংলগ্ন এলাকা সবাই শুনেছে বলো তো ফাস্ট অফ অল আজকে তো মানে কি বলবো লাল হলুদ চারিদিকে ঠিক আছে আমি যে সিটে বসে আছি ট্রেনের বগিটার কালারও লাল হলুদ আজকে মানে এটা হয়ে গেছে হতে পারে হয়তো আজকে জেতার জন্যই রেল থেকেও আমাদের একটা ইয়ে দিয়েছে আজকে সব লাল হলুদ তো যাই হোক খেলার কথায় আসি খেলা আজকে দুর্দর্শ লেগেছে সবকটা মানে আমাদের প্লেয়ারদের মধ্যে কমিটমেন্ট তো নতুন করে কিছু বলার নেই কমিটমেন্টের একদম চূড়ান্ত পর্যায়ে আছে আর দেখো প্র্যাকটিক্যালি বলতে গেলে নন্দ কুমার কে আমি একটু মানে দেখো এটা শুনতে খারাপ লাগলে অনেকের কিন্তু নন্দ কুমার কে নিজেকেও ইমপ্রুভ করতে হবে ওর পাসিং যে তোমার যে টাইমিংটা না সেটা চেঞ্জ করা দরকার আছে যেটা একটা সময় পিভি বিষ্ণুর ছিল কিন্তু পিভি বিষ্ণু হিমসেলফ ও কিন্তু নিজেকে খুব একটা দারুন ফ্লোতে নিয়ে এসেছে আর ওর গর রিলিজের টাইমিং টাও কিন্তু অনেক শুধরে গেছে তাই জন্য বিষ্ণু এত ডেডলি এখন তো নন্দা কুমার কেও এটা ভাবতে হবে যে ওর রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের আছে যে ওকে রিপ্লেস করে দেবে তো সেক্ষেত্রে বলবো দেখো দু তিনজন প্লেয়ার আছে যাদেরকে একটু ইয়ে করতে হবে বাকি তো কোন ব্যাপার না অর্ণব অর্ণব ট্রেনে রয়েছে অর্ণবের ওখানে আওয়াজ হয়েছে আমি আমি একটা জিনিস এখানে অ্যাড করি এখানে স্বাগতমা জয়েন করে স্বাগতম আমার সাথে ডেফিনেটলি কথা বলব এই মুহূর্তে প্রায় 200 জন আমাদেরকে দেখছে আমি খুব দুঃখিত 2000 জন দেখা উচিত কারণ এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাটা তো 16000 ক্রস করে গেছে আমি খুব দুঃখিত মাত্র 143 লাইক এসছে এটা 143 নিয়ে ছোটবেলায় আমরা অনেক রকম কিছু লিখতাম মানে তোমরা সকলেই জানো 143 টা লাইক এসছে আরো 200 টা লাইক হওয়া জরুরি এই মুহূর্তে এবং 184 জন দেখছে মাত্র আমি দুঃখিত বাট 184 জন খুব ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে একটা জিনিস বলছি মানে যখন আমি আজকে বিটু গেট থেকে বেরচ্ছিলাম আমি মানে আজকে আমি বিশ্বাস করতে পারিনি আমি যেটা বারবার অনক লাইভে বললাম অনকের সাথে দেখা করতে এসছে আমার সাথে তো ওরা করেই দেখা আমাকে আজকে কিছু লোকজন কাঁধে ঠাঁদে তুলে নিচ্ছিল মানে আমি বললাম যে যে ভাই মানে আমি ভাই মানে প্লেয়ার নই কোচ নই মানে ম্যানেজমেন্টের কেউ নই ভাই আমি তোমাদের মত একজন সাধারণ সমর্থক এবং আমি ভেরি হ্যাপি যে আমি একজন সাধারণ সমর্থক হিসেবে থাকতে পেরেছি এবং এই সেলিব্রেশনটা না আজকে তোমরা দেখো কালকের ব্লগটা তোমরা বুঝতে পারবে এবং রাস্তা আটকে দিয়েছিলাম আজকে অনেকে একটু অন্যরকম পোশাক পড়া লোকজন যাই হোক এসে বলছিল যে রাস্তা ছেড়ে দিতে হবে তাদের একটু আবার খারাপ লাগে ইস্ট বেঙ্গল জিতলে রাস্তা আটকালে তো রাস্তা আটকায়নি মানে রাস্তা একটা সাইডেই হচ্ছিল তাদের খারাপ লাগছিল কিছু করার নেই যাই হোক আমরা এই আলোচনা আমাদের চলতে থাকবে আমি অনকের কাছে একটা প্রশ্নে যাব অনক আজকে যখন আমরা নান্দা নিয়ে কথা বলেছি নান্দাকে আমরা সাইডেই রাখছি নান্দার গোল্ড কন্ট্রিবিউশনটাও আছে এটাও মাথায় রাখতে হবে অর্ণব সরি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওকে অর্ণব অর্ণব তুমি থাকো ডেফিনেটলি আমি আমি অনবের সাথে একটা কথা বলে আমি স্বাগতম আমার কাছে আসবো স্বাগতম আগের দিন আমাদের সাথে ছিল ডেফিনেটলি একদম সুপার চ্যাট করেছে 40 টাকা কালকে চুরমুর খাবো ময়ূপ তোর টাকাতে কি লিখছিস ব্রো আজকে সিটুতে বসেছি নেক্সট টাইম দেখা করবো ডেফিনেটলি ব্রো কালকে তো ওর এই 40 টাকা যদিও কালকে পাওয়া যাবে না বাট 40 টাকার চুরমুড় খেয়ে সেলিব্রেট করবো থ্যাংক ইউ সো মাচ ময়ুক সুপার চ্যাট করেছিস তার জন্য থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ব্রো জয় ইস্ট বেঙ্গল কমেন্ট কর ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস কালকে যে আগুনটা আসবে না সকালে একটা আগুন আসবে দেখবে এরকম আগুন একটা দিক এরকম শুধু আগুন জ্বলবে মশাল আরেকটা দিক ছাই হয়ে যাবে কালকে যে ব্লগটা আসবে আমি কথা দিলাম কথা দিলাম আমি যা রেকর্ড করেছি আমি যদি এডিট করে জাস্টিস করতে পারি আশা করি করে দেবো তোমাদের ভালোবাসায় আমি অনবের কাছে যে প্রশ্নটা আসে অনক আমরা অস্কারের টাইমে অনেক ডিপ্রেশনে ছিলাম অনেক দুঃখে ছিলাম ভাই কি হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাতে এই ইস্ট বেঙ্গল মানে মনে হচ্ছে একটা ম্যাজিক এবং আজকে তুমি মানে আনোয়ারকে নিয়ে একটা আমি বলব তোমাকে একটু টিপ্পণী করতে আনোয়ারকে নিয়ে তুমি যেরকম প্রচুর মানে থিসিস লিখে ফেলতে একটু বলে তুমি যতটুকু পড়াশোনা করেছো তুমি দেখো নেদারল্যান্ডসের ছিলে ঠিক আছে তো আজকে আবার মনে আছে নেদারল্যান্ডস আর নিউজিল্যান্ড ঠিক আছে ওগুলো পরবর্তীতে পরবর্তীকালে মানে বিহাইন্ড দা সিন নেদারল্যান্ডস এন্ড নিউজিল্যান্ডে এনিওয়ে তো সেই জায়গাতে দাঁড়িয়ে আনোয়ার আলী আনোয়ার আলী দুম দুধম এই আওয়াজটা আমরা ও রাখি জানে যেদিনকে আনোয়ার আসে কলকাতায় ওর সাথে আমার সেদিনকে প্রথম দেখা হয়েছিল দেন লাইভে এসেছিল অল দ্যাট তো আনোয়ার আলী মানে ভাই কি করছে আজকে আবার আনোয়ারকে মিডফিল্ডে নামিয়ে দিল আনোয়ারকে আবার সেই জায়গাতে একটা এক্সপেরিমেন্ট কি কি মনে হচ্ছে না দেখো বেসিক্যালি আগের দিনের উইনিং কম্বিনেশনটা চেঞ্জ করতে চাইনি কিন্তু ডেভিডের জায়গায় ডিমিকে নামিয়েছে আমার যেটা মনে হয় হয়তো এজে খেলছিল বলে হয়তো কারণ ওই ফিজিক্যাল এডভান্টেজটার দরকার ছিল আর সেখানে আনোয়ার আলীকে দেখো একটা জিনিস কিন্তু দেখতে হবে যে আনোয়ার আলীকে যখন রাইট ব্যাকে নিয়ে যেতে বাধ্য হলো রাকি উঠে যাওয়ার পরে আর জিক্সসান নামলো জিক্সসন যেহেতু আজকে অফ গেছে সেখানে কিন্তু মিডফিল্ডটা অনেক মানে মাঝেমধ্যে এক্সপোজ হচ্ছিল কিন্তু সেখানে আমি বলতে বাধ্য হচ্ছি দুটো প্লেয়ার মানে চক্রবর্তী আর এরা যে মিনিট দৌড়ে গেছে পুরো মাঠ মানে সেইটার জন্য কিন্তু আজকে মিডফিল্ডটা হয়তো অতটা এক্সপোজ হয়নি কিন্তু আনোয়ার যতক্ষণ খেলছিল ফার্স্ট হাফে আনোয়ার কিন্তু সিডিএম পজিশনটাই কিন্তু দারুন খেলছে এবং মানে মানে সিমলেস ট্রান্জিশন বলে না ওর কিন্তু ওই পজিশনটা সিমলেস ট্রান্জিশন হয়ে গেল আমি যেটা নিজের পার্সোনাল এখন রিডিং করছি তাতে সেন্টার ব্যাক সিডিএম এই দুটো পজিশনে কিন্তু অবলায় আর্মার খেলতে পারে রাইট ব্যাকেও খেলতে পারে এবার সিডিএম থেকে যখন রাইট ব্যাকে গেছে তখন একটুখানি মাঝখানে দু তিন মিনিট একটু সেট করতে টাইম হয়তো নিয়েছে তো আনোয়ার যে মানে এই ডিফেন্সিভ জোনগুলোতে মানে মিডফিল্ডের হোক আর পুরো সেন্ট মানে ব্যাকের যেকোনো এরিয়া হোক হয়তো লেফটে খেলতে একটু অসুবিধা হতে পারে তো ও কিন্তু মানে যে মাল্টিপল পজিশনে খেলে কি মানে টিমে আর দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে কার্লনাস কিন্তু এই জিনিসটা ট্রাই করতে গিয়ে ফেল করেছে আমার মতে আর এটা আমার পার্সোনাল অপিনিয়ন ও খুব ট্রাই করতো যে একটা পজিশনকে ইউটিলিটি মানে একটা প্রতিটা প্লেয়ারকে ইউটিলিটি প্লেয়ার তৈরি করবে যাতে সে সব জায়গায় খেলতে পারে কিন্তু সামহাউ হি ওয়াজ নট সাকসেসফুল বিন ডুইং সো যেটা মানে ব্রুজো কিন্তু করে দেখাচ্ছে ও আনোয়ারকে দু তিনটে পজিশনে খেলাচ্ছে কাজ করছে জিক্সানকে দু তিনটে পজিশনে খেলতে খেলাচ্ছে হয়তো আজকে টাচ করেনি মোস্ট অফ দা টাইমস টাচ করছে সৌভিক চক্রবর্তীকে যে এরা কি ট্রান্জিশন মানে কি যে ট্রান্সফরমেশন করলো মানে এটাকে আমি ম্যাজিক বলবো না এই কারণেই কারণ ম্যাজিক বললে আর কি অস্কারের কৃতটাকে দিস ইজ দা দিস দিস ক্রেডিট ইজ কমপ্লিটলি আই মিন গোস টু গোস কমপ্লিটলি টু অস্কার তো এটা ম্যাজিক ঠিক না এটা যে মানে ফুটবল রিডিং বা ফুটবলিং সেন্স আর প্রপার যে কোচ একটা ফিজিক্যাল ট্রেনারের সাথে কোচের যে তফাত সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অস্কারের যে প্রেডিক্টরি মানে সেলডাবিগো হোক বা মুম্বাই অ্যাসিস্ট্যান্ট কোচ হোক বা বসুন্ধরার মত টিমকেও যে যে আজকে যে ধরনের হ্যাঁ তারপরে ধরে বসুন্ধরা বা বসুন্ধরাম টিম যে এখন আবহনের মত টিমের কাছে হারছে তাকে সে আগের সিজনে কিরকম অসাধারণ খেলছিল ওর আন্ডারে তো সেইটার মধ্যে একটা ব্যাপার আছে মানে ও যে প্রপার কোচ এবং যেটা কালকেও আমরা বলছিলাম যে ওর যে কিভাবে খেলাবে বা কি চেঞ্জ করবে বা কি স্ট্রাটেজি নেবে এটা কিন্তু পুরোপুরি বোঝা যায় না দেখো কার্ল যেটা আমি আবার কালকেও বলেছি যে কার্লেসের কিন্তু স্ট্রাটেজি অনেকটাই প্রেডিক্টেবল ছিল মানে আমরা যদি ওর স্ট্রাটেজি প্রেডিক্ট করতে পারি তাহলে তো যেকোনো অপোনেন্ট কোচ করে নেবে সেই জায়গায় আই এম ভেরি হ্যাপি যে অস্কার যে কি করবেন আমি কিন্তু এখনো আমাকে তুমিও জিজ্ঞেস করো বা আমি নিজেও যখন ভাবি না আমি কিন্তু পুরোপুরি সিওর হতে পারি না সো দ্যাট একচুয়ালি মেকস মি ভেরি হ্যাপি যে হি ইজ সো আনপ্রেডিক্টেবল তার সাথে ওর বডি ল্যাঙ্গুয়েজ কম্পোজার এগুলো তো আছেই যেখান থেকে ও বেশি কিছু গিভ গিভ মানে আই মিন হি ডাজেন্ট গিভ এওয়ে টু মাচ তো সেই জিনিসটা যে ওর মধ্যে আছে এন্ড আই থিংক আই মিন হি ইজ হর্স অফ আই মিন অফ লং রেস তো সেইখানে আমার মনে হয় টিমটাকে ওই ভাবে নিয়ে যাচ্ছে আর যেই কথাটা শুরুতে বলেছিলাম দ্যা টিম ইজ প্লেয়িং লাইক এ টিম নোবডি ইজ ইনডিসপেন্সিবল এন্ড নোবডি ইজ প্লেয়িং বিলো ইভেন নান্দা কুমার অন হিজ ডিউরিং হিজ অফ হ্যাজ কন্ট্রিবিউটেড টু গোলস ইন টু গেমস আমার পার্সোনালি আমি নন্দাকে ক্রিটিসাইজ করেছি এখনো করছি কিন্তু এটাও যেটা তোমরা বলছো সেটা আমি মাথায় রাখতেই হবে আমাকেও যে ও কিন্তু দুটো ম্যাচে দুটো গোল কন্ট্রিবিউশন আছে সো হি ইজ ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট আমি নন্দা ডেসপাইট বিং অন অফ ফর্ম আর তার সাথে সাথে পুরো টিমটা এজ এ ইউনিট খেলছে সেই জন্য একটা দুটো প্লেয়ার যদি একটু অফ যায় সেটা কিন্তু ম্যাচে ধরা পড়ছে না সো দিস ইজ দা ট্রান্সফরমেশন দ্যাট অস্কার হ্যাজ বট ইন তো আমি এই জন্যই বললাম যে মানে এই এটা মানে ম্যাজিক্যাল ইটস ইটস এ ম্যাজিক্যাল ফিলিং বাট ইটস নট এ ম্যাজিক অনক বলে দিয়েছে অভিষেক কিছু একটা এখানে বলার চেষ্টা করছিল অভিষেক একটু বলে দাও অভিষেক বলো দেখো আমি দুটো জিনিস বলবো আনোয়ার আলী এক নম্বর হচ্ছে হি ইজ এ মাল্টি ইউটিলিটি প্লেয়ার আর সেইটাই অস্কার ব্রুজো করছে অস্কার ব্রুজো অস্কার ব্রুজের কাজটা করে আছে এক দুই নম্বর হচ্ছে আমি বেশিক্ষণ না আমি আরেকটাই শুধু কথা বলবো তোমার সাদা চশমাটা দেখে দেখতে পাচ্ছি না তোমার ভালো লাগে তোমার তো গ্লামারটা বাড়ছে একটু মেয়ে ঘুমাচ্ছে মেয়ে মেয়ে ঘুমাচ্ছে তো একটু দাঁড়াও দু মিনিট আচ্ছা বলো বলো বলো দ্বিতীয়ত হচ্ছে আনোয়ার আলী আরেকটা আরেকটা আরেকটা জিনিস অনব বলল যে অনব প্লিজ যা কিছু বলবে টাচ উড এন্ড সে প্লিজ মানে এই একটা আমি জানি এটা একটা কুসংস্কারের কাছে আমি বুঝতে পেরেছি অভিষেক কোন জায়গা থেকে বলছে মানে আমি আমি একটা ছোট্ট কিছু দুই একটা কমেন্ট নেব আমি খুব সুন্দর সুন্দর কমেন্ট তো অনেকক্ষণ ধরে দেখছি তার আগে একটা জিনিস বলি একটু বলতে দাও হ্যাঁ আমি ডেফিনেটলি সবাই বলবে আমি আমি দুই একটা কমেন্ট নিয়ে নিই রাখি বলবে স্বাগতমা বলবে এরপরে স্বাগতমা বলবে তারপর রাখি বলবে মানে মেয়েরা জয়েন করেছে আমাদের লাইভে খুব ভালো লাগছে ইস্ট বেঙ্গলের ডাই হয়ার সাপোর্টাররা জয়েন করেছে এন্ড হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি এ এন্ড এ আচ্ছা স্বাগতম আছে ও আচ্ছা আগের দিন আমার সাথে খেলা দেখলাম তো যাই হোক এন এ মিউজিক্যালস বলছে আই ফিল সরি ফর ইস্ট বেঙ্গল নো ট্রফি অ্যাচিভমেন্ট পজিশন লিখতে চেয়েছো আচ্ছা পজিশন 10 হ্যাঁ ট্রফি অ্যাচিভমেন্ট তো আমার মনে হয় যেটা লাস্ট সিজন করেছে সেলিব্রেশনটা তুমি নিশ্চয়ই দেখেছো যদি না দেখে থাকো বেঙ্গল স্পোর্টস ব্লগের পিছনের দিকে ব্লগে চলে যাও জানুয়ারি মাসে ট্রফিটা জিতে ক্লাবে নিয়ে এসেছিলাম একমাত্র ক্লাব ক্লাব কলকাতার বা ভারতবর্ষের যে ন্যাশনাল লেভেলের ট্রফি জিতে স্টেডিয়াম থেকে আমি স্টেডিয়াম থেকে ভুবনেশ্বর স্টেডিয়াম থেকে ক্লাব অব্দি ওই এয়ারপোর্ট থেকে আবার ক্লাব মানে আমি নিয়ে এসছিলাম তো তুমি দেখো থ্যাংক ইউ সো