📅 Published on: 2024-11-24 14:25:33
⏱ Duration: ( seconds)
👀 Views: | 👍 Likes: [vid_likes]
📝 Video Description:
benfica #dimaria #argentinafootball #sportsnews #footballnews #dimariamagic #kalbela ডি মারিয়া যেন জাদুর …
🎙 Channel: Kalbela Sports
🌍 Channel Country: [channel_country_name]
📂 Tags:
[vid_tags]
🕵️♂️ Transcript:
আপনি ফুটবল ভক্ত 90 মিনিটের খেলাটাকে ভালোবাসেন তাহলে এই গোলটা আপনি ইতিমধ্যেই দেখেছেন আবারো আপনাকে নতুন করে দেখানোর একটা চেষ্টা দেখুন ভাবুন উপলব্ধি করুন বাইসাইকেল কিক এন্ড গোল বাই আনহেল ডিমারিয়া নামটার ভার কত ওজনে মাপা যায় না মাপলেও চলবে তবে আপনার মাথায় ফুটবলের ভূতটা থাকতে হবে তবেই না বুঝবেন গোলটাকে নিয়ে কাব্য রচনা করবেন কাব্যগ্রন্থের প্রথম কবিতার নামটা ঠিক এমন হতে পারে বয়স 37 তো কি হয়েছে যে বয়সে ফুটবল খেললে লোকে আপনাকে বুড়ো বলবে বলাটা স্বাভাবিক বয়সের ছাপ যে ততক্ষণে একজন মানুষের চেহারায় ভেসে থাকে যেমনটা ভেসে আছে আর্জেন্টিনার সর্বজয়ী ফুটবলার ডি মারিয়ারও পত্রপত্রিকায় হেডলাইনটা এমনই দেয়া হয় মারিয়াদের বুড়োহারে ভেলকি এলো ভিশন মুশকিল অফার যেকোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় ভেলকি আপনি দেখেছেন ভেলকিবাজি করেছেন ইটের ভাটায় কাজ করে ফুটবলার হয়ে ওঠা এক যোদ্ধা যে যোদ্ধার নাম ডিমারিয়া জাতীয় দলের জার্সিটা তুলে রেখেছেন তবে ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন এখনো শুধু কি খেলা ম্যাচ শেষে স্পটলাইটটাও থাকছে বুড়ো ডিমারিয়ার দিকে যেমনটা ছিল পর্তুগিজ লীগের চতুর্থ রাউন্ডে শনিবারের ম্যাচে যেখানে ডিমারিয়ার বেনফিকা পর্তুগালের আরেক ক্লাব ইসরেলাকে সাত গোলে বিধ্বস্ত করেছে আর এই ম্যাচে মাত্র 18 মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন বিশ্বজয়ী ফুটবলার ডি মারিয়া যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি আসে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক থেকে যারা ডি মারিয়ার বাইসাইকেল কিকের গোলটি দেখেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন শটটার গতি ছিল না বা হেটাররা হয়তো গোলটাকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত দিতে পারেন তবে সেই কথা হয়তো অনর্থক কি হবে একজন ফুটবলারের বাইসাইকেল কি গোল করা সব থেকে যায় বটে অনেক সাধনার পরে এমন গোল পাওয়া যায় আর সেটা ডিমারিয়া করেছেন 37 বছর বয়সে নিজেই বল নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে জালে বলটা জড়িয়েছেন সেটা কোন সহজ কাজ নয় ডিমারিয়া ক্লাব ফুটবলটা চালিয়ে যাচ্ছেন আর কতদিন চালিয়ে যাবেন সেটা বলা কঠিন তবে এই বয়সে এসেও যে তার একিউরেসি কমেনি সেটা খালি চোখে ডিমারিয়ার খেলা দেখলে বোঝা যায় আর্জেন্টাইন বিশ্বজয়ী ফুটবল বলে কথা এমন হওয়াটা যে স্বাভাবিক রেজাউল করিম কালবেলা [মিউজিক] [মিউজিক]
🚀 Related Hashtags: #ড #মরয় #যন #জদর #কঠ #Maria #Hattrick #Football #News #Kalbela
Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Kalbela Sports. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=dQoa-uxx5ug.