ব্রাজিল দলে আসছে ভয়ংকর গোল ম্যাশিন Brazil football news update

📅 Published on: 2024-12-26 11:19:24

⏱ Duration: ( seconds)

👀 Views: | 👍 Likes: [vid_likes]

📝 Video Description:

ব্রাজিল দলে আসছে ভয়ংকর গোল ম্যাশিন Brazil football news update @FootballLoveN Brazil brazil …

🎙 Channel: Football Love N

🌍 Channel Country: [channel_country_name]

📂 Tags:

[vid_tags]

🕵️‍♂️ Transcript:

ব্রাজিল যাদের নামের পাশে জড়িয়ে আছে পাঁচটা বিশ্বকাপ নয়টা কোপা আমেরিকা সহ অসংখ্য ট্রফি তবে সেই ট্রফি গুলো এখন যেন ব্রাজিল ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে ক্যালেন্ডারে ঝুলতেছে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের অবস্থা দেখে কেউ বলতে পারবে না এ দলটা একটা সময় বিশ্ব ফুটবলকে হাতের মুঠ হয়ে রেখে নাচিয়েছিল ব্রাজিল আহ নামটা শুনলেই যেন প্রতিপক্ষের ফ্যানটা গিলে হয়ে যেত আর এখন সেই ব্রাজিলের নামটা শুনলেই ট্রল মনে হয় যেই দেশে পেলে সক্রেটিস রোমারিও রোনালদেনহো জিকো কাকা রবার্ট কার্লোস সহ দ্যা গ্রেট ফিনিশার রোনালদো নাজারিও খেলতো সেই দলের আজ কি হাল লাস্ট এক বছরে 14 ম্যাচ খেলে সাতটা ড্র একটা পরাজয় ছয়টা মাত্র ম্যাচ বিজয় কি আর বলবো ভাই এক বছরের অধিকাংশ ম্যাচেই তারা ড্র করেছে এখন লোকেরা ব্রাজিলকে ব্রাজিল না বলে ড্রাজিল বলেই ডেকে থাকে এখন এই যে ব্রাজিলকে ড্র ব্রাজিল বলে ডাকে তার জন্য দায়ী কে বা কারা আপনি কি জানেন এটার জন্য দায়ী হলো ব্রাজিলের আক্রমণবাগের প্লেয়াররা যারা একের পর এক সুযোগ পেয়েও ঠিকমত ফিনিশ করতে পারতেছে না অর্থাৎ গোল করতে পারতেছে না তো আজকের এই ভিডিওতে আমরা এমন একজন ব্রাজিলিয়ান ফিনিশার কে নিয়ে কথা বলব যিনি বড় কোন লীগ বা বড় কোন ক্লাবে না খেলেও দারুণ সম্ভাবনা রয়েছে তার মাঝে প্লেয়ারটা যেমন গোল করতে ওস্তাদ তেমনি গোল করাতেও ওস্তাদ সেটার প্রমাণ হলো তার চলতি সিজনের পারফরমেন্স এই সিজনে এখনো পর্যন্ত 41 ম্যাচে 21 গোল এবং 16 অ্যাসিস্ট করেছে অর্থাৎ 41 ম্যাচে সরাসরি 37 গোলে অবদান রয়েছে তার মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ ফর্মে আছে সে বলছিলাম মেজর লীগ সকারে খেলা অর্থাৎ এমএলএস লীগের লাগ এ গ্যালাক্সিতে খেলা 23 বছর বয়সের রাইট উইঙ্গার গাব্রিয়েল প্যাচের কথা তো আজকের এই ভিডিওতে আমরা সামআ করার ট্রাই করবো প্লেয়ারটা কেমন ধরনের প্লেয়ার এবং ইন ফিউচারে ব্রাজিল দলে আসতে পারবে কিনা বাম পায়ে ম্যাজিক দেখানো এই ফুটবলার 2023 সালে ব্রাজিলিয়ান ক্লাব ভাস্কোডা গামা থেকে লা গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন প্লেয়ারটা বেসিক্যালি রাইট সাইডের হোয়াইট উইঙ্গার হিসেবে খেলে থাকে অর্থাৎ একেবারে টাচ লাইন গেসে খেলে মানে বিষয়টা যদি আরো একটু স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে বলব যে উইঙ্গাররা যেমন রাইট সাইড এবং প্লাস রাইট হাফ স্পেসটা ইউজ করে সে মূলত এমন টাইপের