মাচ ব্রো আমি এটা তোমায় ট্রোল করার জন্য বললাম না তোমার কাছে হয়তো ইনফরমেশনটা নেই সেজন্য তোমাকে ইনফরমেশনটা আমি দিয়েছিলাম আমার তো ইনফরমেশন দেওয়াটা কাজ সায়ন্তনকে দেখতে পাচ্ছি সায়ন্তন আবার সাত মাসের মেম্বারশিপ নিয়েছে সায়ন্তন তোমার সাথে আগের দিনের ম্যাচে দেখা হয়েছিল ডেফিনেটলি দুর্দান্ত লেগেছিল আশা করছি তার সবার সাথে দেখা হবে এবং হ্যাঁকে আমাদের গ্রুপে জয়েন করাও না আছে সবাই আছে সবাই আছে আমি আমি দু একটা আমি দুই একটা আরো আজকে আমি দুই একটা প্রশ্নের অ্যানসার দিয়ে দিচ্ছি একটু ডেফিনেটলি মানে আজকে অনেক বয়স্ক ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে না আমি টার্গেট করেছিলাম মানে ওনারা খুব ক্যামেরা সাই আই নো দ্যাট ওনাদের থেকে আমি কিছু ফিলিং জানতে চেয়েছি কালকে দেখো তোমরা ব্লগটা বুঝতে পারবে মানে সবার জন্য ভাই আমি জানি আমার গ্রুপ অফ পিপল যারা দেখে আমার মত যাদের বয়স 18 18 টিলাই ডাই ঠিক আছে তো তাদের তাদের জন্য আমি ডেফিনেটলি ব্লগ বানাই বাট প্রত্যেকের প্রত্যেকের জন্যই সব প্রত্যেকের কথাই তুলে ধরার চেষ্টা করছি এখানে আমি দেখতে পাচ্ছি যারা লিখছে ইস্ট বেঙ্গল 10 নম্বরে ডেফিনেটলি ইস্ট বেঙ্গল 10 নম্বরে মানে আমি তো এটা কিভাবে ডিস এগ্রি করবো আর আমি কি করে এটা ডিস এগ্রি করবো যে কালকে আমি যে আমার আই থিংক কোথাও ফেসবুক বা instagram এ একটা স্টোরি আপলোড করেছিলাম ওই যে দেবের নতুন সিনেমার যা যা বলে দে তোর বাপ এসেছে বলে ওই গানটা দিয়ে যে এফসি চ্যালেঞ্জ লিগের পেজ থেকে যেটা আপলোড হয়েছিল যে ডিমিত্রিয়াস দিয়া সেরকম করে আছে কালকে দেখো বুঝতে পারবে আমার আমরা পিছিয়ে আছি তো ইন্ডিয়ান সুপার লিগে পিছিয়ে আছি বাট এমন এমন অনেক জায়গাতে এগিয়ে আছি যেখানে যেটা এখন অব্দি ভারতবর্ষে আমি মোহনবাগান বলবই না আরো আরো আরো টিম আছে মুম্বাই আছে কেরালা আছে গোয়া আছে অনেক ধারাবাহিক তারা তাদের অনেক বড় টিম আমি মোহনবাগান কেন বলবো আমি সঞ্জীব টিমকে কেন বলবো ভাগ্যিস ইস্ট বেঙ্গলকে ইমামের টিম বলতে হয় না আমাকে যাই হোক ভাগ্যিস বলতে হয় না মানে এই এই থ্যাঙ্কস টু ইস্ট বেঙ্গল ক্লাব অফিশিয়ালস মানে লেগাসি লেগাসি অফিসিয়ালসদেরকে থ্যাঙ্কস দেন এনিওয়ে আমি স্বাগতমাকে বলবো তারপরে আমি আমি আসবো প্রত্যেকের কাছে ও রাখি হাসছে বাট হাসার কিছু নেই মানে ভাই মজা হাসি নিয়ে স্বাগতমা যেদিনকে আমি তুই বলছি আজকে হ্যাঁ তুই তুই বলছি তো প্রচুর হ্যাঁ আরে আমি 18 ও কত ছোট হবে আমার থেকে ও কি 12 নাকি আমি তো 18 অনব কি বলছো এনিওয়ে তো স্বাগতম আমি তোকে বলি তোর সেদিনকে দেখা হলো সেদিনকে একটা দুর্দান্ত ম্যাচ হলো বাট ডেফিনেটলি আমাদের রেজাল্টটা আমাদের দিকে যায়নি থ্যাংকস টু মিস্টার রঞ্জিত বাজাজ বলে গেছেন কাদেরকে থ্যাংকস মিস্টার রঞ্জিত বাজাজ জানিয়ে গেছেন আমি আর নতুন করে বলবো না কাদেরকে থ্যাংকস মিস্টার রঞ্জিত বাজাজ যারা দেখেননি তারা দেখে নেবেন মিস্টার রঞ্জিত বাজাজ মানে ওই জিতসান সিং এর রেড কার্ডের পরে এসছিলেন এবং আমি পরবর্তীতে আরো বলবো অনেক কথাবার্তা আরো আপকামিং টাইমসে আসবে আমি স্বাগতম তোর কাছে আমি যেটা জিজ্ঞেস করবো এই দুর্দান্ত জয় আমাদের আজকে এবং শুধু আমাদের আজকে আজকের জয়টা না আগের জয়টা এবং তোর সাথে যেদিনকে আমার দেখা হয়েছিল যে তিনটে পরপর ম্যাচ যেটা আমাদের জিততে দেওয়া হলো না যাই হোক তো সেই ক্ষেত্রে পরের দুটো আমরা জিতে নিলাম ছিনিয়ে নিলাম আমরা তো বাঙাল আমরা সবসময় ছিনিয়ে নিই কেমন লাগছে তোর বল কি ফিলিং এবং এই ইস্ট বেঙ্গলকে তুই কিভাবে দেখছিস এবং গ্যালারির যা মুভমেন্ট তুই নিশ্চয়ই খেলা দেখেছিস তোর কেমন লাগছে বল হুম সো আমার আজকের খেলা তো খুবই ভালো লেগেছে এবং আমি যেদিন মাঠে গেছিলাম উনি আমার খেলা খুবই ভালো লেগেছিল এবং আমি মনে করছি ইস্ট বেঙ্গল অক্সকার ব্রুজো আসার পর যেরকম ভাবে খেলছে সেই ফর্মটা যদি মেইনটেইন করে যেতে পারে আমি মনে করি টপ সিক্স কেন টপ ফোরের মধ্যে শেষ করতে পারে সেটা আমি মনে করি কিন্তু ওই কিছু দলের কেনা কিছু রেফারি থাকে তো ওই জন্য পরপর তিনটে ম্যাচ আমাদের জিততে দেওয়া হয়নি তো ওই জন্য থার্ড ম্যাচটি আমাদের বাধ্য করে হারিয়েছে তো যাই হোক আবার আমরা প্রপার কামব্যাক করেছি কারণ বাঙাল মানেই কামব্যাক আর বাঙালরা লড়তে জানে সো এইভাবেই আমরা কামব্যাক করেছি এবং খুব ভালো পারফরমেন্স হয়েছে এবং আশা করবো আরো ভালো পারফরমেন্স হবে এবং পরের ম্যাচটা হায়দ্রাবাদের এগেন্স্টে আমি হায়দ্রাবাদে আছি তো আমি ট্রাই করবো হায়দ্রাবাদ ভার্সেস ইস্ট বেঙ্গলের গাজীপুরী স্টেডিয়ামে গিয়ে ম্যাচটা দেখার কালকে তুই হায়দ্রাবাদে আছিস ডেফিনেটলি মানে আমি বলছি কালকে আমি এই যেটা তুই বললি আমি মানে কালকে মানে আমি মানে কি যখন যারা ব্লগটা দেখবে না এইটার একটা একটা মাহাত্ব কালকে তাহলে হায়দ্রাবাদের প্রসঙ্গে দেখা হতে পারে কারণ হায়দ্রাবাদে আমি আমি হায়দ্রাবাদ ম্যাচটা দেখতে যাচ্ছি 28 তারিখ এবং আনোয়ার আলীকে নিয়ে না যখন ওই ক্লিয়ারটা হয় যখন ফুল টাইম হয় না অনেকে আনোয়ারকে নিয়ে অনেক রকম কথা বলেছে অনেক কিছু এখানে অনেকে জানোয়ার টানোয়ার লিখছিল দেখছিলাম একটু আগে লিখতে পারে রাইবাল এগুলো মোহনবাগান সাবরা লিখতে পারে মানে আনোয়ারকে জানোয়ার এগুলো হতে পারে এগুলো আর আনোয়ার আলী নেই তাই তাদের একটা ক্ষোভ আছে আনোয়ার আলীর আগে এটাই যদি দু বছর আগে আমরা দেখতাম তখন আনোয়ারকে নিয়ে তারা গান গাইতো তাদের আনোয়ার এভরিথিং তাদের কাছে ছিল কিন্তু এখন এজ আনোয়ার ওদের দাগা দিয়েছে ওদের মনে এখন কষ্ট হয়েছে তাই এখন ওরা বিভিন্ন কথা বলবে এবং আমি তোকে না স্বাগতম আমি তোকে একটু ইন্টারাপ্ট করছি তুই যদি আমাদের চ্যানেলে দেখবি একটা লাইভ আছে মিস্টার রঞ্জিত বাজাজের সাথে অনেকদিন আগে ধর দু তিন মাস আগে আর কিছুদিন আগে উনি এসছিলেন আনোয়ার দাগা দেয়নি আনোয়ারকে হয়তো দাগা দেওয়া হয়েছে আমি মানে কি বলছি বলতো আমি বলে নিয়েছি দাগা দেয়নি আমি ওটাই বলছি আনোয়ার দাগা দেয়নি ওদের আনোয়ারকে দেখা হয়নি ভাই আনোয়ার আনোয়ার ইজ আজকে গ্যালারি বলছে ইন্ডিয়ান সার্জিওমো গ্যালারি বলছে আমি আমি হয়তো কবে বলেছিলাম সেটা আমি অনক জানি ঠিক আছে অফিশিয়ালি পেপার সাইন করে যেটা অফিশিয়াল ভাবে ইস্ট বেঙ্গলে এসেছে কিছু কিছু মোহনবাগান সমর্থকদের কাছে মানে ওদের মতে আনোয়ার ওদের দাগা দিয়েছে সেটা ওদের তুলনায় আমরা মনে করি আনোয়ার সৎভাবে আমাদের প্লেয়ার এবং আমাদেরই প্লেয়ার আমাদের হয়েই খেলছে এবং আমাদের হয়েই খেলবে কিন্তু মোহনবাগানীদের তো মনে হবেই যে আনোয়ার ওদের দাগা দিচ্ছে সুতরাং সেই পরিপ্রেক্ষিতেই আমি বললাম স্বাগত কথা বলি আমি জানি এগুলো অনেকে রেকর্ড করছে এবং সবাইকে বলবো প্লিজ মানে এই এই জায়গাগুলো একটু বাদে ট্রোল করবেন বিকজ কেন বলছি আমার না ট্রোল হতে হতে আমার আর ভালো লাগে না মানে আমাকে ট্রোল করে করে এত মানে পিয়ার এজেন্সি আমার মানে হয়ে আমি কাউকে টাকা দিই না আমার টাকাও নেই আমি ভেরি পোর লাইক বাঙাল তো আমি ভাই স্ট্রাগেল স্ট্রাগেল স্ট্রাগেল আমাদের এনিওয়ে তো আনোয়ারের ওই লাস্টে না যেটা তুই স্বাগত বললি তুই কালকের ব্লগটা দেখিস আমার যখন আনোয়ার ওই ক্লিয়ারটা করলো না আমি তো অনেক দূর থেকে দেখছিলাম ওটা আমি ক্যাপচারও করেছি এবং তারপরে গ্যালারির রিয়েকশন সবাই বলছে আনোয়ারা টুম টু টু টু আনোয়ারা টুম টুম টুম এবং এটা লোকে রাত্রিবেলা দুঃস্বপ্নে দেখবে এবং এটার এটার পিছনে যেটা এটা যেটা আমি দুমু আনোয়ার আলী বললাম এটা যে বিহাইন্ড দা স্টোরি যেটা অনক আর আমি অনেক লাইভ করেছি আমি আর অনক আনোয়ারকে নিয়ে যা লাইভ করেছি মানে দিনের পর দিন অনক অফিস থেকে মানে থাকে এটা বলছি না একটু টাইম ব্রেক বার করে লাইভে এসছে পাঁচ মিনিট 10 মিনিট ঠিক আছে পাঁচ মিনিট 10 মিনিট বললাম একচুয়ালি 15 20 মিনিট এনিওয়ে আশা করছি নেদারল্যান্ডস থেকে বাংলায় কেউ দেখবেন আমাদের লাইভটা তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা মানে যারা যেটা প্রাপ্য তার আজকে আমি আপুইয়াকে নিয়ে নিউজ করেছি আমি প্রত্যেকে তোরা দেখছিস বা যারাই মোহনবাগান সমর্থকরা দেখছে আমি আপুইয়াকে কোনদিনও কি অসম্মান করেছি আজ অব্দি যে আপুইয়া মোহনবাগানে গেছে বলে এটা কালচার ম্যাটার করে এখানে মোহনবাগানে রাহুল লিখছে 11 তারিখ এক নাম্বার ভার্সেস 10 নম্বরের লড়াই দেখো দুটো ম্যাচ রয়েছে মোহনবাগানে রাহুল তুমি আমার চ্যানেল দেখো ডেফিনেটলি যদি 10 নম্বরে থাকে ইস্ট বেঙ্গল 11 তারিখ যখন মাঠে নামবে ডেফিনেটলি এটা হতে পারে তবে ইস্ট বেঙ্গলের হাতে কিন্তু সুযোগ রয়েছে যে 10 নম্বর প্লেস থেকে একটু এগনোর আমার মনে হয় এখনো তোমাদের সাথে দেখা হওয়ার আগে ছয় পয়েন্টের খেলা রয়েছে এবং অবশ্যই 11 তারিখ তো ইস্ট বেঙ্গল তিন পয়েন্ট নেবে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগের যে স্ট্রিকটা তোমরা ধরে রেখেছো বিভিন্ন লোককে ধরে ধরে ধরে ধরে ধরে রেখেছো তো সেই জায়গায় সেই স্ট্রিকটা আমরা ভেঙে দিতে চলেছি বিকজ দেখো বাকি সুপার কাপ বলো ডুরান্ট কাপ বলো বুঝতেই পেরেছ আগের সিজনে সুপার কাপ ডুরান কাপে দেখে এন্ড ওভারঅল একটা জায়গাতে আমরা রয়েছি এই এই মুহূর্তে আমরা একটা জায়গাতে রয়েছি যেখানে কিন্তু আমরা একটা ভালো ফুটবল খেলার চেষ্টা করছি আমি আমি অনক কাছে যাব রাখি যদি আসে এরপরে অনকের পরে বলবে অনক আরেকটা জিনিস আমি তোমার কাছে এই মুহূর্তে আমি বলতে চাই যে এই এই লড়াইয়ের মানসিকতা যেটা আমরা মানে হারাচ্ছিলাম এবং আজকে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো মানে বিটু গ্যালারি ওয়াজ লাইক ফায়ার না আমরা জিতে যাওয়ার পরে ফায়ার কেন বলতো আমি বিটু গ্যালারিকে হ্যাডস অফ সি টু গ্যালারিকে মেম্বারস গ্যালারিকে টু কে সবাইকে পুরো স্টেডিয়ামটাই আমি পুরো স্টেডিয়ামে প্রতিটা গ্যালারিতে বসে খেলা দেখেছি এখন অব্দি বা যে ইউথ মানে যারা ইউথ যারা বিটু তে বসে মেইনলি দে ওয়ার লাইক মানে অন্য লেভেল কেমন লাগলো অনক প্রথমবারের মতো প্রথমবারের মতো বিটু গ্যালারিতে বসে তুমি খেলা দেখলে এবং লিখছে ওয়াচিং ফ্রম সেন্ট পিটারসবার্গ ওকে আই এম আমি লাইভটা করছি ফ্রম কলকাতা থ্যাংক ইউ সো মাচ শিওর কিরকম লাগলো একটু বলো বিটুর এক্সপেরিয়েন্স এবং আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করে দিই তোমাকে তার সাথে রাশিয়া থেকে দেখছে তার মানে হ্যাঁ হ্যাঁ রাশিয়া থেকে সেন্ট পিটারসবার্গ সব ইউ তোমারই বন্ধু-বান্ধব তোমারই বন্ধু-বান্ধব সব আমি একটা প্রশ্ন নিয়ে নেব এখানে আকিম সাহেব বলল এরা খুব বিখ্যাত গোলকিপার ছিল তবে এক্সপেরিয়েন্সটা নিয়ে বলে নিই দুটো জাস্ট লাইন কুইকলি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল তুমি বলে দিয়েছ এবং আজকে আমার একটু ওই বাবার জন্যই তাড়াতাড়ি ফেরার দরকার ছিল তাই জন্য আমি দেখ মানে গেম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয়েছে সরি ফর দ্যাট গাইস নেক্সট ম্যাচে আমি ওটা প্রায়োরিটি ওটা প্রায়োরিটি ব্রো বলো সবাই জানে না বলে জাস্ট বলে দিলাম ঠিক আছে ওটা আমি নেক্সট ম্যাচে থাকবো আগেও থাকবো পরেও থাকবো তো আর অভিজিতের সাথেই থাকবো তার জানে তোমরা অভিজিতকে পেলেই আমাকেও পেয়ে যাবে দেখা করতে আর সেকেন্ড যেটা পয়েন্ট ছিল অ্যাম্বিয়ন্স নিয়ে আই মিন রিয়েলি আনবিলিভেবল রিয়েলি আনবিলিভেবল আমার শুধু একটাই ছোট মানে রিকোয়েস্ট আছে মশাল নিয়ে যে অনেক কে হয়তো 90 মিনিটে মশাল জ্বালিয়ে দিয়েছিল প্লিজ ওই এক্সট্রা টাইমটা ওয়েট করে যেও কারণ ওই এক্সট্রা টাইমে যখন গোল লাইন সেভটা হচ্ছিল না তখন আমার হৃদপিণ্ড মুখে চলে এসেছিল তো প্লিজ ওই মশালটা যদি 97 মিনিট থেকেই জ্বালাতে তাহলে খুব ভালো হতো এইটা একটা ছোট রিকোয়েস্ট বাকি এজ অ্যাম্বিয়েন্স আর আজকে এত দর্শক হয়েছে সাউন্ড বলো ড্রামও সব জায়গায় ছিল তো ওই মানে অ্যাম্বিয়েন্স ওয়াজ লাইক রিয়েলি ক্রেজি তবে আমি আরো চাইবো যাতে এই 16 না 18 কত বলল সেটা যেন বেড়ে গিয়ে আরো 20 25 এর দিকে যায় 25 উই শুড বি এবল টু এচিভ অন এ স্যাটারডে অন এ স্যাটারডে ইফ ইটস এ গেম হোয়ার ইস্ট বেঙ্গল ইজ ইন এ গুড রান অফ ফর্ম তখন সেখানে আমি 25 প্লাস মাইনাস এক্সপেক্ট করবো তো এইটুকুই বলার বাট অ্যাম্বিয়েন্স ওয়াজ রিয়েলি