📅 Published on: 2024-12-25 17:40:24
⏱ Duration: ( seconds)
👀 Views: | 👍 Likes: [vid_likes]
📝 Video Description:
Welcome to our channel! In this video, we bring you the latest updates on the Indian football scene, don’t miss out on all the …
🎙 Channel: BONG PNPC FOOTBALL
🌍 Channel Country: [channel_country_name]
📂 Tags:
[vid_tags]
🕵️♂️ Transcript:
সো আবারো মোহনবাগানের এ ম্যাচ এইবারে কিন্তু পাঞ্জাবের সাথে মোহনবাগান খেলবে দিল্লিতে এবং দিল্লির ওয়েদারের কথা মাথায় রেখে এই ম্যাচটা তো ডেফিনেটলি মোহনবাগানের জন্য কেমন হয় সেটাই দেখার আর অবশ্যই লাস্ট ম্যাচটা মোহনবাগান হেরেছে এই ম্যাচ থেকে মোহনবাগান কামব্যাক করার চেষ্টা করবে এই মানে সিজনে যে দুটো ম্যাচ মোহনবাগান আইএসএল এ হেরেছে দুটোই কিন্তু ম্যাচ থেকে একটা বেঙ্গালুরুতে একটা গোয়াতে তো ডেফিনেটলি আরেকটা ম্যাচ মোহনবাগান হারতে চাইবে না যতই নিজেদের সমস্যা থাকুক না কেন তো খুব ডিটেইলসে বলার কিছু নেই বেসিক্যালি অনেকদিনই ম্যাচ প্রিভিউ দিইনি ম্যাচ প্রিভিউ নিয়ে খুব একটা আলোচনা আর রিসেন্ট টাইমে করি না বাট মনে হলো যে বছরের শেষের দিকের যে আমাদের দুই প্রধানের দুটো ম্যাচ রয়েছে সেটা নিয়ে একটু ছোট্ট করে প্রি ম্যাচ ডিসকাশন হয়ে যাক খুব লেন্দি কিছু ব্যাপার না দেখো সবথেকে বড় কথা প্রথম বিষয় হচ্ছে যে কোন কোন প্লেয়ারকে মোহনবাগান কোচ তিনি পাচ্ছেন না এটা আমরা সবাই জেনে গেছি আশিক কুরুনিয়ার নেই তার সাথে পেথ্রাতস নেই তার সাথে গ্রেগ স্টুওয়ার্ড নেই আরো একজন প্লেয়ার যে ইনজিওর রয়েছে কিন্তু কালকের ম্যাচে খেলবে ক্যাপ্টেন সুভাশিষ বোস মুখে বেশ কটা সেলাই পড়েছে এবং তার সাথে কিন্তু মুখে মাস্ক পড়ে ট্রেনিং আমরা দেখে ফেলেছি অলরেডি শুভাশিষকে বাট শুভাশিষ ডেফিনেটলি স্টার্ট করছে কোচ জানিয়েছেন যে প্রবলেম হয়তো কিছুটা হবে কিন্তু যেহেতু মাস্ক পড়ে ফেলবে খুব একটা সমস্যা ওর ক্ষেত্রে হওয়ার কথা নেই কারণ একটা হার্ড এখানে ট্রুথ হচ্ছে যে হাতে অপশনস নেই যেই ম্যাচটাতে শুভাশিষ সাসপেন্ড ছিল সেই ম্যাচে কিন্তু আশিক কুরুনিয়ান খেলেছিল তো এই ম্যাচে আশিক কুরুনিয়ানও চোটের জন্য মাঠের বাইরে সো ইউ হ্যাভ নো আদারস অপশন লেফট ইন ইউর হ্যান্ড সো দ্যাটস হোয়াই সুপজিস কে আমরা প্লেইং ইলেভেনে ডেফিনেটলি দেখব বাকি সমস্ত পজিশনই ঠিকঠাক রয়েছে দেখা যাক কি হয় কোচ একটা ছোট্ট ইঙ্গিত দিয়েছেন যে ম্যাকলারেনের সাথে হয়তো জেসন কামিংস স্টার্ট করতে পারেন অর্থাৎ ডাবল বিদেশী সেন্টার ফরওয়ার্ড এবং ডাবল বিদেশী সেন্টার ব্যাক এরকম একটা দেখতে চলেছি আমরা আগে থেকেই যেটা নিয়ে কথা বলছি যে অল ইন্ডিয়ান মিডফিল্ড লাইনপ কালকের ম্যাচের জন্য এই মুহূর্তে তৈরি হয়ে গেছে কিন্তু কে কে খেলতে চলেছে কিরকম ভাবে ফরমেশন হোসেন তিনি সাজাতে পারেন সেটা নিয়ে এখন সবার চর্চা জারি রয়েছে দেখো আমার যতটুকু মনে হচ্ছে সেই জায়গা থেকে কোথাও আজকে মানবীরকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল মানবীভীর হঠাৎ করে ট্রেনিং এর মাঝপথে বেরিয়ে চলে যায় এবং কিছুটা প্রবলেমের মধ্যে মানবীভীর ছিল তো মানবীর কালকের ম্যাচ খেলবে কি খেলবে না কি সিচুয়েশন রয়েছে সবকিছু নিয়েই কিন্তু সবার মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে দেখা যাক কালকের ম্যাচটা মানবীর সিং খেলে কিনা যদি কালকে মানবীর সিং খেলে তাহলে আমার মনে হয় যে একরকম ফরমেশনে টিম যাবে আর যদি কালকে মানবীর সিং না খেলে তাহলে হয়তো একটি ডিফারেন্ট কাইন্ড ফরমেশনে যাবে কারণ উল্টো দিকে পাঞ্জাবেরও কিন্তু মেইন যে সেন্ট্রাল ডিফেন্ডার কালকের ম্যাচে মিসিং রয়েছে তো মানবীরকে যদি সামহাউ কালকের ম্যাচে রেস্ট দেওয়া হয় যদিও এখনো অব্দি জানা যাচ্ছে