প্লেয়ার না প্লেয়ারটা সবসময় মাঠের এই সাইড লাইনগুলো ঘেসে খেলতে স্বাচ্ছন্দবোধ করে অধিকাংশ সময় এই সাইডলাইন থেকে অর্থাৎ এই টাচ লাইন থেকে বল ক্যারি করে বক্সে ঢুকতে চায় বা ক্রস করতে চায় আর এটাই হলো প্লেয়ারটার মূল শক্তি হ্যাঁ প্লেয়ারটার স্পিড আর এক জেনারেশন হয়তো এতটা নেই তবে ফুটবল আই কিউ বেশ ভালো আর ফিনিশিংটা তো জাস্ট ওয়াও এবার আসি প্লেয়ারটার এই সিজনের এমএলএস লীগের পারফরমেন্সের দিকে এই মৌসুমে এখনো পর্যন্ত মেজর লীগ সকারের হয়ে 38 ম্যাচে 19 গোল এবং 15 অ্যাসিস্ট করেছেন এখন যদি তার শুটিং এবিলিটির কথা বলি তাহলে পুরোই চমকে যাবেন তিনি যেই 38 টা ম্যাচ খেলেছেন সেখান থেকে কয়টা শুট নিয়েছে জানেন আপনি এই 38 ম্যাচে পুরো 143 টা শুট নিয়েছিলেন অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে 37 করে সুট নিচ্ছে যেটা একজন সেন্টার ফরওয়ার্ডের চাইতেও বেশি মানে পরিস্থিতি যেমনই হোক না কেন বা যাই হয়ে যাক না কেন সুটটাকে নিতেই হবে তবে দুঃখজনক হলেও সত্য যে প্লেয়ারটা এই যে এতগুলো সুট নিতেছে তার মাঝে 70 টা ছিল অন টার্গেট তবে এই 70 টা অন টার্গেট হলেও সেখান থেকে মাত্র 19 টা গোল পেয়েছে যেটা সত্যি হতাশাজনক এখন যদি আমি তার শুটিং ম্যাপটা দেখাই তাহলে দেখতে পারবেন কি পরিমাণ সুট সে নিয়েছে এখন যেই শুটিং ম্যাপটা দেখতেছেন এটা হলো প্যাচের শুটিং ম্যাপ যেখানে আপনারা দেখতে পারতেছেন কি পরিমাণ সুট সে নিয়েছে এই যে শুটিং ম্যাপটা দেখতেছেন সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো প্লেয়ারটা রাইট সেন্ট্রাল জোনের ডি বক্সের বাইরে থেকে এবং বক্সে ঢুকে শুট নিতে বেশি স্বাচ্ছন্দবোধ করে এটার প্রমাণ হলো হলো তার সুট নেওয়ার স্টেজগুলো এখনো পর্যন্ত তিনি যে 143 টা শুট নিয়েছেন এর মাঝে 97 টা ছিল বক্সের ভিতর থেকে আর 46 টা ছিল বক্সের বাইরে থেকে সো এই শুটিং ম্যাপ থেকে বোঝা যায় প্লেয়ারটা ইনসাইড অফ দা বক্স থেকে শুট নিতে বেশি স্বাচ্ছন্দবোধ করে এবার আসি প্লেয়ারটার ফাসিং ফুটবলটা কেমন এই সিজনে 1299 টা সাকসেসফুল ফাসিং খেলেছে যার গড় হলো 884 অর্থাৎ স্টেজ দেখে বোঝা যাচ্ছে ফাসিং ফুটবলেও বেশ ভালো তাছাড়াও লং বলেও বেশ এক্সপার্ট এই মৌসুমে 36 টা লং বল দিয়েছে যার একুরেন্সি ছিল 80% এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টের দিকে যেটা একজন উইঙ্গারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন উইঙ্গারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো গোল করতে না পারলেও গোলের চান্স ক্রিয়েট করে দেওয়া আর এই গোলের চান্স ক্রিয়েটের দিক থেকেও বেশ ওস্তাদ সে চলতি মৌসুমে এখনো পর্যন্ত 63 টা চান্স ক্রিয়েট করেছে এইতো গেল প্লেয়ারটা শক্তির জায়গাগুলো এবার আসি প্লেয়ার তার কিছু উইকনেসের দিকে যে জায়গাগুলো নিয়ে তাকে কাজ করতে হবে শুরুতে বলব ড্রেবল উইকনেসের কথা প্লেয়ারটা উইঙ্গার হলেও তার মাঝে সেই পরিমাণ ড্রেবল স্কিল নেই যেই পরিমাণ ড্রেবল স্কিল একজন প্রপার