আমেজিং খুব ভালো অসাধারণ দারুন অ্যাম্বিয়েন্স ছিল এবং 25000 এর 25000 এর বা 30000 এর গুন্ডি আমাদের টাচ করতে গেলে বা টপকে যেতে গেলে রাখিকে ডেইলি মাঠে আসতে হবে উইকেন্ডসে অবশ্যই উইকেন্ডসে সবাই তো আমার মত বেকার নয় যে যে রোজ গিয়ে মাঠে বসে থাকবে সবার চাকরি বাকরি কাজ আছে জীবনে ঠিক আছে আমি বেকার সবসময় গিয়ে মাঠে বসে থাকি সেটা আলাদা ব্যাপার বাট এখানে স্বাগতম আমাকেও বলবো আমি এবং প্রত্যেককে বলবো এবং আজকে আমি একটা কথা বলি আজকে আমি বিটু গ্যালারির সামনে যখন অনকের সাথে দেখা হলো ঢুকে গেল অনক তারপরে অনক যখন ছিল দেখা হওয়ার আগে আমি চার পাঁচটা টিকিট দিলাম তারপরে একটা বান্ডেল অফ টিকিটস আমার কাছে এসেছিল যে বাচ্চা বাচ্চা ছেলে মানে যারা সেভেন এইটে এ পড়ে তাদেরকে না ডেকে ডেকে ডিস্ট্রিবিউট করেছে আমি না আমি কিছু করিনি বাকিরা করেছে আমি ওটা আমাকে যারা বলেছে সবাইকে ডেকে ডেকে এবং আমি তোমাদের বলছি যারা একচুয়ালি একচুয়ালি যারা স্কুল স্কুলে রয়েছো কলেজে না কলেজে পকেট মানি দিয়ে ইন্ডিয়ান সুপার লিগে টিকিট কেনা যায় গার্লফ্রেন্ডের সাথে একদিন গিয়ে পাবে ক্যাফেতে কম বসলে হবে ওই টিকিটটা কেটে নেবে যারা একচুয়ালি স্কুলে রয়েছে তারা তো টিকিটটা এফোর্ড করতে পারে না 100 200 টাকার টিকিটটা তো সেই জায়গাতে আমি তাদের বলব তার জন্য বেঙ্গলি স্পোর্টস ব্লগ যতটা পারবে যতটা পারবে আজকে বেঙ্গলি স্পোর্টস আমি করিনি আমি না আমি নট এ ইন্ডিভিজুয়াল বেঙ্গলি স্পোর্টস ব্লগ আজকে এটলিস্ট 25 থেকে 30 টা টিকিট ডিস্ট্রিবিউট করেছে আমি একজনকে টিকিট দিতে পারিনি আই এম রিয়েলি সরি ও 7:15 তে আমি আমি ওয়েট করেছি 7:15 18 অব্দি ও তখনও ঢুকতে পারিনি আমাকে আমার নামটা মনে পড়ছে না আমি ওকে সরি বলেছি ও মানে আমার কিছু করার নেই না আশা করি টিকিট পেয়ে ও মাঠে ঢুকেছে আমি একজনকে বলে গেছিলাম ওকে বলেছিলাম মিউ ওমরের সামনে এসে আমার কথা বলতে বা বেঙ্গলি স্পোর্টস ব্লগের কথা বলতে ডেফিনেটলি টিকিট পাওয়া যায় আমি প্রত্যেককে বলব যারা আমি আমি দায়িত্ব নিয়ে অনেক অনেককে দিয়েছি মানে মানে আমি না মানে আমাদের যারা ছিল প্রত্যেকে এবং তোমরা 6 তারিখ মাঠ ভরাবে 28 তারিখ যদি আমরা জিতি আমি যদি রাখবো কারণ ম্যাচের আগে আমি আগে থেকেই বলবো না যে ব্যাঙ্গালোর জিতে আমি রাখির কাছে আবার আসবো রাখি সিটু গ্যালারি ইস্ট বেঙ্গল আল্ট্রা দেখছিলে মাদিতা দালালকে দেখলাম একটা খুব সুন্দর ইস্ট বেঙ্গল আল্ট্রা তো সবসময় একটা গুড জেসার প্রোভাইড করে ওরা সবসময় করে আমি আজকে ছিলাম না এবং অনেকের সাথে আমার কথাবার্তা হলো আমি যখন বেরোলাম এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সবাই বলে যে আমি ভাই আমি আমি একটা কথা বলি আমি মানুষ একটা আমি একটা ম্যাচে একটা গ্যালিতে থাকতে পারবো ঠিক আছে তো আমি পরের দিন ওই গ্যালারি মানে হ্যাঁ অন মানে আমি ভাই সিটুতে আমি অন দেখেছি হয়তো আমরা পরবর্তীতেও দেখব সিটুতে আমি অন অনব যতদিন ইন্ডিয়াতে আছে আমি রাখি তোমার কি এরকম এক্সপেরিয়েন্স উইথ ইস্ট বেঙ্গল আল্ট্রাস আশা করি তোমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স তুমি বন্ধুদের সাথেই গেছিলে এবং ইস্ট বেঙ্গলের এই আগুন এই জয় গ্যালারির আওয়াজটা কেমন লাগছিল এবং আমি দেখলাম তুমি একটু আগে একটা whatsapp এ একটা পোস্ট শেয়ার করেছিলে স্ট্যাটাসে ক্রেটসি বা সামথিং কিছু একটা দিয়ে ক্যাপশন আমি খুব গো থ্রু করছিলাম আমি খুব তাড়াতাড়ি পড়তে পারিনি কিরকম ফিলিংস কতটা এনার্জি মানে এনার্জি লাগছে এবং আমার যতটুকু মনে হয় তোমার বাড়িতে সবাই মোহনবাগান তুমি ইস্ট বেঙ্গল তাইতো হ্যাঁ এবার এই এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ এটা এটা ভালো তো এটা তো ভালো বলো বলো বলো আজকে হ্যাঁ আল্ট্রাসের সাথে আমি প্রথম বসেছিলাম কারণ কি আমি ডার্বিতে অপোজিটে বসেছিলাম মানে ম্যাচ ছিল কালকে ওটা আমাদের ওই পাশে উল্টো দিকে বসেছিলাম আজকে তো আল্ট্রাসের সাথে আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স মানে ওদের ওই যে অ্যাম্বিয়েন্সটা ওরা ক্রিয়েট করেছিল না ড্রামবাজি আর ওদের ওই চান্সগুলো এত মানে ওগুলো শুনে প্রীতিমত আমার আজকে ঘুসবাম দিচ্ছিল ফাস্ট আরেকটা আমি জানিনা ওটা বলা উচিত হবে না আমি ডেফিনেটলি খেলা অত বুঝি না বাট আই থিংক তোমরা যেটা ডিসকাস করছিলে নান্দা কুমারের একটু পাসিং সেন্সটা মানে একটু আরেকটু ফ্রিকোয়েন্টলি করা উচিত পাসটা মানে কি ও অনেক সময় এত এলাও করছিল অপোনেন্টকে মানে আমি রীতিমত দু চারটে গালি দিয়ে দিয়েছিলাম মেগে মেগে মানে ওই আর কি হিট অফ দা মোমেন্ট বেরিয়ে যায় বাট আরেকটা জিনিস বলা উচিত ও পাসিং সেন্স স্লো ছিল ও পাস করছিল না চট করে কিন্তু ও যতক্ষণ মাঠে ছিল ওর ইম্প্যাক্ট ছিল ছিল মানে অপোনেন্টের কাছে একটা থ্রেড ছিল যে কে বলটা নিয়ে আসছে এটা একটা ছিল ও পাস করে না এটা আমরা অনেকবার নোটিস করেছি ইভেন এর আগের ম্যাচেও অনেকবার পাস করেনি পাসের জন্য বল বেরিয়ে গেছে হ্যান্ড ফ্যান বাট আজকে আমি এটা খেয়াল করলাম যে পাস না করে ও একটা ফেট রাখে মাঝে তো আই থিংক ওর যদি একটু পাসিং সেন্সটা একটু তাড়াতাড়ি করে পাসটা একটু ফ্রিকোয়েন্টলি করে আরো বেশি বেটার পজিশন হবে ওই জায়গাটা আরো বেশি স্ট্রং হবে আমাদের ওই জোনটা মানে বাকি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছ খুব সুন্দর এবং নান্দা কুমার কেন ইস্ট বেঙ্গলের ফার্স্ট ইলেভেনে খেলে বিকজ একচুয়ালি হি ইজ এ থ্রেড আমরা কেন নন্দাক কুমারকে নিয়ে বলি কারণ নন্দাক কুমারের এক্সপেক্টেশন আমাদের অনেক উপরে থাকে সেটা নান্দা কুমার ফুলফিল করতে পারে না বলে আমরা ফার্স্ট রেট হয়ে যাই তবে যদি ওভারঅল দেখি না নন্দাকুমারের পারফরমেন্স কিন্তু মানে মাঠের মাঠের মধ্যে নান্দাকুমারের পারফরমেন্স ইম্প্যাক্ট ওয়াইজ খুব ভালো জায়গাতে না থাকলেও গোল কন্ট্রিবিউশন মানে পজিশন যে পজিশনে নান্দাকুমার চলে যাচ্ছে বারবার রাইট উইং থেকে এবং একটা গ্যালারি বলছে নান্নাকে বল দেয়া যাবে না নান্নাকে বল আরে গ্যালারি যারা বলে আর অনক শুনেছে নিশ্চয়ই বা তুমিও শুনেছো তনুশ্রী যে নান্নাকে বল দেওয়া যাবে না এবং আমি এখানে একটা সুন্দর সুপার চ্যাট এসছে আমি একটু পড়ে নেব এন্ড এ মিউজিক্যাল লিখছে লাভ ইউ ভাই লাভ ইউ টু ব্রো তোকে আবার সুপার চ্যাট করবো ডার্বি জিতে এজ এ মোহনবাগান সাপোর্টার তুমি লিখেছো দেখো যদি মোহনবাগান জিতে যায় ভুল করে যেটা চান্সেস কম 11 তারিখ তাহলে সুপার চ্যাট করো বাট আমার মনে হয় না আমি তোমার থেকে কে সুপার চ্যাটটা পাবো ওই দিনকে আমার মনে হয় তুমি আমার লাইভে আসবে উইদাউট সুপার চ্যাট তোমার লাইভটা দেখতে হবে বিকজ আমি সেলিব্রেট করবো আমি কি বললাম আশা করি তুমি বুঝতে পারলে তোমাকে সুপার চ্যাট করতে হবে না তোমার পয়সাটা বেঁচে যাবে এবং সেই জায়গাতে তুমি দেখবে এসে শুধু আমি সেলিব্রেট করছি এবং তোমার মত সমর্থকদেরকে আমি খুব ভালোবাসি যারা খেলা নিয়ে খুব সুন্দর ভাবে কথা বলে আমি অভিষেকের কাছে একটা জিনিসে যাব অভিষেক মানে যেটা মানে এত বাইরে থেকে বসে দেখছো এজ এ ডাই হার্ট ইস্ট বেঙ্গল সাপোর্টার বারবার হল স্টেডিয়াম কে মিস করছো আমি জানি বারবার এইভাবে যে ফিরে আসছে ইস্ট বেঙ্গল এই যে আগুন ফুটবল এই যে মেজাজ বাঙালদের মেজাজ কেমন লাগছে বলো বাইরে থেকে দেখতে এবং অবশ্যই যখন 11ই জানুয়ারি নয় তুমি আমার ঘানা তুমি আমার ঘাড়ে উঠলে চাপ হয়ে যাবে আমি তোমার ঘাড়ে উঠে যাব আমি বা অনুপ ঠিক আছে 11ই জানুয়ারি ঠিক আছে কেউ কারোর ঘাড়ে তোমার চশমাটা আমি পড়ে নেব 11ই জানুয়ারি যখন ইস্ট বেঙ্গল জিতবে ইন্ডিয়ান সুপার লিগে যেটা মিথ যেটা মিথ লোকে বানিয়ে যে আমরা আনবিটেন আনবিটেন না এতগুলো নাম চেঞ্জ হয়ে গেছে না কাদের এগেন্স্টে আনবিটেন বুঝতে পারি না মানে কারা আনবিটেন আমাদের এগেন্স্টে এনিওয়ে তো যাই হোক শরীরটা খারাপ আছে রাত্রিবেলা কিছু বলছে অনেকে দেখছে 200 জন দেখছে ভাই কালকে আবার একটু বকা দেবে যাই হোক তো সেই জায়গায় অভিষেক 11ই জানুয়ারি নিয়ে কি মনে হচ্ছে সেটা অনেক দূরে আছে বাট আজকের এই যে বাইরে থেকে দেখছো তোমরা যারা প্রবাসী আমাদের আবার একটা বড় গ্রুপও আছে প্রবাসে ইস্ট বেঙ্গল বলে আমাদের একটা বড় ফ্যান ক্লাবও রয়েছে তো কিরকম লাগছে দুর্দান্ত ফিলিংটা একটু যদি আমাদের বলো এবং তোমরা যারা রিচ করতে পারো না স্টেডিয়ামটা অনক রিচ করেছে অনক আছে এখন তো তোমার ফিলিংটা একটু বলো এবং সেই জায়গা থেকে বাকি যারা বাইরে রয়েছে তারা তাদেরটাও আমরা বোঝার চেষ্টা করবো আশা করি অনেকেই দেখছে যারা কলকাতার বাইরে থেকে এই মুহূর্তে লাইভটা দেখছে বলো দেখো সোজা কথা বলতে যুবভারতীকে তো মিস করি কলকাতায় গেলে খেলা করলে যুবভারতীর খেলা সে আমি যতদিন থাকি সেই সেই মুহূর্তে যদি পাঁচ দিনে পাঁচটাও খেলা আমি পাঁচ দিনে পাঁচটা খেলাই দেখতে যাব এট এনি কষ্ট এটাই এটাই সোজাসুজি ব্যাপার যুবভারতীর খেলা আমি মিস করি না নরমালি বাইরে থেকে না ওই মাঠের অনুভূতিটা না যারা যায়নি তারা বুঝবে না কোনদিন যারা গেছে তারাই বুঝবে যারা ওই মাঠ করেছে না দিনের পর দিন যতই যা হয়ে যাক যারা মাঠ করেছে তারা ওই বাইরে থেকে মানে সেই মাঠে যাওয়ার অনুভূতি সেই মাঠে যাওয়ার একটা যে আলাদা আবেগ জেতার পর যখন গোল হয় চেল্লানো মশাল জ্বালানো আগে আরে এখন তো অনেক কিছু মানা করে দিয়েছে আগে তো আমরা রিয়েল মশাল নিয়ে চলে যেতাম ঠিক আছে তো এখন তো এখন তো তাহলে কাগজ ধরানো হয় মানে আগেও কাগজ ধরো হতো এটা নয় যে আগে কাগজ ধরানো হতো না আগেও কাগজ ধরানো হতো তো এইটাই হচ্ছে কথা এইটাই হচ্ছে মানে দিস গিভস গুড বামস আমাদের মতন ছেলেদের যারা কলকাতার বাইরে আছি বা অনক্ত এগেইন কিছুদিনের জন্য আছে সো হি ইজ টেকিং দ্যাট প্লেজার হি ইজ টেকিং দ্যাট একচুয়াল ফিলিং অন তোমায় হিংসা করছে তোমায় হিংসা করছে তোমার করছে না আমি জানি করছে না মনে মনে করছে না তো গুরু হচ্ছে হিংসা তো গুরু হচ্ছে এইটা যদি বলি আমি মিথ্যে বলবো এটা আমি একটা অভিষেক অভিষেক হচ্ছে আমি বলি আজকে লাইভে অভিষেক সবচেয়ে হ্যাপিয়েস্ট যে আজকে অনক বাইরে থেকে সেই জয়গুলো দেখতে পাচ্ছে কারণ অভিষেক ইস্ট বেঙ্গলের জয় ছাড়া কিছু বোঝে না অনক ইস্ট বেঙ্গলের জয় ছাড়া কিছু বোঝে না বা এখানে যারা প্রত্যেকে রয়েছে তারা কেউ ইস্ট বেঙ্গলের জয় ছাড়া কিছু বোঝে না সাগ্নিক জয়েন করেছে আমি সাগ্নিককে দেখতে পাচ্ছি আমি ডেফিনেটলি সাগ্নিকের কাছে আসবো এবং সাগ্নিকের মুখে আমি স্মাইলটা অনেকদিন বাদে দেখতে পেলাম আই এম ভেরি হ্যাপি যে আমি সাগ্নিকের মুখে অনেকদিন বাদে স্মাইলটা দেখতে পেলাম তার আগে একটা সুপার চ্যাট এসেছে দেবরাজ চক্রবর্তী সুপার চ্যাট করেছে বা করেছেন আমি কমেন্টটা নিয়ে নেব এবং কমেন্টের উত্তরটা সাধনিক দেবে সাধনিক যেহেতু জয়েন করেছে সবে দেবরাজ লিখছে থ্যাংক ইউ সো মাচ দেবরাজ সুপার চ্যাট করেছো জয় ইস্ট বেঙ্গল কমেন্ট করে দিও সবসময় সবচেয়ে ওটা সুপার চ্যাটের থেকেও আমার বেশি ভালো লাগে তুমি লিখেছো বলছি নান্দার যে অতক্ষণ বল হোল্ড করার রাইট উইং থেকে গিয়ে বড্ড বাদিক থেকে বল হোল্ড করছে বাট দুটো ম্যান টেনেও নিয়ে যাচ্ছে আমি এটা দু তিনবার দেখেছি আজকে ম্যাচ যাই হোক বল করার জন্য অনেক পজিটিভ সুযোগ মিস করছে সেটা নিয়ে অস্কারের কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত আর এতে তোমার কি বক্তব্য দেখো আমি একটা কথা বলব আমরা আরো আরো বেটার নান্দা কুমারকে ইন্ডিভিজুয়ালি দেখতে যেটা আগে দেখেছিলাম দেখতে চাই রেজাল্ট ওয়াইজ তো আমরা ঠিক দিকে আছি শেষ দু ম্যাচে এবং তার আগের দু ম্যাচেও ঠিক জায়গায় ছিলাম মাঝখানে একটু রেফ্রি এন্ড অল দ্যাট আমার মনে হয় ইন্ডিয়া বেঙ্গলি স্পোর্টস ব্লগের লাইভটা হয়তো অভিষেক অভিষেক এগ্রি করবে মিস্টার রঞ্জিত বাজারের সাথে লাইভটা হয়তো কিছুটা হলেও এই জায়গাতে কন্ট্রিবিউট করেছে আজকে যিনি রেফারিং করছিলেন এবং তার রেফ্রি দেখে আমরা অনেকটা বুঝতে পেরেছি আশা করি আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পেরেছি সেই জায়গাতে যে যে জিনিসটা চলছিল এনিওয়ে সাব্বিক এটা নিয়ে কি বলবে তুমি যে বাঁদিক থেকে বারবার সরি ডানদিক থেকে বারবার যে বা পায়ে বলটা নিয়ে নান্দাকুমার ঢোকার চেষ্টা করছে সবাই বলছে শুট শুট শুট শুট পুল