যে মানবীর ফিট রয়েছে ফিট টু প্লে 90 মিনিটস প্লেয়ারটা কিন্তু খেটে খুটে প্রচুর খেলছে পারফরমেন্সও যেমন রয়েছে ওয়ার্ক লোডও সেরকম টপ লেভেলে রেখেছে বাট আমি যদি মনে করি যে এই ম্যাচটাতে মানবীর হয়তো রেস্ট পেতে পারে সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে থ্রি ব্যাক সিস্টেমে হয়তো টিম চলে গেল সেখানে আসিস রায় আর লিস্টন কোলাসো দুজনকে উইং ব্যাক করে অনেক বেশি করে ফরোয়ার্ডে যেমন ইউজ করা ঠিক ততটা ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করার চেষ্টা হোসে মলিনা তিনি করবেন তাহলে হয়তো থ্রি ব্যাক সিস্টেমে আমরা অ্যালবার্থ রড্রিগেজ টম অলরেড এবং সুভাশিষ বোস কে দেখতে পারি গোলে বিশাল কাইট এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই দুটো উইংব্যাকে আসিস রায় লিস্টন কোলাসো অনেক বেশি করে তাদের উপর অ্যাটাকের দায়িত্ব থাকবে এটা যদি হয় ডিফেন্সের জায়গাতে তাহলে অবশ্যই মাঝখানে তিনজন মিডফিল্ডার হিসেবে আমরা সাহাল আব্দুল সামাদ পেছনের দিকে আপুইয়া এবং থাপাকে দেখতে পারি সাহালকে অ্যাটাকিং নাম্বার টেন রোলে আমরা দেখতে পারি আর ডাবল সেন্টার ফরওয়ার্ডে হয়তো জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস কে দেখতে পারি এরকম একটা ফরমেশন সামনের দিকে আসতে পারে যেটা ন্যাচারালি থ্রি ফাইভ টু বা ফাইভ থ্রি টু যেভাবে হোক না কেন সেটা এটা আমি বলছি যে যদি মানবীর সিংকে কালকে কোচ শুরু থেকে এভেলেবেল করতে না পারেন তাহলে এরকম ফরমেশন আসতে পারে আর যদি তিনি তার নিজের পছন্দের সবথেকে চেনা ফোরব্যাক সিস্টেমে যান তাহলে অবশ্যই গোলে ভিসল কাইতের পর দুটো সাইডব্যাকে আশিষ এবং শুভাশিষ দুটো সেন্টার ব্যাকে টম ওয়ালেডের সাথে আলবার্ত রড্রিগেজ ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া হোল্ডিং মিডফিল্ড এবং কিছুটা অ্যাটাকিং মিডফিল্ডের রোলে অবশ্যই কিন্তু সাহাল আব্দুল সামাদ ডাবল সেন্টার ফরওয়ার্ড খেললে কিন্তু সাহাল আব্দুল সামাদকে একটা ব্যাপক ওয়ার্কলোড নিতে হবে ইনসেন্ট ওয়ার্কলোড নিতে হবে ফাইভ রাদারসে দুটো উইং এ বা দুটো রাইট এন্ড লেফট মিডফিল্ডে মানবীর সিং এবং লিস্টন কোলাসো অ্যাটাকের পাশে কিন্তু ওদেরকে মাঝ মাঠে বা ডিফেন্সে অনেকটা হেল্প করতে হবে এবং ডাবল সেন্টার ফরওয়ার্ডে জেসন কামিংস এর সাথে জেমি এই ক্ষেত্রে আমরা হয়তো থাপাকে এই ফরমেশনে বেঞ্চ থেকে স্টার্ট করতে দেখতে পারি দেখা যাক কি হয় বেঞ্চেও যে লটস অফ অপশনস থাকছে এরকম না যারা রেগুলার প্লেয়ার তাদের মধ্যে থেকে দীপেন্দু ডিফেন্সে টাংরি অভিষেক থাপারা মাঝমাঠ এবং ফরোয়ার্ডে সোহেল আহমেদ ভাট এই জাস্ট হাতে গোনা চার পাঁচটা ভালো অপশনস থাকছে বেঞ্চে কারণ এতগুলো প্লেয়ার মানে তিনটে মেইন প্লেয়ার মিসিং মানে বুঝতে পারা যায় যে বেঞ্চেও কিন্তু অনেকটা ডেফিসিয়েন্সি নিয়ে কোচকে কালকের ম্যাচের জন্য মাঠে নামতে হবে দেখা যায় কালকের ম্যাচটা কেমন হয় আর ডিটেইলসে এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই আজকের এই ম্যাচটাতে তো তোমাদের কি কি অপিনিয়ন রয়েছে কালকের ম্যাচটা নিয়ে প্রবলেমস নিয়ে এবং কিভাবে মোহনবাগান এই প্রবলেমকে কাটিয়ে জয়ের ছন্দে আবারো ফিরে আসতে পারে বছরটা জিতে শেষ করতে পারে সেটা অবশ্যই তোমাদের অপিনিয়ন গুলো কমেন্টে রেখে যেও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দা চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাঙ্ক ইউ গুড বাই এন্ড গুড নাইট
🚀 Related Hashtags: #বছর #শষ #জয #চইছ #মহনবগন #Mohun #Bagan #Punjab #Match #Preview
Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, BONG PNPC FOOTBALL . For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=TfcrS1bCh9Q.