উইঙ্গারের থাকা জরুরি চলতি সিজনে এখনো পর্যন্ত 81 টা সাকসেসফুল ড্রেবল করেছে যেখানে একুরেন্সি হলো মাত্র 482 মানে প্রতি ম্যাচে ঘরে 100 টা ড্রেলে 48 টাতে সফল হতেছে মাত্র প্লেয়ারটার আরো একটা উইকনেস হলো এরিয়াল উইকনেস অর্থাৎ বাতাসে ভেসে আসা বলগুলোতে সে অনেকটাই দুর্বল এটার প্রমাণ হলো তার এরিয়েল ডুয়েল উইনের পার্সেন্টেজ যেখানে আপনি দেখতে পারবেন মাত্র 256% অর্থাৎ প্রতি 100 টা এরিয়েল বলে মাত্র 25 টাতে সাকসেসফুল হতেছে তবে প্লেয়ারটা ডিফেন্সিভলি মোটামুটি বেশ ভালো সেটা তার রিকভারি এবং ট্যাকেলে উইনের হার দেখলে বুঝতে পারবেন এই মৌসুমে উইঙ্গার হয়েও এখনো পর্যন্ত 28 টা সাকসেসফুল ট্যাকেল করেছে যেটার হার হলো 609 এছাড়াও 22 টা ইন্টারসেপশন 167 টা রিকভারি অর্থাৎ তার দল বল হারানোর পরে 167 বার বল উদ্ধার করেছিলেন এর থেকে বোঝা যায় প্লেয়ারটা ডিফেন্সিভলিও বেশ ভালো এবার আসি প্লেয়ারটা জাতীয় দলে ডাক পাবে কিনা দেখুন প্লেয়ারটা যেই পরিমাণ গোল অ্যাসিস্ট করতেছে সেটার জন্য সে জাতীয় দলে অন্তত অন্তত একটা সুযোগ ডিজার্ভ করে এখন ডুরিবেলের উচিত তাকে জাতীয় দলে ডাকা তিনি বর্তমানে যে ফর্মে আছে সেই ফর্ম অনুযায়ী সে যদি ব্রাজিল জাতীয় দলে ডাক না পায় তাহলে সে ব্রাজিল জাতীয় দল কে রিজেক্ট করে পর্তুগাল জাতীয় দলকে বেছে নিতে পারে কারণ তার হাতে পর্তুগালের নাগরিকত্ব রয়েছে সো সে যদি এতটা ভালো পারফরমেন্স করার পরেও ডুরিবালের কাছ থেকে একটা কলাপ না পায় তাহলে সে দ্বিতীয় অপশন হিসেবে পর্তুগালকেও বেছে নিতে পারে তাই ডুরিবালের উচিত তাকে অন্তত একটা ম্যাচ খেলে পারমানেন্টলি ব্রাজিলের করে নেওয়া এবার আসি কেন প্লেয়ারটা জাতীয় দলে ডাক নাও পেতে পারে দেখুন রাইট উইংসে ব্রাজিলের বর্তমানে যেই পরিমাণ প্লেয়ার আছে সেই পরিমাণ প্লেয়ারের ভিড়ে জাতীয় দলে পাওয়াটা তার জন্য বেশ কঠিন এই জায়গায় সাবিও লুইস হেনরিক এস্তেবা উইলিয়াম আছে যাদেরকে পেছনে পেলে প্যাচকে জায়গা করে নিতে হবে এখন কথা হলো এস্তেবাও সাবিও লুইস হেনরিক কে সরিয়ে এখানে জায়গা করে নিতে পারবে অথবা কোচ ডুরিবেল জুনিয়র কি তাকে একটা সুযোগ দিবে এ ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে


🔗 Watch on YouTube

🚀 Related Hashtags: #বরজল #দল #আসছ #ভয়কর #গল #মযশন #Brazil #football #news #update


Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Football Love N. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=PRF8PiwgKvk.

Previous Article

Lasted News Chicago Cubs Traded Matt Mervis For Vidal Brujan #baseball #news #sports #cubs

Next Article

BIG DEALS COMING! CANUCKS TRADE RUMORS ARE HOT ABOUT THIS PLAYER! VANCOUVER CANUCKS NEWS TODAY!

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter

Subscribe to our email newsletter to get the latest posts delivered right to your email.
Pure inspiration, zero spam ✨