দা ট্রিগার পুল দা ট্রিগার পুল দা ট্রিগার সেটা হচ্ছে না এটা নিয়ে কি বলবে এইটা দেখো এইটার অনেকগুলো ভাবে এনালাইসিস হয় একটা হচ্ছে নান্দার খেলা আমি যেটুকু প্রথম থেকে দেখেছি আগে যখন উড়িশাতে ছিল বা পরে লাস্ট সিজনে যখন ইস্ট বেঙ্গলেও খেলেছে ও তো বেসিক্যালি রাইট ফুটেড প্লেয়ার আর ও কিন্তু খুব একটা মানে প্রপার ক্রসার ভালো তা কিন্তু না যেটা আমার মনে হয়েছে নাওরেম মহেশ অনেকটা বেটার ক্রসার নওরেমের ক্রসিং অনেক বেটার এবিলিটি আছে নাওরেমের বা পায়ে লেফট ফুটের যে ক্রস গুলো করে নান্দা হচ্ছে অনেকটা ইনসাইড ফরওয়ার্ড খেলে মানে ও হচ্ছে বাঁদিকের উইং থেকে ইনসাইড করে ওয়ান টু করে ঢুকে ও শুট করবে বা একটা কাটিং করে শুট করবে এবারে যেটা নান্দার ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে নান্দা একটু আউট অফ কনফিডেন্স আছে নান্দার ওই কনফিডেন্সটা নান্দা এখন পাচ্ছে না যে বারবার করে ইনসাইডে ঢুকবে বা এবার যেহেতু দেখো বিষ্ণু এত ভালো খেলছে তো বিষ্ণু মেইনলি লেফট উইংটাতেই ভালো অপারেট করছে লাস্ট কিছু ম্যাচে দেখা যাচ্ছে আর নান্ধা অপারেট করার জন্য ন্যাচারালি কি হয়েছে আজকে হয়তো নান্দাকে মেবি অস্কার স্টার্টও করাতো না যেহেতু লাস্ট ম্যাচে আই থিংক নাওরেমের কঙ্কাশন হয়েছিল সেই জন্য ওকে রেস্ট দিয়েছে দিয়ে হয়তো নান্ধাকে রাইটে স্টার্ট করেছে যার জন্য নান্ধার ওই যেটা বারবার করে অনেকে বলছে রিলিজ করার প্রবলেমটা নান্ধার হচ্ছে তো ক্রসিংটা ওর ঠিক করে হয় না আর বা পাও যেহেতু ডান পায়ের প্লেয়ার ও বা পায়েতে যে ইনসাইড করে ঢুকে শুট করবে সেই জায়গাটাও রেস্ট্রিক্ট হচ্ছে তবে নান্দার যেটা মেইন জিনিস যার জন্য আমার মনে হয় অস্কার খেলায় আমি অত টেকনিক্যাল ডিটেইলস অতটা বুঝি না বা অস্কারের মধ্যে তো ডেফিনেটলি বুঝবো না নান্দার ট্র্যাকিং ব্যাক ও কিন্তু 90 টা মানে মিনিট ধরে কিন্তু মানে ম্যাচে কিন্তু মানে উপর নিচ ওপর নিচ করে অনেক মানে আমার দাদা জানে আমি খুব লিভারবুল সাপোর্টার ওকে দেখলে না আমার ডার্ক কাইটের কথা খুব মনে পড়ে যায় এই যে একটা ওয়ার্কলোড না যে জিনিসটা নান্দা ওয়ার্কলোডটা মানে অনেকটা নয় আজকে তো অ্যাসিস্ট করলোই তো আই থিংক নান্দা আরেকটু গেম টাইম পেলে বা আমি জানিনা যদি অস্কার একটু টুইক করে ওকে আবার লেফট উইং এ নিয়ে আসে যেখান থেকে ও ইনসাইড করে ঢুকতে পারে ওরে ও মানে ইনসাইড ফুটবলটা তো ইন্ডিয়াতে খুব একটা বেশি চলে না এখন অনেকটাই ট্রেডিশনাল ওই ডানদিক বাদিক থেকে উঠে ক্রস করবে সেটাই ইন্ডিয়ান ফুটবলে চলে খুব কমই ইনসাইড ফরওয়ার্ড আছে যদি ভুল নাই লালিয়ান ওয়ালা চাংতে কিছুটা ইনসাইড ফরওয়ার্ড খেলে লেফট ফুট দিয়ে অনেকটা ওই মানে ওই কারিয়ান রবিন স্টাইলে বল নিয়ে উঠে উঠে ইনসাইড করে খেলে ইনসাইড ফরওয়ার্ড খুব একটা ইন্ডিয়াতে এখনো চলে না সব যে মানবীরও ডানদিক দিয়ে ওঠে লিস্টন লিস্ট বলতে গেলে ইনসাইড ফরওয়ার ও বাঁদিক থেকে ইনসাইড করে খেলে নান্দার খেলার স্টাইলটা একটা লিস্টনের মত নেই লান্দে ইজ নট এ গুড ক্রসার তো আমার মনে হয় যদি একটু টুইক করে কারণ নাওরেমকে যদি ডানদিকে খেলি ওকে বাঁদিক খেলাতে পারে হয়তো মেবি আর আমার যেটা আরেকটু মনে হচ্ছে যে ওর কনফিডেন্সের অভাব নান্দা যার যে মানে নান্দা টেনে গিয়ে লাস্টে গিয়ে যেটা ফাইনাল কিল হয় যেটাকে আমরা বলি যে ইনসাইড করে একটা শুট করবে একটা কার্লার নেবে যেটা একদম প্রথম যদি মনে থাকবে যে ডার্বির সময় ফার্স্ট ডার্বি যেটা আমরা কোয়াদ্রতের আমলে জিতলাম যেটা ডুরান কাপের ও কিন্তু ওরকম ভাবেই রানটা নিল নিয়ে একটা ডজে একজনকে কাটালো গিয়ে লেফট ফুটেও একটা কার্লার মারলো ওটা গোল হয় তো এরকমই সেটাও রাইট ফুটে আরো বেটার করতে পারে হিজ ন্যাচারালি রাইট ফুটেড তো আমার মনে হয়তো নান্দা একটু টাইম পেলে ভালো খেলবে একটু কনফিডেন্সের অভাব আমার যেটুকু মানে এজ এ ফুটবল ফ্যান পারসপেক্টিভ আমার মনে হচ্ছে আর বিষ্ণুকে নিয়ে আমার একটা কথা বলার আছে সবাই খুব বিষ্ণু বন্দনা করছে বিষ্ণু বন্দনা করছে নো ডাউট বিষ্ণু খুব ভালো প্লেয়ার এটা নিয়ে কোন সন্দেহ নেই হিজ ভেরি গুড ড্রিবলার কিন্তু বিষ্ণুকে কিন্তু অনেকটা মাঝেমধ্যে বিষ্ণুকে কিন্তু আমার একটু এজিক লাভেজি সিনড্রোমটা লাগে যে হতো না যে মানে বল দে বল দে বল দে করতে করতে লাস্টে সে ক্রস লাইন ক্রস করে বেরিয়ে যায় তবে বিষ্ণুকে ক্রিটিসাইজ করছি না তবে আমার মনে হয় যে অস্কার যেহেতু ভালো ম্যানেজার তো আই থিংক এট এন্ড অফ দ্যা ডে বিষ্ণুকে একটা ফিনিশ প্রোডাক্ট করবে কারণ বিষ্ণুর রিলিজের প্রবলেমটা আছে যে মানে কখন ঠিক বলটা রিলিজ করতে হবে কাটিয়ে কুটি কাটিয়ে গুটি একটু একটু মানে ব্রাইট সিনড্রোম বলতে গেলে ব্রাইটও যে জিনিসটা করতো তো বিষ্ণুর আরেকটু এই জায়গাটাকে মানে বলটাকে মানে উইথ তো দারুন ক্লোজ কন্ট্রোল দারুন ড্রিবলিং তো অসাধারণ কিন্তু আল্টিমেটলি আমাদের এন্ড প্রোডাক্টটা কি এন্ড গোলটা হচ্ছে গোল এন্ড গোল আমরা গোলই বলি এখানে তো গোলটা মানে আরেকটু ভালো যাতে স্কোরিং শিটে প্রতি ম্যাচে একটা করে অন্তত একটা অ্যাসিস্ট বা একটা গোল থাকে তার জন্য ওকে ফিনিশিংটা আর অ্যাসিস্ট ভালো পাওয়ার জন্য যে ঠিক টাইমে রিলিজটা যেমনি প্রথমেই একটা রিলিজটা ভুল করেছিল যার জন্য ডিমান্ডোকাস বলটা পৌঁছাতে পারেনি যেটা ফাস্ট ডিমান্ডোকাসের সাথে ওয়ান টু করে করলো তো এটা ইটস নট এ ক্রিটিসিজম ফর বিষ্ণু অসাধারণ মানে ইন্ডিয়ান মানে সার্কিটে এত ভালো ড্রিবলার অনেকদিন বাদে দেখলাম বাট ওই শুধু ড্রিবলিং এর মধ্যে রেস্ট্রিক্টেড থাকলে তো হবে না মানে তোমাকে এন্ড প্রোডাক্টটাও দিতে হবে তো সেই জায়গা থেকে বিষ্ণুর এই জায়গাটা মানে আমার আমি বলছি বিষ্ণু বন্দনা করতে বারণ করছে বিষ্ণু বন্দনা হনুমান বন্দনা এগুলো করা ভালো সেটা ঠিক আছে কিন্তু মানে এমন ওই আর কি আবার শুরু না করে যে প্লেয়ারটা আবার ওই গেজি গেল যেটা আমরা আর কি বাংলায় বলি তো সেটা যেন বিষ্ণুর সাথে না হয় কন্ট্রাক্ট কন্ট্রাক্টের ব্যাপারটা তো ম্যানেজমেন্ট দেখবে সেখানে তো আর আমরা আলাদা করে কিছু বলতে পারি না আর ওভারঅল ইস্ট বেঙ্গলের একটা আরেকটা কথা বললে আমাকে অনেকে গালিগালাজ করতে পারে আমি জানিনা যে কথাটা শুনলে গালি খেতেও পারি আমার কেন জানিনা মনে হচ্ছে মাদি দালালের অ্যাবসেন্সে অ্যাবসেন্সটা কিছুটা সাপে বড় হচ্ছে আমার মতে কারণ আমার যেটা মনে হচ্ছিল বারবার করে যে মাদি দালালের খেলাটা না আমাদের অনেকটা না মাদি দালাল ভিত্তিক টিম হয়ে যাচ্ছিল যে তালাল কোন পজিশনে খেলবে তালাল কোন পজিশনে খেলবে তালাল এইটা তালাল ওইটা এই তালালের উপর ডিপেন্ডেন্সিটা না কমানোটা আমার মনে হয় দরকার ছিল আমার মনে হচ্ছে এটা তো সাপে বড় যে ইস্ট বেঙ্গলের খেলাটা অনেক বেশি ফ্লুইড হয়েছে কারণ তালালের ওই এক্সট্রা বল হোল্ড করে রাখার একটা বেরিয়ে ছিল ফরওয়ার্ডসরা যদি এত এক্সট্রা বল হোল্ড করে রাখে খেলাটা কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে নষ্ট হয়ে যায় বল হোল্ডিংটা তো হোল্ডিং মিডফিল্ডাররা আছে তার জন্য তাই না তার জন্য হোল্ডিং মিডফিল্ডার টিমে থাকে যারা মিডফিল্ডার আমি এগ্রি করলাম তোমার সাথে আমি আমি এগ্রি করলাম তোমার সাথে এই জায়গাটা বলো বলে না না আমি ওইটুকুই জাস্ট বলছি আমার মনে হয় তালালে না খেলাটা না সাপের কারণ আমার মনে হয় যে অস্কারের সিস্টেমে না তালাল ঠিক যায় না অস্কারের সিস্টেমে ফোর থ্রি থ্রি খেলে যেটা অস্কার যেটা বসুন্ধরাতে খেলেছে এখানে তো ইস্ট বেঙ্গলের যেহেতু প্লেয়ারের অভাব আছে ইস্ট বেঙ্গলের যেহেতু অনেকে চোটে আছে সেজন্য ওকে মাঝেমধ্যেই ফরমেশন মানে টুইক করতে হচ্ছে কখনো ফোর ফোর ফোর ওয়ান ওয়ান খেলছে কখনো ফোর ফোর টু খেলছে আজকে যেমনি ইনিশিয়ালি ফোর ফোর ওয়ান ওয়ান শুরু করেছিল পরে ওটার একদম ট্রেডিশনাল ফোর ফোর টু হয়ে গেল যখন জিক্সানকে নামিয়ে আনোয়ারকে রাইট ব্যাক করলো যার জন্য উইং ব্যাক আর ওভারল্যাপিং উঠছিল না তো আমার মনে হয় না তালাল এই অস্কারের সিস্টেমে যায় না তালাল না মানে জানিনা দালাল ভালো আমি খারাপ প্লেয়ার কোনদিনও বলবো না কিন্তু তালালের উপর খুব মানে এটা ইস্ট বেঙ্গলের এটা সময় লিভারপুলেরও ছিল আমি সবসময় লিভারপুলের মডেলটা কেন আনি আমি বলছি কারণ লিভারপুলের এই প্রবলেমটা ছিল দাদার হয়তো মনে থাকবে অনেকের তখন আমরা আলোচনা করতাম খুব কুটিনো অরিয়েন্টেড ছিল খুব কুটিনো অরিয়েন্টেড মানে কুটিনোকে কুটিনোকে মানে সেন্টার করে পুরো টিম তৈরি হচ্ছে এই যে কুটিনোকে যখন ছেড়ে দেওয়া হলো তারপরে যখন তারপর থেকে কিন্তু লিভারপুল পুরো বুমে উঠলো মানে শালা মানে ফার্মিনো এই যে ফরওয়ার্ড লাইনটা ছিল পরে প্রিমিয়ার লীগ জেতা ব্যাক টু ব্যাক ইউসিএল এ ফাইনাল যাওয়া ইউসিএল চ্যাম্পিয়ন হওয়া এই একটা যেটা অভিষেকও বলছিল যে টিমটা এখন টিমের মত খেলছে টিমটাই হচ্ছে একটা সিস্টেম ইস্ট বেঙ্গল টিমের টিমটাই হচ্ছে দ্যা মেইন প্লেয়ার টিম ইজ দা অনলি প্লেয়ার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপরেই নির্ভর করলেই না আমি আমি দেখেছি কোথাও না কোথাও একটা গ্লিচ সবসময় হয় সুতরাং আমি মনে করি তালালে না থাকাটা না সাপে বড় হচ্ছে এটা এটা হয়তো আজকে আমি বলছি মেবি কালকে হারলে আবার আমাকে গালিগালাজ করে এইতো তালালের অভাবটা কি বলছেন কিন্তু মেবি ডাউন দা লাইন দেখা যাক কারণ পরপর আমাদের অনেকগুলো অনেকগুলো মানে ম্যাচ আছে আমি জাস্ট আমার এই মানে আমার পাশে প্যাডটা আছে আমি জাস্ট বলেই আমি জাস্ট র‍্যাপ আপ করবো যে এরপরে তো ম্যাচ আমাদের আই থিংক হায়দ্রাবাদের সাথে তো আমি জাস্ট একটা প্রজেকশন হিসেবে জিনিসটা আমি একটা জাস্ট প্রজেকশন হিসেবেই দেখছি হায়দ্রাবাদ তারপরে মুম্বাই আমার মতে এই দুটো ম্যাচ জেতা উচিত হায়দ্রাবাদটা এভাবে মুম্বাই হোমে এবার মুম্বাই কমিটির টিম জানিনা হয়তো ওয়ান পয়েন্ট তারপরে মোহনবাগান এটা নিয়ে কোন কমেন্ট করবো না অনেক বিতর্ক এই মুহূর্তে শুরু হতে পারে আই উইল কিপ ইট ফর নাউ তারপরে গোয়া এওয়ে আছে ইট ক্যান বিট ডিফিকাল্ট তারপরে যেটা দেখছি ইস্ট বেঙ্গল কেরাল মুম্বাই এওয়ে ইস্ট বেঙ্গল চেন্নাই মোহামমেডান ইস্ট বেঙ্গল পাঞ্জাব ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এই যে ছটা ম্যাচ এই যে কোর ম্যাচ আমি একটু দূরেরটা প্রেডিকশন করছি এই ছটা ম্যাচের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গলের অন্তত 14 পয়েন্ট পাওয়া উচিত ইস্ট বেঙ্গলের সাথে কেরালা হোমে আছে মুম্বাইটা এ আছে এক পয়েন্ট প্লাস তিন চার ইস্ট বেঙ্গল চেন্নাই জেতা উচিত মহামেডান ইস্ট বেঙ্গল জেতা উচিত পাঞ্জাব এওয়ে হলেও জেতা উচিত তারপর ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদ এই জায়গাটা কিন্তু টার্গেট করতে হবে এই জায়গাটা যদি আমরা টার্গেট করি তাহলে টপ সিক্স তো হওয়া উচিত যদি আমরা টপ ফোরের টার্গেটেও কিন্তু থাকবো প্রোভাইডেড যে আমাদের রিইনফোর্সমেন্ট গুলো জানুয়ারি মাসে হয়ে যাচ্ছে তালারের রিপ্লেসমেন্ট আই থিংক ক্লিটনকে হয়তো রেখে দেবে কারণ ক্লিটন একটা কম্বাইন করছে সিনিয়র প্লেয়ার ফিটও আছে এখন বাজেটেরও ব্যাপার আছে এখন আমরা যদি এক্সপেক্ট করি ম্যানেজমেন্ট পুরো টোটাল একটা বিদেশী রিভার্ম করে দেবে এটা মুশকিল সবদিকটাই ভাবতে হয় তো মোটামুটি এই কটা পয়েন্টসই আজকে আমার বলার বলার ছিল আর তাহলে আগে একটা আবারও বলছি জানিনা সাপে বড়ি হচ্ছে হয়তো আরো আর আমরা ভালো খেলবই এটা তো এটাই তো সিম্পল ইস্ট বেঙ্গলের ভালো টিম ভালো কোচ নিউট্রাল রেফারিং সবথেকে বড় কথা নিউট্রাল রেফারিং এন্ড এন্ড দেন দেন ইস্ট বেঙ্গল উইনস এটাই তো বরাবর দেখে এসছি আমরা ছোটবেলা থেকে তাই না সাগ্নিক যেটা বলল না সাগ্নিক যেটা শেষ করছেন এটা দিয়ে সাগ্নিক বলছে যে ইস্ট বেঙ্গল জিতবে এটা দেখেই তো ভাই ছোট থেকে আমরা বড় হয়েছি মানে এটা হচ্ছিল না বলেই এটা হচ্ছিল না বলেই এত কথাবার্তা এনিওয়ে অনেক কিছু একটা বলবে অনক বলো হ্যাঁ আমি মানে দুই ভাই একজন ম্যানচেস্টার ইউনাইটেড একজন লিভারপুল যাই হোক না সেলফ অলওয়েজ আমাকে সেলফটা হ্যাঁ আরে না রে ওটা না আমি একটা শুধু তোর সাথে আমি একটু মানে নট দ্বিমত বলবো তবে আমি জাস্ট একটা কোশ্চেন বলতে পারি সেটা হচ্ছে গিয়ে দেখ বিষ্ণু আগের সিজনে যেরকম বল হোল্ড করতো বা এক্সট্রা ড্রিবিলটা করতো সামহাউ আমার মনে হয়েছে যে এই সিজনে ওরা শুরুতে করেছে কোন ডাউট কিন্তু ব্রুজো আসার পরে লাস্ট দু তিনটে ম্যাচে কিন্তু আমার মনে ওটা অনেক ওটা খানিকটা হলেও ইমপ্রুভ করেছে ইমপ্রুভ করেছে ডেফিনেটলি করেছে আই এগ্রি উইথ ইউ আমি তো কি বলছি সেই জায়গায় নন্দারটা কিন্তু অনেকটা রিগ্রেস করে গেছে মনে হয় মানে ও আগে যদিও বাট মানে পাস করতো বা আজকে আমি দেখেছি তিন চারটা রান নিয়েছে বল ধরে রাখছে ক্লেটারের শুটিং এর সময় ও গিয়ে ওখানে আর তুই যেটা বলি না ব্যাক ট্র্যাক ব্যাক ট্র্যাকটা তো কিন্তু হ্যাঁ হঠাৎ হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে না কারণ আগের ম্যাচটা যদি ঠিক করে দেখিস উড়িশা ম্যাচটাতে ঠিক আছে রাকিবকে কিন্তু প্রচুর চাপে ফেলে দিয়েছিল ওই সাইডটা পুরো চেপে ম্যাচে ঠিক আছে আর ইনফ্যাক্ট আজকে দেখবি আনোয়ারকে গিয়ে ও ট্যাকেলটা করেছে লাস্টে লাস্টে একটা জায়গায় আনোয়ার শুয়ে পড়েছিল না ওরা ট্যাকেলটা ওই আনোয়ারকে তো ওই কি হচ্ছে মাঝেমধ্যে মাঝেমধ্যে পুরো খেই হারিয়ে ফেলছে এরকম আমার মনে হচ্ছে মানে আউট অফ কনফিডেন্স আমারও এটাই মনে হচ্ছে ওভারঅল খেলাটাকে তুই যদি ভালো করে এনালাইসিস করিস বোঝা যাবে যে ও হচ্ছে একটু আউট অফ কনফিডেন্স চলে গেছে নান্দা মেবি নট গেটিং ইন দা স্কোরশিট অর মেবি নট আজকে অ্যাসিস্ট করলো দেখা যাক পরের ম্যাচেও কিরকম রেসপন্ড করে হায়দ্রাবাদ রিলেটিভলি উইকেট অপোনেন্ট যদিও উইকেট এখন কাউকেই বলা যায় না আমাদের সব ম্যাচই এখন উইন করতে হবে তো দেখা যাক নান্দা কেমন রেসপন্ড করে আগামী ম্যাচগুলোতে এখনো তো হাফ অফ দা সিজন বাকি আছে লেটস সি নান্দা কিরকম তারপরে হয়তো ম্যানেজমেন্ট ঠিক করবে যে ওকে কন্টিনিউ করবে কি ওটা অনেক দূরের কথা বাট নান্দা যেহেতু সিনিয়র প্লেয়ার আমার মতে এই সিজন তো ডেফিনেটলি চান্স পাবে লেটস সি হাউ প্রোগ্রেস ইন দা আপকামিং এখন ইস্ট বেঙ্গল যেরকম ভাবে সৌদির চক্রবর্তী বা ক্লেটনকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে অস্কার আমার অসাধারণ অসাধারণ কথা হবে না ক্ষেত্রেও সেটাই হোক যে আমরা যেন যেই বড় ম্যাচ আমরা দেখি সেটা যেন 24 ম্যাচের মধ্যে এটলিস্ট 18 থেকে 20 টা ম্যাচ বা 15 থেকে 16 টা ম্যাচ এটলিস্ট দেখতে পাই এটাই বড় তো একদম একদম একদম 100% কোন বিয়ে নেই অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আমি রাখি বলবে ডেফিনেটলি রাখি বলবে তার আগে আমি একটা জিনিস বলি যে এই মুহূর্তে আমি ইন্ডিয়ান সুপার লিগের 2024-25 মরসুমের লীগ টেবিলটা খুলেছি টেবিলটা কোন জায়গায় রয়েছে একটু দেখার চেষ্টা করছি মোহনবাগান সুপার জায়েন্ট 12 ম্যাচে 26 পয়েন্ট যেটা সবথেকে বড় চিন্তার বিষয় আমাদের কাছে ঠিক আছে মানে ওটাই অবশ্যই এটা তো ন্যাচারাল ঠিক আছে এবং তারপরে যদি আমি দেখি যেটা দু নম্বরে যেটা আমি রাখবো সেটা হচ্ছে মানে লীগ টেবিলের ক্ষেত্রে বলব যেটা আমার খুব পছন্দ নয় যে জায়গাতে যে টিমটা রয়েছে 10 নম্বরে দেখতে পাচ্ছি একটা টিমকে টিমটার নাম ইস্ট বেঙ্গল 12 ম্যাচে 13 পয়েন্ট শেষ পাঁচটা ম্যাচে চারটে জিতেছে একটা হেরেছে একটা ম্যাজিক হয়েছে বলে মনে হয় না হলে কটা ছটা ম্যাচ একবার ক্লারিফাই করছে হেরেছে না হারানো হয়েছে হারানো হয়েছে যাই হোক মানে ওটাই আর কি সার্বিক মানে মোমেন্টামটাকে নষ্ট করা হয়েছিল মাঝখানে ক্রস চিহ্নটা না হলে থাকতো না যেটা তুমি বললে আমি তোমার সাথে একদমই একমত এবং আমি একটা জিনিস দেখি এই ইন্ডিয়ান সুপার লিগের যারা নিচের দিকের দল মানে জামশেদপুর আমি নাম্বার সেভেন থেকে শুরু করবো কারণ টপ সিক্স যারা রয়েছে পাঞ্জাব এই মুহূর্তে ছয় নম্বরে তাদেরকে আমি উপর দিকের দলই ধরছি সাত থেকে আমি যদি 13 অব্দি দেখি জামশেদপুর নর্থ ইস্ট চেন্নাই ইস্ট বেঙ্গল ব্লাস্টার্স হায়দ্রাবাদ এন্ড মহাভার্ডেন স্পোর্টিং এই টিমগুলোর মধ্যে যদি আমি দেখি ইস্ট বেঙ্গল হচ্ছে একমাত্র দল যাদের শেষ পাঁচটা ম্যাচে সবথেকে বেশি জয় জামশেদপুর শেষ পাঁচটা ম্যাচে তিনটে হেরেছে দুটো জয় দুটো জিতেছে নর্থ ইস্ট দুটো হেরেছে একটা ড্র তারপরে যদি দেখি চেন্নাই চারটে হেরেছে একটা জয় কেরালা ব্লাস্টার্স কে যদি দেখি চারটে হেরেছে একটা জয় হায়দ্রাবাদ চারটে হেরেছে একটা জয় মহাভার স্পোর্টিং চারটে হেরেছে একটা ড্র এবং ইস্ট বেঙ্গল একমাত্র নিচের দিকে এই মুহূর্তে থাকা টিমদের মধ্যে যারা সুপার সিক্স এর নিচে আছে টপ সিক্স এর নিচে রয়েছে একমাত্র দল যারা চারটে জিতেছে একটা হেরেছে অনক অনকের কাছে আমি যাব তার আগে আমি অর্ণব এসছে আমি অর্ণবের কাছেও যাব একটু তারপরে এই কথাটা আমি মেইনলি প্রশ্নটা আমার অনকের কাছে যে অনক আমরা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে আলোচনা করেছি সবকিছু নিয়ে এই যে চারটে জয় এবং একটা হার যেটা সাগ্নিক বলল ওটা আমরা 10 জনে জিততামই বাট আমরা হারতাম না এটুকু আমি বলবো সাগনিকের কথায় ধরে আমরা হয়তো হারতাম না কারণ হয়তো না আমরা হারতাম না আমরা হয়তো জিততাম না যেটাতে আমি হয়তো রাখতে পারি হারে আমি হয়তো রাখতে পারছি না তার কারণ আমরা ড্র করতামই মানে মানে ওই ম্যাচটা আমরা এক এক বলো দুই দুই বলো প্লেয়ারদের ভুল হয়েছে আমরা গোল কি আমরা 10 জনে হয়ে গেছি সেই জায়গা থেকেও ম্যাচটা আমরা হেরেছি আমি অনকের কাছে ডেফিনেটলি এই প্রশ্নটা অনকের কাছে যে এটা কি ম্যাজিককে আমরা এই জায়গাতে এসছি ম্যাজিক বললে আবার ভয় লাগে ফুটবলিং সেন্সে তো ম্যাজিক বলে কিছু হয় না তো এটা অনকের কাছে প্রশ্ন তার আগে আমি অর্ণবের কাছে একটা ছোট্ট প্রশ্ন অর্ণব ফিরে গেছে বাড়িতে দেখে খুব ভালো লাগছে আশা করি অনেক রাত প্রত্যেকে স্টেডিয়াম থেকে সুস্থভাবে বাড়ি ফিরেছে আমি জানি আজকে আজকে আমরা সেলিব্রেট করছি এবং এই সেলিব্রেশনটা কিন্তু শুধুমাত্র ডিজিটাল যেহেতু ডিজিটালি আমরা কথা বলছি কালকে ব্লগটা দেখে সবাই কমেন্ট করে শেয়ার করে ওখানেই শেষ করব আমরা কিন্তু নেক্সট এক সপ্তাহ বিভিন্ন প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু এগিয়ে যাব সামনের দিকে তার আগে একটা সুপার চ্যাট অর্ণবের প্রশ্নটা আমি করে নিচ্ছি দেবরাজ চক্রবর্তী লিখছেন বা লিখছে দালালের ক্রিয়েটিভ পাস ফ্রি কিক অনেক স্ট্রং করে ভাই আমি একটা কথা বলি ক্রিয়েটিভ পাস দালাল দুর্দান্ত করে এই সিজনেও মানে টপ ফর্মে না থেকেও বেশ কিছু দুর্দান্ত পাস করেছে বাট ফ্রি কিকটা নিয়ে আমি ভাই এটা আমি তোমার সাথে এগ্রি করতে পারলাম না এই ফ্রি কিকটা ক্লেটান অনেক বেটার করছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি লক্ষ্য করে দেখো ফার্স্ট পোস্ট সেকেন্ড পোস্টটা আমি যতটুকু বুঝি আমি খুব খুব খুব একদম মাইনর লেভেলে ছোটবেলায় ফুটবল খেলেছি আমিও প্রচুর গালি খেতাম কারণ পায়ে হয়তো অত জোর ছিল না যে ফার্স্ট পোস্টে তো ভাই মানে বল থাকলে এটা সবসময় ক্লিয়ার হয়ে যায় এটা অনেক হাসছে অনেক বুঝতে পারছে এবং এটা আমরা বারবার বলেছি এবং যে মাদি দালাল ফাস্ট পোস্ট ক্রস করে সেকেন্ড পোস্টে বল রাখতে পারছে না আমরা মাদি দালালের দ্রুত আরোগ্য কামনা করি যেটা আজকে ব্যানার পড়েছিল মাঠে এবং সেই জায়গাতে মাদিতাল তাদের ফিরে আসুক বাট ক্লেটন কিন্তু অনেক বেটার আজকে একটা বল আমি দেখলাম সবাই দেখেছে যারা মাঠে ছিল বা যারা খেলা দেখছিল গিল মেরেছে আকাশে বলটা তখন বলটা নিজে পড়লো না যে ব্রাজিলিয়ান টাচ বলটাকে জাস্ট ধরলো পাশে ড্রপ করলো জিক্সানকে পাস করলো তাইতো রাখিও বলছে হ্যাঁ এনিওয়ে আমি আমি সেটাই বলবো এবং আমি অর্ণবের কাছে অর্ণব এত দূর থেকে এসে জয়টা দেখলে ফিলিংটা তো বলবে অবশ্যই ইনক্লুডিং তার সাথে একটা আমি খেলা নিয়ে প্রশ্ন করব তুমি আই থিংক শেষ তিন মাস সাড়ে তিন মাস ধরে আমাদের লাইভে আসছো এবং আমরা খেলা নিয়ে মোটামুটি খেলার ম্যাচের আগে পরে কথা বলছি তুমি কি একটু মানে তুমি বললে বাকিরাও বুঝতে পারবে এবং সব অনেকে আমাকে কন্টিনিউয়াসলি whatsapp এ ফোন করে যাচ্ছে instagram এ আই এম রিয়েলি সরি আজকে সবাইকে অ্যাড করতে পারছি না ডেফিনেটলি অনেক রাত হয়েছে আর হয়তো 10-15 মিনিট আমরা মানে একটু জ্ঞান দিচ্ছি তো প্রত্যেকে আরো জ্ঞান দেবো 10-15 মিনিট ধরে তারপরে আমার লাইভটা শেষ করবো কারণ আমাকে একটা দুর্দান্ত ম্যাজিক্যাল ব্লগ এডিট করতে হবে আমি যা রেকর্ড করেছি আমার যতটুকু মনে আছে এনিওয়ে আমি অর্ণবের কাছে প্রশ্ন অর্ণব ডেফিনেটলি তুমি এজ এ ফ্যান তোমার গ্যালারি এক্সপেরিয়েন্স ইস্ট বেঙ্গলের জয় সেটা তো ডেফিনেটলি বলবে প্রত্যেকে যারা ইম্পর্টেন্ট আমার মনে আছে তুমি একটা প্লেয়ারকে নিয়ে বারবার বলতে আমারও মনে আছে যে তুমি ডিয়ামান্টাকস কে নিয়ে বলতে যে ডিয়ামান্টাকস এলে এরকম হবে বা ডিয়ামান্টাকস করলে এরকম হবে কিভাবে দেখলে যে ডিয়ামান্টাকস আমার মনে হয় সবচেয়ে দুঃখী প্লেয়ার এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কারণ ও গোল্ডেন বুটের থেকে অনেক দূরে আছে এবং আমার মনে হয় যদি ও ফিট থাকতো প্রথম থেকে যেটা ও থাকতে পারেনি আশা করছি ফিঙ্গারস ক্রসড রেস্ট অফ দা সিজন আজকে ডিয়ামান্ডাকস ওয়াজ 40 টু 45 মিনিটস ফিট মানে যতটুকু আমি শুনেছিলাম ও কন্টিনিউ করেছে ডিমিকে কিরকম দেখলে আমরা স্ট্রাটেজি নিয়ে কথা বলেছি ডেফিনেটলি সবকিছুই বলে ফেলেছি অলরেডি একটু ডিমিকে নিয়ে বলো ডিমির গোলেই আমরা আজকে তিন পয়েন্ট তুলেছি এবং এজ এ ফ্যান তুমি অনেক দূর থেকে মাঠে এসেছিলে এবং কিরকম ফিলিংস এই টিমটাকে নিয়ে তোমার প্রিয় টিম প্রাণের টিম ইস্ট বেঙ্গল কে নিয়ে তোমার কিরকম ফিলিংস একটু ছোট্ট করে বলো দেখো দাদা প্রথম কথা হচ্ছে দূর থেকে যাই স্বাভাবিকই মানে ফেরাটা মানে হাসিমুখেই ফেরাটা সবারই একটা এক্সপেক্টেশন থাকে যে হাসিমুখে যেন ফিরতে পারে তো আমরা প্রিয় দলকে সাপোর্ট করতে যাই এটা তো একটা আমাদের নিজেদেরও একটা দায়বদ্ধতা আমরা যতই দূরে থাকি না কেন আমাদের যদি পসিবিলিটিস থাকে মাঠে গিয়ে খেলা দেখা অর্ণব কি বললে তুমি আমি শুনতে পেলাম না আরেকবার বলো এটা আমাদের এটা আমাদের একটা দায়বদ্ধতা মানে এটা আমি মনে করছি দায়বদ্ধতা কি বলুন দায়বদ্ধতা সবাই শুনতে পেয়েছো সবাই শুনতে পেয়েছো এখন যারা দেখছো বা পরে যারা দেখবে দায়বদ্ধতা মানে আজকে 16000 ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং এটেন্ডেন্স আমি বলে দিলাম সুড বি মোর দেন 20000 এটলিস্ট আমি তোমাদের কালকেও বলেছি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি মোহনবাগান গ্যালারি দিকে যখন ভিডিও বানাতাম কিছু অসভ্য লোকেদের জন্য সবাই অসভ্য নয় হয়তো 70% লোকজন ভদ্র 30% একদমই অসভ্য তো তাদের জন্য যাই না তিনটে ম্যাচে মোহনবাগান 60 করেছিল যেটা আর্কডাক ম্যাচে আমরা করতে চলেছি এবং 6 তারিখ 28 তারিখ রেজাল্টটাকে আমি এখন না ধরেই বলছি যেটা পজিটিভ ধরেই বলছি যেটা অর্ণব বলল দায়বদ্ধতা মানে আমি এটা বলছি না তোমার অফিস ছেড়ে চলে যাবে বা ফ্যামিলি ছেড়ে চলে যাবে সবকিছুকে ম্যানেজ করে আমার মনে হয় এটলিস্ট 25000 আজকে পারতো বাকি 10000 স্যাটারডে নাইটে ক্যাফে আর পাবে বসেছিল তারা অনেকেই লাইভে দেখছে আর আমি বলেছিলাম যে কালকে 20 25 হাজার দর্শক না হলে সেলফি তুলবো না আমি একজনের সাথেই তুলেছি সেলফি পাঁচ বছর বয়সী একজন সমর্থকের সাথে আমি প্রত্যেককে বলেছি আমি তুলবো না এটেন্ডেন্সটা দেখার পর না আমি বলেছিলাম এটা অনব তোমার মনে আছে তো কালকে আমি তুলবো না সেলফি কারণ আমি ভাই তুলবো না কারণ আমি সমর্থক কন্টেন্ট এটা ডিফারেন্ট মাঠে আসো কবে আসবে কবে বলো অর্ণব বলো হ্যাঁ তো দেখো হ্যাঁ ওটাই মানে পসিবিলিটিস থাকলে মাঠে আসাটা জরুরি কারণ দেখো একটা টিমের ডাউনফল চলছিল এতদিন তখন আমরা সেটাকে মেনে নিতে পারি যে হ্যাঁ দর্শক হচ্ছে না কারণ তারা খুশি নয় খেলা দেখে কিন্তু যখন একটা টিমের একটা সাডেনলি চেঞ্জেস এসেছে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে টিমটা একটু ওপরের দিকে যাচ্ছে বা খেলার মধ্যেও সেটা রিফ্লেক্ট হচ্ছে মাঠেও হচ্ছে সেটা তো এক্ষেত্রে সাপোর্টারদেরও একটা ইয়ে থাকে যে আপনারা আসুন দেখুন খেলা নো ডাউট তো ভালোই খেলছে ইস্ট বেঙ্গল খারাপ তো খেলছে না জিতছে ও ইভেন কিছু ম্যাচ মাঝখানে একটা ম্যাচ তো আপনারা সবাই জানেন কি কারণে হয়েছে কি হয়েছে তো বাকি আমাদের তো জয়ের ধারা তো চলছে এমন তো নয় যে আমরা হারছি রেগুলার তো যাই হোক খেলা দেখতে আগে এসে তো আমার ভালোই লেগেছে আমি এটা অ্যাড করবো আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করে আচ্ছা তুমি বললে লাস্টে ম্যাচগুলো কি কারণে হয়েছে এটা আমার আমার বক্তব্য নয় এটার দায়িত্ব যিনি বলেছেন তার বক্তব্যটাই আমি একবার রিপিট করে দিচ্ছি লাইভেই বলেছেন আমার চ্যানেলে মিস্টার রঞ্জিত বাজাজ রেস্পেক্টেবল মিস্টার রঞ্জিত বাজাজ উনি বলেছেন দেয়ার সাম ফিক্স থিংস এন্ড অল দ্যাট না ইন স্টাফস এন্ড অল দ্যাট শাকিব নিশ্চয়ই দেখেছে লাইভটা অনবও দেখেছে অনব ছিল না সেদিনকে দেয়ার সাম থিংস মানে যেটা আমি পুরোটা বলতে পারছি না তো যে জিক্সসান কতটা খুশি ছিল গোল করার পরে তারপরে জিক্সসনকে যেভাবে আটকে দেওয়া হলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে নাকি সাম ফিক্স থিংস ইন ইন্ডিয়ান সুপার লিগ যেটা উনি বলেছেন উনার বক্তব্য এটা আমার বক্তব্য নয় উনার বক্তব্যের দায়িত্ব ডেফিনেটলি উনি নেবেন এন্ড সেই জায়গাতে দাঁড়িয়ে অর্ণব আমি একটা কথা বলি আমি আমি ট্রেভার জান্স মর্গান যখন ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন তখন থেকে না আমি টানা মাঠে আছি টানা টানা মানে টানা মানে আমি যাচ্ছি মানে যেভাবেই হোক মরি কি পরি যখন মানে ছাড়ছে না অফিস থেকে আমি পালিয়ে যাচ্ছি যাই হোক সেসব দিনের কথা এবং আমি আজকে বলি ইস্ট বেঙ্গল সমর্থকদের এটলিস্ট আজকে 25000 লোক করা উচিত ছিল তুমি অর্ণব যেখান থেকে এসছো না আজকে তোমার তোমার মত আজকে 100 জন মাঠে এসছে এবং আমি জানি যারা বেলেঘাটা কসবা রুবিতে থাকে তারা বাড়িতে বসে খেলা দেখেছে কেন তাদের তাদের মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে ইস্ট বেঙ্গল গোল করবে সেই ভিডিওটা ডাউনলোড করবো আর ফেসবুকে আমার চ্যানেল মানে ওই যাই থাকুক সেটা রিচ বাড়াবে এবং আমি একটা কথা বলছি আমি এত জ্ঞান দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয় ভাই আমি সমর্থক হিসেবে জ্ঞান দিচ্ছি আমি স্টিফেনের সময় 4000 লোক হয়েছিল বিটুতে আমরা একটা জায়গাতে বসেছিলাম 50 টা লোক ছিল পুরো বিটুতে 700 800 লোক ছিল পুরো গ্যালারিতে 4000 সামথিং লোক ছিল সেই ম্যাচেও আমি মাঠে ছিলাম বাট যারা মাঠে আসতে পারছে না কোন কারণে তাদের ব্যাপারটা যারা অকারণে আসছে না আর যারা বলছে ইস্ট বেঙ্গল পারছে না না এটা আমার ক্ষোভটা আজকে আমি উগড়ে দিলাম তাদের উপরে আজকে শনিবার ওই দুর্দান্ত কামব্যাকের পরে 16000 লোক 16000ই অনেকের উপরে যায় সবকা বাপ হে ইস্ট বেঙ্গল না 16000 এর আওয়াজটাই 30000 এর মতো 9000 এর আওয়াজটাই আমাদের 20000 এর মতো অবশ্যই আমাদের ওই হাতে মশাল বুকে বারুদ এটা শুধু কথায় নয় এটা আমার টিম বলে বলছি না আমি মোহনবাগান মহাগার্ডান প্রত্যেকটা গ্যালারিতে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর গেছি বিশ্বাস করো তার আগে কোন গ্যালারিতে আমি যাইনি মানে কোনদিনও আমি ইস্ট বেঙ্গল ছাড়া আর ইন্ডিয়ার খেলা ছাড়া কোনদিনও যাইনি এজ এ কন্টেন্ট ক্রিয়েট আমি গেছি আমি মোহনবাগানের মধ্যেও ম্যাডনেস দেখেছি আমি মহাবাগানের মধ্যেও ম্যাডনেস দেখেছি বাট মানে দিনের পর দিন হেরে যাওয়ার পরে ইস্ট বেঙ্গল সমর্থকদের যে পাগলামি আমি দেখেছি মোহনবাগানের তো আমি জিত বেশি গিয়ে দেখেছি মাঠে গিয়ে মানে জিতছে চেয়ে বেশি হারও দেখেছি মোহনবাগান পাঁচ গোল খেয়েছে পাঁচ দুই উড়িসার কাছে এফসি কাপে হেরেছে সেটাও দেখেছি বাট ইস্ট বেঙ্গল সমর্থকদের হাঁটতে হাঁটতে যে ম্যাডনেসটা কন্টিনিউয়াসলি যে প্রসেস হারের প্রসেস দিনের পর দিন এটা আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর তো আজকে হয়েছি বা আজকে ভিডিও বানাচ্ছি আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইস্ট বেঙ্গলের মাঠে কোনদিনও যাই না আমি ইস্ট বেঙ্গল মাঠে যাই এজ এ সমর্থক তো আমি সেটাই বলব এই অন্য দের মত যারাই রয়েছেন বা যারা রয়েছো বা যারা রয়েছিস প্লিজ মাঠে আসুন 6 তারিখ এটলিস্ট এটলিস্ট 6 তারিখ যেন এটার থেকে বেটার জায়গায় যায় আমি অর্ণবের কাছে আরেকটা জায়গায় নিয়ে ফিরে যাব অর্ণব এই আনোয়ার নিয়ে তুমি নিশ্চয়ই দেখেছো আমি সাগ্নিক কেও বলতে বলবো যে আমি অনেকে বলে আমি প্রচুর ওভার হাইপ করি ওভার হাইপ করি প্লেয়ারদের জিক্সসান কে নিয়েও করেছি তার দুটো কারণ আমি তোমাদেরকে দুটো পয়েন্ট বলে দেবো আমি সাগ্নিক আর অর্ণব বলবে তারপরে রাখিও বলবে অনবও বলবে প্রত্যেকেই বলবে বা যারা তোমরা দেখছো তোমরা কমেন্টটাও বলবে প্রথম কথা দুটো কারণে আমি ওভারাইভ করেছিলাম বিকজ ইস্ট বেঙ্গলের একটা মিথ তৈরি করার চেষ্টা করেছিল একটা দেয়ার আর সাম ডট ডট পিআর এজেন্সিস যারা যে ইস্ট বেঙ্গলে ভাই বেঙ্গলে ন্যাশনাল টিমে খেলা ফার্স্ট টিম খেলা প্লেয়ার আসবে না সেটাকে ভেঙে গুড়িয়ে আমরা দিয়েছি সেই জন্য আমি একটু ওভারাইড করেছিলাম পারফরমেন্স ওয়াইজ আই ওয়াজ নট এট অল হ্যাপি জিক্সসনের পারফরমেন্স আমি ছিলাম না তিন চারটে ম্যাচে আনোয়ারের পারফরমেন্স ওয়াজ ওকে ওকে টিল আমি বলবো এএফসি চ্যালেঞ্জ লিগ আফটার দ্যাট এই মুহূর্তে আনোয়ার মানে দুর্দান্ত খেলছে জিক্সান ভালো জায়গায় আছে অর্ণব কিভাবে দেখছো এই চেঞ্জটা এটা অনবকেও বলবো আমি আমি বলব অর্ণবের পরে আমাদের একমাত্র এই মুহূর্তে লেডি জয়েন করে রয়েছে সে বলবে অর্ণবের পরে তারপরে সাধনিক এবং অনক সবাই বলবে এই এই জায়গাতে দাঁড়িয়ে এই পারফরমেন্সের পরে আন্ডার অস্কার মানে আমাদের কি পরবর্তীতে লাইক টপ প্লেয়ার আমি কোন প্লেয়ারের নাম নেব না কারণ দেয়ার আর সাম থিংস মানে প্ল্যানিংস থিংস না আর সাম প্ল্যানিংস তো সেগুলো আমি এখন কথা বলবো না তুমি এই জায়গাটাতে কিভাবে দেখছো জিক্সসন কে কি এবং মিস্টার রঞ্জিত বাজাও বলেছে জিক্সসন আনোয়ার অনেক ছোট থেকে খেলছে এবং আজকে কিন্তু জিক্সসন ওর পিকের ধারে কাছে ছিল না আনোয়ার ওর বেস্ট জায়গায় ছিল আনোয়ার একটা শট মেরেছে অনেক উপর থেকে গেছে ওটা ওর কাজ না ও প্রথমে খেলছিল সিডিএম তারপর খেললো রাইট ব্যাক এটাই আনোয়ার অর্ণব বলো তারপরে রাখি বলবে তারপরে সাধনি অনক্ত বলছে বলো হ্যাঁ দেখো আনোয়ার আলী নিয়ে একটাই বলতে পারবো হি ইজ এ ভার্সেটাইল প্লেয়ার তাই জন্য ও যেহেতু এত সুন্দর ওকে কোচ বুঝেছেন যে ওকে আনোয়ার আলীকে মানে মোটামুটি সবকটা পজিশন খেলানো যেতে পারে কারণ ওর টেকনিক্যাল এবিলিটিস সেরকম জায়গারই কারণ ও নিজেকে সেইভাবেই তৈরি করেছে তাই জন্য একটা প্রপার সেন্টার ব্যাক হয়ে ও ঠিক আছে মানছি সিডিএম খেলে দিচ্ছে বা রাইট ব্যাক খেলে দিচ্ছে টিমের খাতিরে টিমের স্বার্থে কিন্তু এমন নয় যে মেক শিট ও যেটা খেলছে না মানে ফাস্ট ইলেভেনের সিডিএম বা রাইট ব্যাক কেও রিপ্লেস করে দেওয়ার মতই খেলা যেটা ওর ন্যাচারাল পজিশন নয় এই জন্যই আনোয়ার আলীকে আমরা এতটা ডিফেন্ড করছি বা আমাদের মানে আমরা বলবো এটা কথাটা বলা হয়তো ভুল হবে গোটা দেশের লোক দেখতে পাচ্ছে সেটা তো আনোয়ার এটাই আনোয়ার আলী এটাই আমি বলতে পারি আর কোথাও সুখ অন্ন কোথাও ব্যথা গভীর ব্যথা মলম নেই সেই ব্যথায় কি বলবো সে যে ব্যথা কি যে ব্যথা কি বলবো সে যে ব্যথা কি যে ব্যথা বলো অর্ণব হ্যাঁ তো কোচ বুঝে গেছেন যে আনোয়ার আলীর ফাস্ট টাচ বলো আনোয়ার আলীর কাভারিং বলো শিল্ডিং বলো যাই বলো উনি বুঝে গেছেন যে এই ছেলেটা একমাত্র মানে ইন্ডিয়ান আমি কাউকে ছোট করছি না বাট ইন্ডিয়ান স্কোয়াড আমাদের যা আছে তার মধ্যে সবথেকে বেশি ইউটিলাইজ করা যাবে এই প্লেয়ারটাকে দিয়ে তাই জন্যই কোচ এসিএল এ আমরা দেখেছি রাইট ব্যাক খেলাতে এখন জিক্সসনের অপোজিট মানে যখন জিপসন এবসেন্ট ছিল জিক্সসন তখন ওকে সিডিএম হিসেবে ইউজ করল প্রথম ম্যাচটা কিছুটা ফার্মেল করলো আজকে যখন ও প্রথম থেকে খেলছিল সিডিএম অসাধারণ মানে এটা এটাই তো একটা প্লেয়ারের কাজ যে ওকে যে দায়িত্বটা দেয়া হচ্ছে ওটা ভালো করে পালন করবে আর সেইভাবেই ও নিজেকে তৈরি করছে সবার মধ্যে এই জিনিসটা থাকে না তো আনোয়ার আলী ফরচুনেটলি আনোয়ার আলী আমাদের প্লেয়ার এখন আনোয়ার আলীকে আমরা সবসময় প্রোটেক্ট করবো এটা আমাদের দায়িত্ব যতদিন থাকবে ইস্ট বেঙ্গলে এটা এটা আমি এইটুকু বলতে পারি আর জিক্সসান সিং জিক্সসন সিং আজকে একটু অফ গেছে হতে পারে যে আগের ম্যাচে একটা ওর যে রেড কার্ডের ব্যাপারটা ছিল না ওটা হয়তো ওর নিজের মেন্টালিটির উপর একটা প্রেসার তো পড়ে কারণ অসাধারণ একটা খেলতে খেলতে এরকম একটা ভুলভাল এর জন্য কার্ড সেটা একটা হতে পারে তার মেন্টাল কোন হয়তো নেক্সট ম্যাচে জিকক্সন সিমাও ব্যাক করবে এটুকু বিশ্বাস তো আছে এবার দেখা যাক এবার বাকিরা বলবে তারপর আমি অনককে বলবো অন আমি এই মুহূর্তে একটা আমি কোন চ্যানেলের নাম বলবো না খুব বিখ্যাত থাম্বনেইলে থাম্বনেইল বানিয়ে থাম্বনেইলটা পুরোটা বলে সবাই বুঝে যাবে থাম্বনেইলটা পুরোটা বলবো না যে আনোয়ার আলী কেন সেরা সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়েছে ঠিক আছে আমার মনে হয় অন তাদের অনেক কোশ্চেন মার্ক ছিল যখন আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে আসবে তুমি বুঝতে পারছো আমি কাদের কথা বলছি যে আনোয়ার আলী সেরা বলে তারা লিখছে এখন এনিওয়ে ডেফিনেটলি রাখি যদি এভেলেবেল থাকো তাহলে আমি তোমার কাছে যাব দেন আমি সাগ্নিক এবং অনের কাছে যাব রাখি তোমার কাছে ডেফিনেটলি আমার যেটা প্রশ্ন ডেফিনেটলি তুমি আরো চেষ্টা করবে মাঠে আসার এবং এই যে কালচারটা যে ডেভেলপ হয়েছে যে আমি আমি যখন ছোটবেলায় মাঠে যেতাম তখন মেয়েরা খুব একটা মাঠে আসতো না এখন মেয়েরা মাঠে আসছে উইথ ফ্যামিলি বন্ধুদের সাথে গ্রেট থিং তোমার কাছে যেটা আমার প্রশ্ন এই যে আনোয়ার এর নিয়ে আমি করবো তোমার সাথে যেদিনকে আমার দেখা হয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাবে তোমার বন্ধু ওরা সবাই ছিল আমি গেছিলাম ক্লাবে আমি খুব সেদিনকে চাপে ছিলাম তার কারণ সেদিনকে আমি শুনতে পাচ্ছিলাম যে ভারতবর্ষের সেরা ডিফেন্ডার যখন তখন তো সন্দেশ ঝিঙ্গান কেওকে আমি সেরা লেভেলেই রাখি আনোয়ার সন্দেশ ঝিঙ্গানকে আমি মনে করি এখানে কমেন্ট করে বিভিন্ন লোকেরা লিখে দিচ্ছে যে আমি কোথা থেকে পড়েছি যাই হোক জি তুই একটু চুপ কর তো আমি তোমার কাছে একটা প্রশ্ন যে আনোয়ারের এই যে উত্থান আনোয়ারের এই যে দেখছো এই আনোয়ার আনোয়ার এবং তোমারও মনে আছে যেদিন আনোয়ার এয়ারপোর্টে আসে তুমি আমি তোমাকে আমার লাইভে নিয়েছিলাম তুমি আনোয়ারের খেলা ডেফিনেটলি দেখেছো কি লাগছে এই প্লেয়ারটাকে কারণ তুমি উল্টো দিকে নিশ্চয়ই শুনতে পেয়েছো যে আনোয়ারকে নিয়ে অনেক দুঃখ হতাশা ফ্রাস্ট্রেশন ব্যথা এই যে ব্যথা কি যে ব্যথা আহা বলো বলো বলো বলো হ্যাঁ মানে প্রথমে তো খারাপ লেগেছিল যখনই বলছিল যে খেলতে দেবে না কেন খুশি হচ্ছে রাখি এক সেকেন্ড রাখি এক সেকেন্ড হ্যাঁ একটু ইন্টারাপ্ট করলাম খুশি হচ্ছে এই যে কি যে ব্যথা বলেছি খুব খুশি হচ্ছে হ্যাঁ বলো রাখি বলো সরি বলো বলো বলো আরে না না ঠিক আছে ঠিক আছে একটু হাসছে তো হাসারই কথা বলেছে তাই জন্য হাসছে না একটু মুশকিল তো ওটাই মানে তারপর থেকে যে আনোয়ার কন্টিনিউয়াসলি খেলছে আর আজকে আনোয়ারকে আমি ফার্স্ট আই থিংক মাঠে খেলতে দেখেছি হ্যাঁ মানে আমার সামনে ওকে ফার্স্ট খেলতে দেখেছি তো অবভিয়াসলি আমি মানে আমি এক্সপেক্ট করেছিলাম তুমি যাকে আনতে গেছিলে তার আনার সময় লাইভে ছিলাম আজকে আমি তাকে খেলতে দেখছি রিয়ালিস্টিক ব্যাপার কাজ করেছে তবে আজকে আরেকজনকেও আমি ভীষণ ভাবে কি বলবো এপ্রিশিয়েট করা উচিত কারণ কি সে মনে হয় জান প্রাণ দিয়ে খেলছিল আজকে মানে সব থেকে বেশি টিমের মধ্যে খেলছিল আমাদের মানে বিষ্ণু যে কি খেলছে মানে ভগবান জানে ওর মধ্যে কোন বিষ্ণু 2 এসছে না 3 আমি জানিনা মানে বিষ্ণু আমার থেকে বড় হলো মনে হয় আমি ওকে প্রপোজ করে দিতাম গ্যারান্টি ও কি শুরু করেছে বেঙ্গলি স্পোর্টস ব্লগে কিন্তু ফিমেল ফ্যানদের থেকে প্রপোজাল চলে আসছে বিষ্ণুর বিষ্ণুকে কিন্তু এইগুলোকে ইগনোর করতে হবে এই রাখিদের প্রপোজাল গুলোকে ইগনোর করে 11 তারিখ জাল নাড়াতে হবে জাল নাড়াতে হবে তারপরে বিষ্ণু বিষ্ণু চিৎকার আমি করবো বলো রাখি হবে দেখা যাবে নাকি মানে না এসব বলা যাবে না শোনো বিষ্ণু আর সৌভিক দাদা খেলতে শুরু করেছে আর সৌভিক দা আমাদের পাড়াচ্ছিল মহানগরের ছেলে সো আমরা এমনি হ্যাঁ এবার মানে ব্যাপারটা ওরকমই হয়ে গেছে এই যে সবাই বলে সব তোর বাবারা মোহনবাগান তুই কেন ইস্ট বেঙ্গল তো বাবারা কেন মোহনবাগান বাবারা তো বাঙাল ওদের ওই হিসাব মতো ইস্ট বেঙ্গল হওয়া উচিত এই ভালোবাসাটা যদি থাকে আই থিংক বাংলার ফুটবল ততদিনই বেঁচে থাকবে যতদিন রাইভেলেরির সাথে এতটা ভালোবাসাও থাকবে আদারওয়াইজ বাংলার ফুটবলকে আরো টপ ফর্মে নিয়ে যেতে গেলে আরো ইনভল্ভ হতে হবে লোকজনকে এন্ড হ্যাঁ আমি অফিস না থাকলে ডেফিনেটলি মাঠে যাব মানে আমার কোন অপশন নেই অফিস ছাড়া আর ততদিনে যদি আনোয়ার আলী আরো ভালো খেলে ডেফিনেটলি এবং তুমি যেটা বললে যে তোমার বাড়িতে সবাই বাঙাল এবং সবাই মানে মোহনবাগান সমর্থক আমি এটা শুনে খুব দুঃখিত আমি মানে এরকম অনেকে আছে আমি চিনি এবং তুমি যে ইস্ট বেঙ্গল এবং পরবর্তীতে যে তুমি মানে নেক্সট জেনারেশন আসবে তারা যেন ইস্ট বেঙ্গল হয় এবং সেকেন্ড ওকে ইন্টারাপ্ট ইন্টারাপ্ট আমি ফার্স্ট জেনারেশন ইস্ট বেঙ্গলের আমার মা ইস্ট বেঙ্গল আমিও ইস্ট বেঙ্গল একদম একদম একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদ বার্ছিল না খেলা শুরু হচ্ছে আশা করি আজকে অ্যাথলেটিকো মাদ্রিদ ভালো খেলবে এনিওয়ে তুমি যেটা বলছিলে তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি আমাকে যখন প্রথম দেখা হয়েছিলে দেখা হয়েছিল তুমি বলেছিলে অভিষেক হাসছে অ্যাথলেটিকো মাদ্রিদ ভালোই খেলবে তো অবশ্যই তুমি এটাই তো এটাই মানে আমার আমার দেখা সবচেয়ে বড় যাকে আমি মনে করি যে বাঙাল হিসেবে মোহনবাগান কট্টর সেটা হচ্ছে বাবলু ভট্চার্জ সুব্রত ভট্চার্জ আমরা প্রত্যেকে রেস্পেক্টেবল মিস্টার সুব্রত ভর্চা মানে ইন্ডিয়ান ফুটবলের লেজেন্ড আমি খুব ইন্ডিভিজুয়ালি উনার একদম খেলা পছন্দ করি এবং যেটা আমি যে প্রশ্নটা আমি করা যায় না ওদের সবচেয়ে বড় হোক না কেন ওদের সবচেয়ে বড় যে লেজেন্ড পুষ্টপাল তিনিও বাঙাল হুম এটা কিছু কিছু রয়েছে তারা মোহনবাগান হলেও তাদেরকে ডিসরেস্পেক্ট করতে পারবে না কারণ কি তারা সেই জায়গাটা নিজেরা বানিয়েছে না মোহনবাগানকে আমরা ডিসরেস্পেক্ট করবো না যেখানেই আমরা কোনদিনও আমরা কোনদিনও মোহনমানকে ডিসরেস্পেক্ট করি না ডিসরেস্পেক্ট তাদের উচিত সাপোর্টার আমরাও ইস্ট বেঙ্গলের সাপোর্টার দেখো দেখো তনুশ্রী তাদের দিকেই তাদের দিকেই ছুড়ে দেওয়া যায় যারা দুটো জিনিস হতে পারে যারা ডিসরেস্পেক্ট আমার দিকে ছুড়ে দিচ্ছে বা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে তাদেরকে আমরা ব্যাক করছি অর যারা ডিসরেস্পেক্ট ডিজার্ভ করে না এর দুটোর বাইরে আমার মনে হয় না আজকে যে এই যে অভিষেক একটা জায়গাতে বলছিল যে কি যেন বলল আমি এক্সাক্টলি মনে নেই ছাপড়ি ঠাপড়ি বলল হ্যাঁ কাইন্ড অফ থিংস আর তো রাইট ম্যান মানে ভাই তুমি দিয়ামান টাগোস কে বলছো ভাই যে গোল্ডেন বুট নিয়ে এসছে তাকে ভাই দিনের পর দিন ছোট করছো ভাই ছোট করো না ভাই কারমা আছে ভাই বা পায়ে হাঁটতে হাঁটতে ঠেললো হি ওয়াজ নট ফুললি ফিট মানে আই ওয়াজ সারপ্রাইজ যে ও স্টার্ট করেছে এনিওয়ে আমি যেটা আমার যেটা কথা ছিল যেটা সাধনিক আর অনকের উত্তর দেওয়ার এবারে টাইম হয়েছে এবারে প্রথমে আমি আমি সাগ্নিকের কাছে যাই তারপরে অনকের কাছে যাব অভিষেকের কাছেও বলবো অভিষেক অভিষেক যারা বলবে তুই বল সাগ্নিক তারপর অভিষেক বলছি না আমি ওর কথা দিয়ে আমি একটা পয়েন্ট শুধু সাগ্নিক আমাকে একটা পয়েন্ট শুধু সিওর সিওর সিওর আরাম আরাম দেখো যারা অরিজিনাল মোহনবাগান সাপোর্টার না আমার নিজের আমি একটা জিনিস বলি আমার নিজের শ্বশুর মশাইও বাঙাল ঠিক আছে কিন্তু ডাই হার্ট মোহনবাগান ফ্যান আমার নিজের শ্বশুর মশাই বাঙাল কিন্তু ডাই হার্ট মোহনবাগান ফ্যান তাদের মুখ দিয়ে কোনদিন আমি ইস্ট বেঙ্গলের বিষয়ে না দেখো ডার্বিতে আমার আর আমার শ্বশুর মশাইরের মধ্যে ঝগড়া হয় ঠিক আছে ঝগড়া তো হবেই এটা তো ডার্বি মানে আমার বাবার সাথে হয় মানে ইস্ট বেঙ্গল আর যখন লাস্ট ডার্বিটা ফেব্রুয়ারিতে হেরেছিল মানে ইস্ট বেঙ্গল জিতেছিল আমরা বহুদিন বাদে জিতেছিলাম আমার মা ছিলি চিকেন রান্না করে বাবাকে বলেছিল খাও ইস্ট বেঙ্গল জিতেছে তোমরা হেরেছো তাই খাও এরকম হয় আমার বাড়িতে সিচুয়েশন কোন আইডিয়া নেই তো এরকম দেখো দ্যাট রিয়েল মোহনবাগান সম্পর্ক না আমি আই এম টকিং এবাউট মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নট দা ফ্র্যাঞ্চাইজ ক্লাব নোন এজ সুপার জায়েন্টস তো অভিষেক অভিষেক অভিষেক অভিষেক অভিষেক না আমি বলছি তারা তারা তারা কোনদিন মানে তারা এই রাইভালিটা জানে এবং তারা এই রাইভালরির সম্মান দেয় হতে পারে যে দেখো মাঠের মধ্যে থাকলে দুটো ফ্যান বেসের দুটো গ্যালারিতে গাড়ি গালজ হবেই এইটা হবেই কিন্তু তা বলে তারা কিন্তু মানে ডিসরেস্পেক্টফুল কোন অ্যাটিটিউড দেখে না যেটা এখনকার দিনের ওই মানে ফ্র্যাঞ্চাইজ সাপোর্টার যেটা আছে না কিছু ফ্র্যাঞ্চাইজ সাপোর্টার যেগুলোকে পয়সা দিয়ে কেটে ফ্র্যাঞ্চাইজ সাপোর্টার তো ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে ত্যাগ যারা রিয়েল মোহনবাগান সাপোর্টার তারা মানে এক্সাক্টলি মানে যাদেরকে আমরা চিনি মানে তাদের মধ্যে খেলা নিয়ে কথা কাটাকাটি সবার মধ্যে হয় এগেন্স্ট টিম থাকলেও সে ব্রাজিল আর্জেন্টিনাতেও হয় বাট ওটাই ব্যাপারটা ডিসরেস্পেক্টটা তাই হবে তুমি ব্রাজিল না ব্রাজিল তাই জন্যেই আমার ফেভারিট ক্যাপ্টেন যাই হোক এনিওয়ে তো আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হোক এটাই আমার ক্যাপ্টেন হতে পারে আমরা আবার 2026 ওয়ার্ল্ড কাপও জিতবো তার জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা অন্য ব্যাপার আগে আগে তার আগে আমার চ্যালেঞ্জ লীগটা চলে আসুক ঘরে তাহলেই হবে ইস্ট বেঙ্গলে যেহেতু আমরা টপিকে আছি ডেফিনেটলি ব্রাজিল আর্জেন্টিনা লড়াই হবে সেখানে তো ফাইভ স্টার আছেই আমাদের সেভেন আপ আমরা ফাইভ স্টার দিয়ে খাই অনেকে সেভেন আপ বলে এনিওয়ে সাগ্নিকের কাছে আমি যাই সাগ্নিক যেটা নিয়ে আমরা বলছিলাম ওটা নিয়ে যদি তোমার কিছু টিপ্পনি করার থাকে করো আমরা তো প্রায় অনেক লাইভে আমি সাধারণভাবে টিপ্পুনি খুব একটা করি না দুটো গ্রুপেও দেখেছি এজ সাচ খুব বেশি টিপ্পনি লাইভে করো লাইভে তোমায় টিপ্পনি করতে হবে আমি দেখো আমরা আমি ছোটবেলা থেকে টিপ্পুনি খেয়েছি ঠিক আছে যে আমরা কি জানি ওপার থেকে এসছি তারপরে যে আমি একটু মানে একটু একটু কনটেক্সটে আসি কেন বলছি যে বাঙালরা অমুক বাঙালরা তমুক আমরা উল্টো ঘটিদেরকে আওয়াজ দেওয়া এই জিনিসটা চলতো ঠিক আছে চলতো চলতো না বলবো না যে বাঙালিদরাও কি সব মানে সাধুপুরুষ বিবেকানন্দর সন্তান তা তো না খারাপ ভালো সব কমিউনিটিতেই আছে আমি কমিউনিটিতে কমিউনিটির দিক থেকে যাচ্ছি না আমাদেরকে আওয়াজ দিতে হবে এসে রিফিউজি হেনা তেনা উদবাসুর উদ্দবাসু ইদানিং কালে যে জিনিসটা খুব ডিসহার্টেনিং জায়গায় একটা চলে গেছে যেটা আমি ইদানিং কালের সাপোর্টারদের মধ্যে খুব বেশি মেবি ডিউ টু সাম পলিটিক্যাল কন্ডিশনস আমি পলিটিক্সের কথা টেনে আনছি না মেবি ডিউ টু সাম পলিটিক্যাল কন্ডিশন যেটা আমি ইদানিং কালের সাপোর্টারদের আমার বন্ধুদেরকেও দেখিনি আমার ধরে 35 ইয়ার্স দাদাও আছে দাও 36 ইয়ার্স দাদা তো আমরা মোটামুটি এখানে প্রায় কম বেশি সবাই আমার বন্ধুদেরকে কোনদিনও দেখিনি ইদানিং কালে মোহনবাগানের একটা সেক্টর অফ সাপোর্টারদেরকে দেখি বলে বাংলাদেশি তো এটা তো সমস্যাটা আছে তাহলে বাংলাদেশকে মানে কিভাবে ইন্ডিয়ান প্রুফ করবো মানে আমার মানে এখন অনেস্টলি বলতে গেলে আমার বাবা 35 বছর ধরে রাষ্ট্রাত্ম ব্যাংকে সার্ভিস দিয়েছে আমার কাকা মানে অনগের বাবা যিনি তিনিও প্রায় 30 বছরের উপর মানে আয়কর দপ্তরে চাকরি করতেন তাকে সার্ভিস দিয়েছেন কমবেশি সবাই দিয়েছেন রেপুটেশনের সাথেই কাজ করেছেন আমিও ধরো মোটামুটি দেশে থাকি একটা বড় সংখ্যক অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স বাংলাদেশিরাটা কোথা থেকে মানে এটা কি লজিক্যালি স্পিক করা নাকি একটা পড়ার ভাগ আমি কাউকে একটা ব্যান্ডের দিয়ে দিলাম বাংলাদেশি ব্যাপারটা আর কি ওরকমই বাংলাদেশি কনসেপ্টটা কোথা থেকে আসছে কিসের জন্য বাংলাদেশি এটা খুব ডিসহার্টেনিং মানে মানে সাধারণভাবে আমি চট করে খুব একটা করি না বাট কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়তো এটা ক্ষেত্রে শুনলে হয়তো আমিও রিএক্ট করে ফেলতে পারি তো এই জায়গাটা একটু মানে মানে বোঝা উচিত যে মানে ঘটি বাংলা অব্দি ঠিক আছে এটা বাংলাদেশী বলে দেওয়া তোরা বাংলাদেশে চলে যা তোরা বাংলাদেশে চলে যা মানে কি মানে এখানে থেকে কি ঘটিরা কি বিশাল তীর মেরে দিয়েছে নাকি বিশাল তো তীর তো বিশাল কিছু মারেনি দেখো এগুলো দেখো মানে এগুলো এই তুমি যেটা নিয়ে বলছিলে না সাগ্নিক এগুলো খুব একটু মানে অশিক্ষিতদের প্রোলাপ এদেরকে নিয়ে আমরা কিছু বলবো না ডেফিনেটলি এবং এখানে রামিজ একটা খুব সুন্দর কমেন্ট করেছে রামিজ একজন মোহনবাগান রামিজ লিখছে সাগ্নিক দা ওগুলো মোহনবাগান ফ্যান না ওগুলো ছ্যাচরা মানে এটা রামিস একজন মোহনবাগান সমর্থক ডেফিনেটলি মানে ও মানে অবশ্যই যেটা লিখেছে ওটাই ওটাই এটার অ্যানসার এর থেকে আর বেটার কোন অ্যানসার হতে পারে না এবং আমরা একদম লাইভ স্ট্রিমের প্রায় শেষ জায়গায় চলে এসছি এই দুর্দান্ত জয় এবং আমরা আপকামিং যে শেষ করব মানে নেক্সট আমাদের ম্যাচ রয়েছে নেক্সট আমাদের ম্যাচ রয়েছে 28 তারিখ এবং সেই ম্যাচে হায়দ্রাবাদের এগেন্স্টে আমাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচ নিয়ে তোমাদের কি এক্সপেক্টেশন আমরা একটু একটু আনোয়ার নিয়ে একটুখানি বলবে টু মিনিট আনোয়ার আনোয়ার নিয়ে অনগো বলবে অনগোয়ার নিয়ে বলি আমি জাস্ট একটু একটু টু মিনিটস দু মিনিটের বেশি আমি নেব না পাঁচ মিনিট আনোয়ারের উত্থানটা হচ্ছে আনোয়ার মেইনলি আন্ডার 17 এর যে টিমটা ওয়ার্ল্ড কাপ খেলেছিল সেখান থেকেও আনোয়ার উঠেছিল তারপরে ও গোয়াতে ছিল হার্টের প্রবলেম হয় ইত্যাদি ইত্যাদি করে তারপরে ইভেনচুয়ালি সুপার জায়েন্টসে আসে ব্যাপারটা কি তুমি যখনই দেখবে না যে যেইসব টিমগুলো খুব ধরো আমরা যখন যে সময় আশিয়ান কাপ জিতেছিলাম না 2003 পিনে বা মোহনবাগানও যে মাঝখানে ভালো খেলেছিল আই লীগের টাইমে বা এই সময় একটা ইন্ডিয়ান প্লেয়ার তার স্ট্যান্ডার্ডটা যদি ফরেনারের মত হয় না সেটা বিশাল এডভান্টেজ হয় আমাদের ছিল যে বাইচুং বাইচুং ওয়াজ এ কাইন্ড অফ এ ফিফথ ফরেনার সেই সময় মুসা ওরকো ইয়ে বাদ দিলে মানে ডগলাস বাদ দিলে হি ওয়াজ দা হ্যাঁ হি ওয়াজ দা মানে হি ওয়াজ ফোর্থ ফরেনার আনোয়ার ইজ ফরেনার টু আস আনোয়ার থাকাতে টিমের সুবিধাটা কি হচ্ছে আনোয়ার এতটাই ভার্সেস আনোয়ার মেইনলি ডিফেন্সিভ মিডফিল্ড কতটা হবে জানিনা ও মেইনলি আগে রাইট ব্যাকই খেলতো কিন্তু তারপরে কনভার্টেড সেন্টার ব্যাক খেল কিন্তু আগে রাইট ব্যাক ছিল যদি তোমাদের মনে থাকে আনোয়ার এই পজিশনসটাকে খেলা মানে অনেকগুলো পজিশন কভার করাতে কি হয় অস্কার না অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে পারে এক্সপেরিমেন্টের জায়গা থাকে এরকম একটা প্লেয়ার থাকলে টিমে যাকে তুমি অনেক জায়গাতে ফিট করে দিতে পারো যে তুমি অনেক সময় কি করলে কোচ থ্রি খেললেও একটা ইনভার্টেড রাইট ব্যাক খেলালে কোন ম্যাচে ডিফেন্ডারকে একটু এগিয়ে মিডফিল্ডে করে দিলে দেখবে অস্কার এই অনেকগুলো জিনিস নিয়ে না আর ও তো অনেকটা শিক্ষিত কোচ ও এই জিনিসগুলোকে নিয়ে আই থিংক ও পড়াশোনা করে এবং এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে আনোয়ার থাকলে দিস ইজ এডেড এডভান্টেজ এরকম একটা প্লেয়ার যে একটা ফোর্থ ফরেনারের কাজটা করে দিতে পারছে তুমি অনেকটা কনফিডেন্স পাবে ইস্ট বেঙ্গল চাইলে আমি জানিনা পরের সিজনে হয় যেটা ডেম্পো একসময় করতো দুটো ইন্ডিয়ান ডিফেন্ডারদেরকে নিয়ে খেলতো নিয়ে সামনে দুটো স্ট্রাইকার খেলতো ফরেন সেটাও কিন্তু ইস্ট বেঙ্গল চাইলে আনোয়ারকে রেখে পরের বছর একটা ইন্ডিয়ান আরো যদি ভালো ডিফেন্ডারকে রিক্রুট করতে পারে ধরুন সাপোজ আমি আপাতত বলছি সন্দেশ ঝিঙ্গার যদি আনোয়ারের পরে যদি কেউ থাকে সন্দেশ ঝিঙ্গান তাকে যদি আনতে পারে আমরা কিন্তু ফরওয়ার্ড লাইনে অনেক বেশি এফোর্ট করতে পারি সেক্ষেত্রে দালালকে ছাত্রী দালালকে আমরা রেখেও দিলাম নিয়ে একটা ভয়ঙ্কর সামনে একটা কিছু একটা কম্বিনেশন ক্রিয়েট হলো নাও করতে পারে আর আনোয়ারের যেটা ফুটবলিং ওয়াইজ আমি দেখছি এত ভালো বল প্লেয়িং ডিফেন্ডার ইন্ডিয়ান ফুটবলে কিন্তু খুব কম এসেছে লাস্ট ছিল মহেশ গাউলি প্রচন্ড ভালো বল প্লেয়িং ডিফেন্ডার ছিল দীপক মন্ডল কিন্তু অত ভালো বল প্লেইং ছিল না দীপক দীপক মন্ডলের ছিল হচ্ছে মানে ওই আরকি মার্কাটারি প্লেয়ার পায়ে বল পেলে ছাদরা মারবো আর ওভার কি আমি মানে ওই বাইসাইকেল কিক মারবো হেডের বল কিন্তু এত সুন্দর মানে ডিফেন্ডার ক্যান মানে প্লেয়িং ফ্রম দা ব্যাক যে কনসেপ্টটা এখনকার দিনে যেটা অস্কারের সিস্টেমটাকে খুব ফিট করে কারণ ওতো খুব সুন্দর ফ্লুইড ফুটবল খেলায় অস্কার তো এই সিস্টেমটাতে কিন্তু আনোয়ার দারুন ফিট হিজ দা বেস্ট ফিট ফর দিস টিম মানে ওকে নিয়ে ফাস্ট এক্সপেরিমেন্ট করা সেকেন্ড হচ্ছে এত সুন্দর বল প্লেয়িং প্লাস ট্যাকলিং লাস্ট একটা ট্যাকেল ছিল যেটা ওরা গোল আরেকটা হলে গোল হতো যেটা লাস্ট মুহূর্তে গিয়ে আনোয়ার ক্লিয়ার করে দিল হেড ফুট মুভমেন্ট প্লাস বল প্লেয়িং এবিলিটি প্লেইং ফ্রম দা ব্যাক তিনটেই অনবদ্ধ হিজ জাস্ট লাইক গুড ফরেন ডিফেন্ডার গুড এজ এনি ফরেন ডিফেন্ডার আমাদের টিমে এটা একটা অসাধারণ ভাই আমিও প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম যে এই প্লেয়ারটার জন্য অবভিয়াসলি জানোয়ার ভালো প্লেয়ার ছিল যে এর জন্য এত মার দৌড় ঝামেলা করে কোর্ট কাছারি এসবের মধ্যে গিয়ে কি আল্টিমেটলি লাভটা কি হবে ইনিশিয়ালি ছিল কিন্তু বাই যদি দেখি যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় মানে ইট ইজ স্টিল অফ দা সেঞ্চুরি বলবো মানে ইন্ডিয়ান ফুটবল রেস্পেক্টে ওকে আমরা পেয়েছি কারণ ওর কোন এজেন্সি ছিল না নইলে তো মানে কমিটি কোন টিমে ওখানেই থেকে যেত আর আনোয়ারেরও এটার গ্রিডটা ভাবো যেখানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ওকে নিয়ে এত চর্চা লাস্ট কিছু মাসে হয়েছে ওকে সো কলড অত বড় একজন মানে মানে বিজনেসম্যান ইন্ডিয়ার তাকে প্রেস কনফারেন্সে বলছে সুইট কিড মানে ইউ আন্ডারস্ট্যান্ড দা প্রেসার অন হিম যে মানে ও হচ্ছে মানে একদম মানে যারা টপ মোস্ট ইন্ডিয়ার যারা বিজনেসম্যান দোস হু রান দা কান্ট্রি একদম খাতায় কলমে তারা তাকে নিয়ে ওকে নিয়ে আলোচনা করছে মানে ওর উপর কতটা প্রেসার প্রেসার আছে তার জন্য ইনিশিয়াল কিছু ম্যাচেও ফাম্মেল করেছে দুই একটা জায়গাতে রিলেটিভলি তখন তো প্রথম টিমটা যে আমাদের প্রিসিজনে যে কি পিকনিক হয়েছে ভগবানই জানে একমাত্র কুয়াত হয়তো জানে না এখন চলে গেছে কি পিকনিক হয়েছে সেটা জুন জুলাই আগস্ট কি হয়েছে মানে একচুয়ালি প্রিসিজনটা তো আমাদের হয়েছে একচুয়ালি এফসি টা এফসি টা থাকাটা আমাদের ভালো হয়েছে যে এফসিতে আমরা প্রিসিজন হয়েছে প্রিসিজনে ওদেরকে সবাইকে হারিয়েছি আমরা এখন তো প্রোগ্রেস করছি ইটস নাউ প্রোগ্রেশন টাইম উই আর নাউ প্রোগ্রেসিং তো এটাই আর কি আনোয়ার দারুন স্টিল হোপফুলি বাকি ওর যা যা আছে সেগুলো ঠিকঠাক ভাবে মিটে মিটে যাক কারণ ফিফা রুল গুলো দেখুন একবার আস্তে আস্তে আমাদের পেপারে আসছে মানে এটা বোঝাই যাচ্ছে যে আনোয়ারের কেসটা নিয়ে তো মানে ইন্ডিয়ান ফুটবলের অবস্থা সবাই জানে পাঁচ বছরের লোন 10 বছরের লোন যেটা রঞ্জিত বাজার আরেকটা লাইভ স্ট্রিং এ পড়েছিল যে আমি যদি পাঁচ বছরের আগে হট করে সাড়ে চার মাসে এসে 10 বছরের লোন করিয়ে দিই তাহলে কি সেটা হয়তো হয় না ইভেনচুয়ালি ফিফার দিকে গেলে বোঝাই যাবে আনোয়ারের কেসটা কোন দিকে যাচ্ছে বাট অনবদ্ধ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার আনোয়ার ইনফ্যাক্ট বিদেশীর মধ্যেও মানে বিদেশী মেলালেও আনোয়ার ইজ দা বেস্ট প্লেয়ার মানে এরকম কম্পোজার এরকম ট্যাকেল এরকম ম্যাচ রিডিং বল প্লেয়িং ক্যান ফিট ইনটু মাল্টিপল প্লে যেটা অস্কার মানে তার সিস্টেমটাকে চেঞ্জ করতে বা টুইক করতে সুবিধা করে জাস্ট অনবদ্ধ মানে আমি মহেশ গাউলির বিভৎস বড় ফ্যান ছিলাম ইন্ডিয়ান ফুটবলে আমার মনে হয় না মহেশ গাউলির উপর কোন ডিফেন্ডার আমি অন্তত দেখি যেমন বাবলু ভট্চার্জ বা নিমাই গোস্বামীদের তো খেলা আমি একদম আমি ছাগলি তোমার সাথে একমত আমি যখন খেলা দেখি মহেশ গাউলি ডেফিনেটলি স্ট্যান্ড আউট মহেশের পর মহেশের পর মহেশের স্ট্যান্ডার্ডে যদি কারোর যাওয়ার পটেনশিয়াল থাকে সন্দেশ ঝিঙ্গার গৌরমাঙ্গি তারপরে মাঝখানে আরেক আনোয়ার আলী ছিল ইস্ট বেঙ্গলেও গুরুবিন্দার নির্মল ছেত্রী নেত্রী খেলেছে ঠিক আছে ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে বাট মহেশ গাউলি ওই বেঞ্চমার্কটার পর মানে মানে ডেম্পোর সাথে অত আই লীগ ইস্ট বেঙ্গলের সাথে এনএফএল বা লীগ তারপরে আশিয়ান কাপ মানে মহেশের তো ঘরের ট্রফির জায়গা নেই এবং সবকটাতেই ওর বিভৎস কন্ট্রিবিউশন ছিল মহেশের আশিয়ান জেতা কি ডেম্পোর ডেম্প সাকসেসফুল টিমের মেম্বার হিজ বেস্ট আমার মনে হয় আনোয়ারেরও সেই ক্যাপাবিলিটি আছে টু রিচ দ্যাট হাইট আনোয়ার ইজ এজ গুড এজ মানে আনোয়ার টিমে থাকা মানে আমাদের একটা আমরা যদি আরো চারটে ফরেনার ভালো মাঠে নামাতে পারি ইভেনচুয়ালি পারবো আস্তে আস্তে আনোয়ার ইজ এ ফিফথ ফরেনার আর ফিফথ ফরেনার যে টিমে থাকবে সেই টিম কিন্তু চ্যাম্পিয়নশিপে দৌড়ে সবসময় থাকবে এবং দেখা গেছে যেই টিমের ফরেনারসরা এজ এ ফিফথ ফরেনার অ্যাড করেছে ইন্ডিয়ান প্লেয়ারসরা সেই টিমগুলো কিন্তু আল্টিমেটলি চ্যাম্পিয়ন হয়েছে প্রোভাইডেড রেফারিং ঠিকঠাক হয় ব্যাস আমি এইটুকু বলে র‍্যাপ আপ করলাম বিক্রান্ত শাহ 189 লিখছে ভাই বিষ্ণুর খেলা দেখে আমি তো অবাক হয়ে গেলাম জয় মোহনবাগান বিক্রান্ত তুমি মোহনবাগান সমর্থক এবং আমি বুঝতে পেরেছি যে তুমি বিষ্ণুর খেলা দেখে কেন অবাক হয়েছো তার কারণ হচ্ছে দেখো অবশ্যই মানে ইস্ট বেঙ্গল তো একটা প্রসেসের মাধ্যমে এককভাবে ইন্ডিয়ান সুপার লিগে এসছে তো এই বিষ্ণু আমান সায়ন জেসিন এরা ইস্ট বেঙ্গলের সম্পদ ইস্ট বেঙ্গলের হাতে হয়তো এই মুহূর্তে মানবীর নেই লিস্টার নেই বা আব্দুল সামাদ নেই বা অনেকেই নেই থাপা নেই বাট ইস্ট বেঙ্গলের হাতে এরাই রয়েছে ইস্ট বেঙ্গল প্রসেসের মাধ্যমে আছে এবং এটা তোমরা রিজার্ভ টিমে কলকাতা লীগ দেখলে বুঝতে পারবে যারা কলকাতা লীগকে ছোট করে বা মানে যারা নয় খুব একটাই একটাই ক্লাব আছে যারা ছোট করার চেষ্টা করে তারা ওই জায়গাটা বুঝতে পারে এনিওয়ে আমি অনকের কাছে যাব অনক কিছু অ্যাড অন করার থাকলে করতে পারো কুইকলি আনোয়ার আলীকে নিয়ে তো নতুন করে কিছু বলবো না ঠিক আছে যা আমাদের যা বলার ছিল আমরা বলে দিয়েছি এবার যা বলার আনোয়ার মাঠে দেখাচ্ছে বলছে মানে পা দিয়ে বলছে মানে বলে মানে ফুটবল খেলে সেটা বলে তার উত্তর দিচ্ছে আমি একটা লাইন শুধু জানিনা মানে এটা অ্যাড করছি আমি বেশি ডিস্ট্রাক্ট করতে চাই না তবে অভিষেক যে পয়েন্টটা বলছিল সেটা আমার মনে হয় যারা পুরনো দিনের মোহনবাগান দেখে এমন একটা ছোট মানে জাস্ট একটা অ্যানকড বলতে পারো বলছি একটা ফেমাস স্টোরি আছে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা একবার ইস্ট বেঙ্গল জেতার পরে সাবিত্রী চট্টোপাধ্যায় আর ভানু মানে ইলিশ মাছ রান্না করে উত্তম কুমারকে খেতে দিয়েছিল তো উত্তম কুমারের কি হয়েছে বলছে যে আমরা জিতেছি তাই জন্য এটা দিয়েছি তো ওরকম টাইপের ব্যান্ডটার চলতো ঠিক আছে যেটাকে হেলদি ব্যান্টার বলে আর এখন এবং সেটাকে রাইভেল বলে আর সুতরাং রাইভেল আর এনিমি এর মধ্যে মানে অ্যাডভার্সারি আর এনিমি এর মধ্যে যে ডিফারেন্সটা এটা আমার মনে হয় অনেকে বোঝেনা স্পেশালি এরকম সমর্থক দেখছি আজকাল যারা হয়তো খেলা দেখে না কিন্তু এনালাইসিস করতে বা ঝগড়া করতে চলে আসে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে তাদেরকে কি আর সমর্থক বলবো তাদেরকে অভিষেক একটা পার্টিকুলার টার্ম ইউজ করে যেটা আমরা মানে এখন আজকাল আর ইউজ করছি না মানে শোতে কিন্তু ওই টার্মটা আমার মনে হয় তাদের জন্য একদম ফিট তো তাদের তারা এই রাইভালরির মাহাত্ব যেটা সেই মাহাত্বটাকে মানে কালিমা লিপ্ত করছে তো তাদেরকে নিয়ে আমি আর বেশি শব্দ খরচ করবো না যেটা বলার ছিল সেটা আশা করি যারা একচুয়াল মোহনবাগান ট্রু ফ্যান তারা বুঝে যাবে তবে আর আনোয়ার আলীকে নিয়ে তো বললাম যে যা জবাব দেওয়ার আনোয়ার মাঠে দিচ্ছে আই মিন ডেসপাইট অল দা প্রেসার অ্যাক্রস দা কান্ট্রি হি ফেস তো ও কিন্তু হিজ শাইনিং ইন দা রেড এন্ড গোল্ড আর্মার দ্যাটস দ্যাটস অল বেসিক্যালি ফ্রম মাই সাইড এবং রাখির কাছে আমি যাব তারপর অর্ণবের কাছে গিয়ে আমরা লাইভটা আমরা এন্ড করবো এই মুহূর্তে রাখি তোমার আজকে যে তুমি একটু আগে দেখছিলাম কমেন্টে যেটা লিখছিলে সেটা যদি একটু বলো এবং ইস্ট বেঙ্গলের যারা লেজেন্ডসদের মধ্যে ওয়ান অফ দেম হিজ এবং আমার আমাদের চ্যানেলেও এর আগে লাইভে এসছে তো তোমার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো এবং কি কথা হলো আফটার জেতার পরে ইটস ভেরি স্যাডেন মানে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ আর তুমি আমার বন্ধুদেরকে তো চেনো গৌরব রাজদ্বীপকে তো হঠাৎ করে গৌরব আর রাজদ্বীপ বলছে যে দেখো ডগলা স্যার যাচ্ছে যাও গিয়ে ফটো তুলো আর আমি তো প্রথমে ভাত চাকা খেয়ে গেছিলাম ওখানে সবাই দেখছি ভিড় করে ডগলা স্যারের সাথে ফটো তুলছে এদিক ওদিক এদিক ওদিক আমি দৌড়ে দাঁড়িয়েছিলাম ফোনটা নিয়ে আমি হঠাৎ করে দেখলাম যে আমার দিকে একবার তাকালো ডগলা স্যার আমি শুধু এর মধ্যে হাত তুলে বললাম স্যার কেমনে আয় তখন নিজে থেকেই এলেন উনি এসে মানে আমি যেহেতু উনার হাতে অনেকটা শর্ট তো উনি লিচু হয়ে যাতে আমি ফটোতে সেলফিটাতে আসি উনি ওই ভাবেই একটা ফটো আমার সাথে তুলেছেন এন্ড দেন আমি থ্যাঙ্ক ইউ বলেছি হ্যান্ডশেক করেছি এন্ড ওই হয় না ছোট ছোট এন্ড আজকে জেতা তার মধ্যে ডবলা স্যারের সাথে ফটো তোলা আই থিংক আজকের দিনটা আমার জন্য একটু বেশি ভালো ছিল এবং আমাদের সকলের কাছে দিনটা একটা দুর্দান্ত দিন ছিল ইস্ট বেঙ্গল তিন পয়েন্ট নিয়েছে এর থেকে আর খুশি কিছু হতে পারে না থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে আমাদের সকলকে সহ্য করলে মানে এই আর কি মারলাম মানে লাইভটা দেখলে তাদের সকলকে নারু নারু বলছে জয় ইস্ট বেঙ্গল প্রচন্ড দুষ্টুমি করছে নারুর তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে গুড নাইট নারু জয় নারু বলছে আমি বাড়িতে বসে বাবা খেলা দেখেছি খেলা দেখে খুশি এভাবেই ইস্ট বেঙ্গল জিততে থাকবে এবং থ্যাংক ইউ সো মাচ কালকে সকাল আটটাতে একটা ব্লগ আসছে যে ব্লগটা দেখে ভালো লাগবে অনেকের অনেকের খারাপ লাগবে বাট ব্লগ তো ব্লগের মতই হবে থ্যাংক ইউ সো মাচ অর্ণব অভিষেক অভিষেকের যদি কিছু বলার থাকে অভিষেক বলতে পারে সাগ্নিক রাখি এবং অনক প্রত্যেককে এবং নারুর তরফ থেকে সবাইকে গুড নাইট এবং বেঙ্গলি স্পোর্টস কালকে সকালয় এবং কালকে সকাল আটটায় যে যে ব্লগটা আসবে সেই ব্লগটা দিয়ে আমরা এই ম্যাচের সেলিব্রেশনটাকে এন্ড করবো এন্ড আফটার দ্যাট এই ব্লগটা কালকে সারাদিন তোমরা সেলিব্রেট করো তারপরে আমরা নেক্সট প্ল্যানের দিকে যাব নেক্সট প্ল্যান আমরা করবো যে হায়দ্রাবাদ ম্যাচ এন্ড অল দ্যাট থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েস বেঙ্গল মন্ত্র একটাই জয়স বেঙ্গল গুড নাইট টু এভরিবডি এখনের মত স্ট্রিমটা শেষ করলাম বুঝতেই পারছো যে কি অবস্থা কি লড়াই করে লাইভটা করতে হচ্ছে ঠিক আছে সবাইকে গুড নাইট টাটা আবার দেখা হচ্ছে বাই বাই টাটা টাটা টাটা টাটা বাই বাই জয় হিন্দ জয় হিন্দ


🔗 Watch on YouTube

🚀 Related Hashtags: #ইসটবঙগল #ভযঙকর #হচছ #East #Bengal #Jamshedpur #Match #Review


Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Bengali Sports Vlog. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=2SBbs89YUvQ.

Previous Article

Breaking News! Cody Bellinger had been Traded to the New York Yankees. #mlb

Next Article

BREAKING NEWS: LAINE SHOCKS EVERYONE! BIG DAY IN MONTREAL! | CANADIENS NEWS

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